অর্থমন্ত্রক
২০২৫-২৬ অর্থবর্ষে প্রথমার্ধে ভারতের শিল্প ক্ষেত্রে উৎপাদন যথেষ্ঠ ছিল, গত বছরের এই সময়কালের তুলনায় এই উৎপাদন ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে
प्रविष्टि तिथि:
29 JAN 2026 2:09PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৯ জানুয়ারি, ২০২৬
কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমণ আজ সংসদে ২০২৫-২৬ অর্থবর্ষের আর্থিক সমীক্ষা পেশ করেছেন। এই সমীক্ষায় বলা হয়েছে ২০২৫-২৬ অর্থবর্ষের প্রথমার্ধে ভারতের শিল্প ক্ষেত্রে উৎপাদন যথেষ্ঠ বেশি ছিল। পূর্ববর্তী অর্থ বছরের তুলনায় যা ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
উৎপাদন ক্ষেত্রে গ্রস ভ্যালু অ্যাডেড বা জিভিএ-র পরিমাণ পূর্ববর্তী অর্থবর্ষের তুলনায় ৭.২৭ শতাংশ বেশি ছিল। দেশের মাঝারি ও উচ্চ প্রযুক্তি নির্ভর শিল্প ক্ষেত্রে মোট উৎপাদনের পরিমাণ এখন ৪৬.৩ শতাংশ। উৎপাদন ভিত্তিক উৎসাহদান প্রকল্পের ফলে সেমি কন্ডাক্টর সহ ওষুধ নির্মাণ, রসায়ন ও পরিবহণ শিল্পে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। মূল শিল্পগুলির মধ্যে যথেষ্ট চাঙ্গা ভাব লক্ষ্য করা গেছে। চীনের পরেই সিমেন্ট উৎপাদনে ভারতের স্থান দ্বিতীয়। সারা পৃথিবীতে সিমেন্ট ব্যবহার হয় মাথা পিছু ৫৪০ কেজি। ভারতে এর পরিমাণ ২৯০ কেজি। সমীক্ষায় বলা হয়েছে মহাসড়ক, রেল পথ, আবাসন ছোট ছোট শহর এবং গ্রামাঞ্চলে উন্নয়নের মাধ্যমে সিমেন্টের ব্যবহার আগামী দিনে আরও বাড়বে।
ইস্পাত শিল্পেও গত ৫ বছরে গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা গেছে। নির্মাণ এবং উৎপাদন ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি পেয়েছে। ভারতে কয়লা উৎপাদন এক রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। আগের বছরের তুলনায় কয়লার উৎপাদন ৪.৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রাসায়নিক ও পেট্রো কেমিক্যাল ক্ষেত্রেরও প্রভূত উন্নতি হয়েছে।গাড়ি নির্মাণ শিল্পে ২০১৫ সালে দেশে উৎপাদনের নিরিখে ২০২৫ সালে ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দেশে বৈদ্যুতিক গাড়ি নির্মাণে সরকার উৎসাহ দিচ্ছে। বৈদ্যুতিন ক্ষেত্রেও কাঠামগত সংস্কার কার্যকর করা হয়েছে। ২০২২ সালে বৈদ্যুতিন সামগ্রী রপ্তানিতে ভারতের স্থান ছিল সপ্তম। ২০২৫-এ দেশ তৃতীয় স্থানে উন্নীত হয়েছে। সারা পৃথিবীর মোট ওষুধের ২০ শতাংশ ভারত থেকে সরবরাহ করা হয়। সমীক্ষায় বলা হয়েছে ২০২৫ সালে ৪ লক্ষ ৭২০০০ কোটি টাকার ওষুধ রপ্তানি করা হয়েছে।
সমীক্ষা অনুসারে শিল্প ক্ষেত্রে ভারতের উন্নয়ন অব্যাহত থাকবে। আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন সমস্যার মধ্যে এদেশের পরিকাঠামো, পণ্য পরিবহণ, সহজে ব্যবসা করার পরিবেশ ও উদ্ভাবনমূলক কর্ম তৎপরতার ফলে নানা সংস্কার যথাযথভাবে বাস্তবায়িত হবে। প্রতিটি ক্ষেত্রে স্বনির্ভর হয়ে ওঠার পরিবর্তে ভারতের কৌশলগত দিক থেকে বৈচিত্র্য গ্রহণ করে বিভিন্ন বিষয়ে দক্ষতা বৃদ্ধির প্রয়োজন। এরজন্য গবেষণা ও উন্নয়ন, প্রযুক্তি ও দক্ষতার বিকাশের ক্ষেত্রে বেসরকারি অংশীদারিত্ব বৃদ্ধি করতে হবে।
SC/CB/NS….
(रिलीज़ आईडी: 2220444)
आगंतुक पटल : 4