অর্থমন্ত্রক
গ্রামাঞ্চলের কর্মসংস্থান প্রকল্প এমজিনারেগা চূড়ান্ত স্তরে উন্নীত হয়েছে এবং সংশ্লিষ্ট অঞ্চলের বাস্তবতা অনুসারে গ্যারান্টি যুক্ত পুনর্মূল্যায়ণ করা হয়েছে: আর্থিক সমীক্ষা
प्रविष्टि तिथि:
29 JAN 2026 1:59PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৯ জানুয়ারি, ২০২৬
কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমণ আজ সংসদে ২০২৫-২৬ অর্থবর্ষের আর্থিক সমীক্ষা পেশ করেছে। এই সমীক্ষায় বলা হয়েছে ভারতের সামাজিক সুরক্ষার ক্ষেত্রে গ্রামাঞ্চলে কর্মসংস্থান এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
২০০৫ সালে এমজিনারেগা-র সূচনা হয়। এই প্রকল্প গ্রামীণ পরিবারগুলিকে কমপক্ষে ১০০ দিনের কাজের সুযোগ করে দিয়েছে। অদক্ষ কর্মীদের জন্য কর্মসংস্থানের একটি সুযোগ তৈরি হওয়ায় গ্রামে স্থিতিশীল এক উপার্জন ব্যবস্থা তৈরি হয়েছে। এর ফলে মূল পরিকাঠামো গড়ে তোলা সম্ভব হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে আয় বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থার মানোন্নয়ন, ডিজিটাল ব্যবস্থাপনা গ্রহণ করা এবং নানা ধরনের জীবিকার সুযোগ তৈরি হওয়ার ফলে গ্রামীণ কর্মসংস্থানের ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। প্রশাসনিক ও প্রযুক্তিগত সংস্কারের ফলে স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে। এই প্রকল্পে মহিলাদের অংশগ্রহণের হার ২০১৪ সালে ছিল ৪৮%। ২০২৫ সালে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৫৮.১%। আধার সংযুক্তিকরণের পাশাপাশি বৈদ্যুতিন পদ্ধতিতে মজুরি প্রদান করা হয়। তবে এই প্রকল্পে নজরদারি চালানোর ক্ষেত্রে বিভিন্ন রাজ্যে অসঙ্গতি ধরা পড়েছে। ফলস্বরূপ সরকার বিকশিত ভারত- গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) আইন ২০২৫ এর পরিকল্পনা করা হয়। ভিবি- জি রাম জি আইন হিসেবে এটি পরিচিত। ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য এই ব্যবস্থাপনা সহায়ক হবে। এমজিনারেগায় অংশগ্রহণ, ডিজিটাল ব্যবস্থার প্রয়োগ এবং স্বচ্ছতা সত্ত্বেও এর কার্যকারিতার ক্ষেত্রে কাঠামোগত দুর্বলতা প্রকাশ পেয়েছে। নতুন আইন এই সমস্যাগুলির সমাধান করবে।
এই আইনটিতে বলা হয়েছে কর্মীদের প্রতি সপ্তাহে তাঁদের প্রাপ্য মজুরি মেটাতে হবে। এই মজুরি প্রদানের চূড়ান্ত সময়সীমা এক পক্ষকাল রাখা হয়েছে। এমজিনারেগায় প্রশিক্ষণ, মজুরি প্রদান, বিভিন্ন কারিগরি ব্যবস্থাপনার জন্য ৬% অর্থ ব্যয় করা হত। ভিবি- জি রাম জি-র ক্ষেত্রে তা বৃদ্ধি করা ৯% করা হয়েছে। জাতীয় স্তরে পিএম গতিশক্তির মতো প্রকল্পটির সঙ্গে সাযুজ্য রেখে বিকশিত গ্রাম পঞ্চায়েত পরিকল্পনা বাস্তবায়নে এটি সহায়ক হবে। এর মাধ্যমে জাতীয় ক্ষেত্রে অগ্রাধিকার প্রাপ্ত প্রকল্পগুলিকে স্থানীয় স্তরে কাজের সঙ্গে যুক্ত করা হয়েছে। নতুন এই আইনে স্বচ্ছতা এবং দায়বদ্ধতা বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও রাজ্যগুলির ওপর অতিরিক্ত বোঝা যাতে না সৃষ্টি হয় তার জন্য যথাযথ তহবিলের ব্যবস্থা করা হবে। প্রকল্পের সম্পদ যাতে যথাযথভাবে ব্যবহার হয় তার জন্য এক শক্তিশালী নজরদারি ব্যবস্থা চালানো হবে।
SC/CB/NS…
(रिलीज़ आईडी: 2220297)
आगंतुक पटल : 3