অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

কয়েক বছরে সামাজিক নিরাপত্তা দিতে পেনশন এবং বিমার আওতা বাড়াতে উল্লেখযোগ্য পদক্ষেপ

प्रविष्टि तिथि: 29 JAN 2026 1:44PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৯ জানুয়ারি ২০২৬


কেন্দ্রীয় অর্থ ও কোম্পানি বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমণ আজ সংসদে যে অর্থনৈতিক সমীক্ষা পেশ করেছেন তাতে বলা হয়েছে নাগরিকদের সামাজিক নিরাপত্তা দিতে পেনশন এবং বিমা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। 

পেনশন ফান্ড রেগুলেটরি ডেভলপমেন্ট অথরিটি প্রাণবন্ত পেনশন ব্যবস্থার জন্য একটি ভূমি প্রস্তুত করেছে। বাজারযুক্ত ন্যাশনাল পেনশন সিস্টেম, সরকারের পৃষ্ঠপোষকতায় ইউনিফায়েড পেশন স্কিম শুরু হয়েছে ২০২৫-এ এবং ইপিএফ এবং অটল পেনশন যোজনার মতো কর্মসূচিগুলি আওতা বৃদ্ধি করেছে। ২০২৫-এর ৩১ ডিসেম্বর পর্যন্ত এনপিএস-এর গ্রহক ২১১.৭ লক্ষ। পিএফআরডিএ নজর দিয়েছে সামাজিক নিরাপত্তার পরিসর বৃদ্ধি করতে যাতে অসংগঠিত কর্মীদেরও এর আওতায় আনা যায়। ২০২৫-এর অক্টোবরে শুরু হওয়া এনপিএস ই-শ্রমিক মডেলের লক্ষ্য ছিল গিগ শ্রমিকরা। পিএফআরডিএ-এর সঙ্গে অংশীদারিত্ব করেছে এফপিও এবং এমএসএমই-গুলি কৃষি ক্ষেত্রের আরও শ্রমিককে পেনশনের আওতায় আনতে। 

ভারতীয় বিমা ক্ষেত্র এক উল্লেখযোগ্য রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। ২০৪৭-এর মধ্যে সকলের জন্য বিমার লক্ষ্য নেওয়া হয়েছে। অর্থনীতি সমীক্ষায় ইনসুরেন্স রেগুলেটরি ডেভলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (আইআরডিএআই)-এর নতুন পদক্ষেপের কথা তুলে ধরা হয়েছে। বিমা পরিমণ্ডলের ডিজিটাইজেশন এবং বিমার আওতার গণতন্ত্রীকরণ প্রতিফলিত হয়েছে সবকা বিমা, সবকা রক্ষা (বিমা আইনের সংশোধন) এর দায়বদ্ধতায়। গ্রস ডোমেস্টিক প্রিমিয়ামের ৪১ শতাংশ স্বাস্থ্য বিমার আওতায়। মোট এইউএমএ-র ৯১ শতাংশ জীবন বিমার আওতায় এবং প্রিমিয়াম বাবদ আয়ের ৭৫ শতাংশ এর আওতায়। ২৫ অর্থবছরে জীবন বিমা বাবদ আর্থিক সুবিধা দেওয়া হয়েছে ৬.৩ লক্ষ কোটি টাকা। ২৬টি জীবন বিমা সংস্থা, ২৬টি অন্য বিমা সংস্থা, ৭টি স্বাস্থ্য বিমা সংস্থা এবং দুটি বিশেষ বিমা সংস্থা সক্রিয়। 

সমীক্ষায় বলা হয়েছে জীবন বিমা এবং ব্যক্তিগত স্বাস্থ্য বিমায় জিএসটি ছাড়ে পলিসিহোল্ডারদের উল্লেখযোগ্য স্বস্তি মিলেছে। বিমা পরিষেবাকে করে তুলেছে সুলভ। সবকা বিমা, সবকা সুরক্ষা আইন ২০২৫ বহু প্রতিক্ষীত সংস্কার আনবে বিমা ক্ষেত্রে। এফডিআই-এর সীমা ১০০ শতাংশ বৃদ্ধি করার পাশাপাশি অন্যান্য সংশোধনীর ফলে ব্যবসা করার এবং বিমা ক্ষেত্রের প্রসার সম্ভব হবে। 


 
SC/AP/AS


(रिलीज़ आईडी: 2220182) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Kannada , Malayalam