প্রধানমন্ত্রীরদপ্তর
ঐতিহাসিক ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির সমাপনের কিছু মুহূর্ত ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী
प्रविष्टि तिथि:
28 JAN 2026 10:38AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ জানুয়ারি, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ঐতিহাসিক ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির সমাপনের কিছু মুহূর্ত ভাগ করে নিলেন। শ্রী মোদী বলেছেন, “ইউরোপীয় কাউন্সিল প্রেসিডেন্ট অ্যান্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দার লিয়েন ও আমি ঐতিহাসিক ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করার কথা ঘোষণা করছি।"
এক্স হ্যান্ডলে পরপর কয়েকটি পোস্টে শ্রী মোদী বলেছেন,
“ইউরোপীয় কাউন্সিল প্রেসিডেন্ট অ্যান্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দার লিয়েনের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে বক্তব্য পেশ।"
@eucopresident
@vonderleyen
@EUCouncil
@EU_Commission
“ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঐতিহাসিক চুক্তি, এটি ভারতের ইতিহাসে সর্ববৃহৎ মুক্ত বাণিজ্য চুক্তি। এতে-ভারতের ১.৪ বিলিয়ন মানুষ ব্যাপকভাবে উপকৃত হবেন। এর ফলে,
আমাদের কৃষক ও ক্ষুদ্র শিল্পের ইউরোপের বাজারে প্রবেশ অনেক সহজ হবে।
উৎপাদন ক্ষেত্রে নতুন সুযোগ-সুবিধার সৃষ্টি হবে।
পরিষেবা ক্ষেত্রে আমাদের সহযোগিতা আরও মজবুত হবে। #IndiaEUTradeDeal”।
“বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং চতুর্থ বৃহত্তম আর্থিক শক্তির মধ্যে গুরুত্বপূর্ণ এই চুক্তি নজিরবিহীন সুযোগ-সুবিধার সৃষ্টি এবং অগ্রগতি ও সম্ভাবনার নতুন নতুন দিক খুলে দেওয়ার বার্তা দিচ্ছে। এই চুক্তির ফলে গোটা বিশ্বের মানুষ উপকৃত হবেন।
এটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে উন্নতমানের কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে। আমাদের তরুণ, পেশাদার প্রতিভা, ছাত্রছাত্রী ও গবেষকদের আরও সক্ষম করে তুলবে এবং ডিজিটাল যুগে সম্ভাবনার পথ খুলে দেবে। গুরুত্বপূর্ণ হ’ল – পারস্পরিক অগ্রগতির ক্ষেত্রে এটি উদ্ভাবনকে লালন-পালন করবে এবং আর্থিক বন্ধনকে শক্তিশালী করবে।
ভারত ও ইউরোপীয় ইউনিয়ন পারস্পরিক আস্থা ও উচ্চাকাঙ্ক্ষাকে সঙ্গী করে এক সমৃদ্ধ এবং সুস্থায়ী ভবিষ্যতের দিকে একসঙ্গে এগোচ্ছে! #IndiaEUTradeDeal”
“আজ এমন একটি দিন, যা আমাদের পারস্পরিক ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
ইউরোপীয় কাউন্সিল প্রেসিডেন্ট অ্যান্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দার লিয়েন ও আমি ঐতিহাসিক ভারত – ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করার কথা ঘোষণা করছি।
এটি হ’ল – আমাদের সম্পর্কের ক্ষেত্রে এক মাইলফলক, যা
আমাদের আর্থিক বন্ধনকে শক্তিশালী করবে
আমাদের তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবে
আমাদের ব্যবসার ক্ষেত্রে সম্ভাবনার সৃষ্টি করবে
পারস্পরিক সমৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাবে
আরও শক্তিশালী আন্তর্জাতিক সরবরাহ-শৃঙ্খল গড়ে তুলবে। #IndiaEUTradeDeal”
@eucopresident
@vonderleyen
@EUCouncil
@EU_Commission
“ভারত ও ইউরোপ আজ এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি অগ্রগতি, বিনিয়োগ ও কৌশলগত সহযোগিতার ক্ষেত্রে নতুন পথ খুলে দেবে।"
#IndiaEUTradeDeal
@eucopresident
“এই চুক্তি বাণিজ্য, বিনিয়োগ এবং উদ্ভাবনকে চালিত করবে। অন্যদিকে আমাদের কৌশলগত সম্পর্ককে আরও মজবুত করবে।
এটি হ’ল - একটি সুস্থিতিশীল সমৃদ্ধ এবং ভবিষ্যৎ-উপযোগী আর্থিক সম্পর্ক গড়ার ক্ষেত্রে আমাদের পারস্পরিক অঙ্গীকারের প্রতিফলন।"
#IndiaEUTradeDeal
@EU_Commission
@vonderleyen
“ভারত-ইইউ বাণিজ্য ফোরামে আমার বক্তব্য ভাগ করে নিচ্ছি।"
“ভারত – ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির সমাপন আজ আমাদের সম্পর্কের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য মাইলফলক। বিগত বছরগুলিতে ইউরোপীয় নেতৃবৃন্দের গঠনমূলক চেতনা এবং তা সম্পন্ন করার ক্ষেত্রে অঙ্গীকারের জন্য তাঁদের আমি ধন্যবাদ জানাই। এই চুক্তি আর্থিক বন্ধনকে আরও গভীর করবে। দেশবাসীর জন্য সম্ভাবনা সৃষ্টি করবে এবং একটি সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ভারত-ইউরোপ অংশীদারিত্বকে মজবুত করবে।"
“এইসব প্রাপ্তি ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অংশীদারিত্বকে আরও মজবুত করতে আমাদের অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে।"
“ভারত ও ইউরোপের মধ্যে আর্থিক সম্পর্কের বিস্তারিত ক্ষেত্র নিয়ে আলোচনার এক বড় মঞ্চ হ’ল, ভারত-ইইউ বাণিজ্য ফোরাম। আজ স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে ব্যবসা, এমএসএমই এবং উদ্ভাবকরা ব্যাপকভাবে উপকৃত হবেন। এটি পারস্পরিক সমৃদ্ধির এক নতুন নীল নকশা।"
@EU_Commission
@vonderleyen
SC/MP/SB
(रिलीज़ आईडी: 2219738)
आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam