প্রধানমন্ত্রীরদপ্তর
শ্রী নারায়ণ ধর্ম সঙ্গম ট্রাস্টের স্বামীজিদের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর
प्रविष्टि तिथि:
23 JAN 2026 4:02PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৩ জানুয়ারি, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বরকলার শিবগিরি মঠের স্বামীজিদের সঙ্গে সাক্ষাৎ করেন।
এক্স-এ এক পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন,
“বরকলার শিবগিরি মঠের শ্রী নারায়ণ ধর্ম সঙ্গম ট্রাস্টের সঙ্গে যুক্ত স্বামীদের সঙ্গে সাক্ষাৎ করেছি। সমাজসেবা, শিক্ষা, আধ্যাত্মিকতা এবং সম্প্রদায়ের কল্যাণে তাঁদের নিঃস্বার্থ কাজ আমাদের সামাজিক বুননে দীর্ঘস্থায়ী অবদান রেখে এসেছে।
শ্রী নারায়ণ গুরুর আদর্শের মাধ্যমে সাম্য, সম্প্রীতি এবং মর্যাদাকে এগিয়ে নিয়ে যেতে তাঁরা প্রয়াস চালিয়ে যাচ্ছেন।”
SC/MP/NS….
(रिलीज़ आईडी: 2217788)
आगंतुक पटल : 2