উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
দিল্লি বিশ্ববিদ্যালয়ে মাদক মুক্ত ক্যাম্পাস অভিযানের উদ্বোধন উপ-রাষ্ট্রপতি শ্রী সি পি রাধাকৃষ্ণানের
प्रविष्टि तिथि:
13 JAN 2026 1:52PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৩ জানুয়ারি, ২০২৬
উপ-রাষ্ট্রপতি শ্রী সি পি রাধাকৃষ্ণান আজ দিল্লি বিশ্ববিদ্যালয়ে মাদক মুক্ত ক্যাম্পাস অভিযানের উদ্বোধন করেন। শক্তিশালী দেশ গড়ার ক্ষেত্রে শক্তিশালী নেতৃত্বের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে উপ-রাষ্ট্রপতি বলেন, বিশ্ববিদ্যালয়গুলি শুধুমাত্র শিক্ষার্জনের কেন্দ্র নয়, সেখানে মূল্যবোধ গড়ে ওঠে, নেতৃত্বের প্রতিপালন ঘটে এবং দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি হয়।
নেশা মুক্ত পরিসর অভিযানের আওতায় উপ-রাষ্ট্রপতি একটি ই-অঙ্গীকার প্ল্যাটফর্ম (https://pledge.du.ac.in/home) – এরও সূচনা করেন এবং নেশামুক্ত ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য পড়ুয়াদের কাছে আবেদন জানান। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নেশামুক্ত ক্যাম্পাস অভিযান বাধ্যতামূলক করার জন্য কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে আবেদন জানান তিনি।
উপ-রাষ্ট্রপতি বলেন, মাদকাসক্তি শুধুমাত্র একটি ব্যক্তিগত সমস্যা নয়, এটি গুরুতর সামাজিক চ্যালেঞ্জও।
উপ-রাষ্ট্রপতি বলেন, সুস্থ, মাদক মুক্ত এবং লক্ষ্যের প্রতি অবিচল থাকা তরুণদের মাধ্যমেই উন্নত ও আত্মনির্ভর ভারতের ভাবনাকে বাস্তবায়িত করা সম্ভব। উপ-রাষ্ট্রপতি তাঁর ভাষণে MY Bharat পোর্টাল এবং পিএম অনুসন্ধান যোজনার কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান, দিল্লির শিক্ষা মন্ত্রী শ্রী আশিস সুদ, দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক যোগেশ সিং প্রমুখ উপস্থিত ছিলেন।
SC/MP/SB
(रिलीज़ आईडी: 2214200)
आगंतुक पटल : 5