প্রধানমন্ত্রীরদপ্তর
ভারত- জার্মানী যৌথ বিবৃতি
प्रविष्टि तिथि:
12 JAN 2026 3:50PM by PIB Kolkata
নতুন দিল্লি ১২ জানুয়ারী ২০২৬
মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে জার্মানীর চ্যান্সেলর মাননীয় ফ্রেডরিক মার্জ ১২-১৩ জানুয়ারী ২০২৬ ভারত সফর করেন। তাঁর সঙ্গে ছিলেন ২৩ জন শীর্ষ স্থানীয় জার্মান সিইও এবং শিল্পজগতের কুশীলবেরা।
চ্যান্সেলর মার্জ তাঁর প্রথম সরকারি সফরে এই প্রথম এশিয়ায় এলেন। এর থেকেই ভারত- প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত অংশীদার হিসেবে ভারতকে জার্মানী কতটা গুরুত্ব দেয় তা স্পষ্ট। ২০২৪ সালের ২৫ অক্টোবর নতুন দিল্লিতে ভারত-জার্মানী সপ্তম আন্তঃ সরকার আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। ২০২৫ সালে দু’দেশের কৌশলগত অংশীদারিত্বের ২৫ বছর সম্পূর্ণ হয়েছে। ২০২৬ সালটি ভারত-জার্মানী কূটনৈতিক সম্পর্কের ৭৫ তম বছর। এই প্রেক্ষিতে জার্মান চ্যান্সেলরের এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী মোদী এবং চ্যান্সেলর মার্জ সরকারি ও বাণিজ্যিক স্তরে এবং নাগরিক ও শিক্ষা পরিমণ্ডলে দু’দেশের আদান-প্রদান আরও জোরদার হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। এর মাধ্যমে কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার হয়েছে বলে তাঁরা মনে করেন।
আমেদাবাদে প্রধানমন্ত্রী মোদী জার্মান চ্যান্সেলরকে স্বাগত জানান। সবরমতী আশ্রমে মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন দুই নেতা। যোগ দেন ঘুড়ি উৎসবে। ভারত-জার্মানী সিইও ফোরামের সভায় ভাষণ দেন তাঁরা। বাণিজ্য এবং প্রযুক্তি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করা নিয়ে আলোচনার জন্য বেঙ্গালুরুতে একাধিক অনুষ্ঠানে যোগদানও জার্মান চ্যান্সেলরের সফর সূচিতে অন্তর্ভুক্ত।
আমেদাবাদে ১২ জানুয়ারী একান্তে ও প্রতিনিধি পর্যায়ের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী মোদী এবং চ্যান্সেলর মার্জ। দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে তাঁরা মত বিনিময় করেন।
প্রতিরক্ষা ও নিরাপত্তা
প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করার কথা বলেন দুই নেতা। ২০২৫ সালের নভেম্বরে নতুন দিল্লিতে উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা সংক্রান্ত আলোচনার ফলাফলে তাঁরা খুশি। যৌথ মহড়ার মাধ্যমে সামরিক সহযোগিতা জোরদার করায় জোর দেন তাঁরা। দু’দেশের মধ্যে নতুন একটি ট্র্যাক ১.৫ বিদেশ নীতি ও নিরাপত্তা সংক্রান্ত আলাপচারিতা কাঠামো চালু হওয়া অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ বলে তাঁরা মনে করেন।
প্রধানমন্ত্রী মোদী নৌ মহড়া মিলন-এ, ২০২৬ সালের ফেব্রুয়ারীতে ভারত মহাসাগরীয় নৌ সিম্পোজিয়াম, ২০২৬-এর সেপ্টেম্বরে বায়ুসেনার তরঙ্গ শক্তি মহড়ায় জার্মানীর অংশগ্রহণের সিদ্ধান্তকে স্বাগত জানান। ইনফরমেশন ফিউশন সেন্টার- ইন্ডিয়ান ওশান রিজিয়ন (আইএফসি-আইওআর)- এ জার্মানীর তরফ থেকে একজন লিয়াঁজো আধিকারিক রাখার সিদ্ধান্তকেও তিনি স্বাগত জানিয়েছেন। ইউরোড্রোন এমএএলই ইউএভি কর্মসূচির ক্ষেত্রে ডিআরডিও এবং অর্গানাইজেশন ফর জয়েন্ট আর্মামেন্ট কর্পোরেশনের মধ্যে সহযোগিতার বিষয়েও দুপক্ষ ইতিবাচক মন্তব্য করেছে। এরফলে, ইউরোপের সঙ্গে কৌশলগত ও প্রতিরক্ষা সহযোগিতা সুদৃঢ় করার পাশাপাশি ভারত অত্যাধুনিক সামরিক প্রযুক্তি ব্যবহার করতে সক্ষম হবে।
প্রতিরক্ষা শিল্প সহযোগিতার কর্মসূচি সংক্রান্ত বিষয়ে আগ্রহ প্রকাশ করে যৌথ ঘোষণাতেও দুই নেতা খুশি। প্রযুক্তি সরঞ্জাম রপ্তানীতে গতি আনতে জার্মানীর উদ্যোগকেও স্বাগত জানিয়েছে ভারত। নতুন দিল্লি এবং বার্লিনে প্রতিরক্ষা সংক্রান্ত আলোচনা কর্মসূচি নিবিড় হওয়াকেও ইতিবাচক প্রবণতা বলে মনে করে দুই দেশ। সাবমেরিন, হেল্কপ্টারের উড়ানে বিঘ্ন দূর করা, মানববিহীন উড়ান যানের বৈরী তৎপরতা প্রতিরোধের মতো নানা গুরুত্বপূর্ণ বিষয়ে একযোগ কাজ করছে দুই দেশ।
প্রশিক্ষণ, অভিজ্ঞতা আদান-প্রদান, লজিস্টিক্স সহায়তা প্রভৃতি ক্ষেত্রেও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে ভারত ও জার্মানী। ডিআরডিও এবং জার্মানীর ফেডারেল অফিস অফ বুন্দেশওয়ের ইক্যুইপমেন্ট, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইন-সার্ভিস সাপোর্ট (বিএএআইএনবিডব্লু)-এর মধ্যে সহযোগিতার পরিসরও বাড়ানো হচ্ছে।
সীমান্তপারের সন্ত্রাস সহ যাবতীয় জঙ্গি কার্যকলাপের কড়া নিন্দা করেছে দুই দেশ। এর প্রতিরোধে রাষ্ট্রসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী একযোগে কাজ করবে নতুনদিল্লি ও বার্লিন। ২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগামে এবং ২০২৫-এর ১০ নভেম্বর নতুনদিল্লিতে জঙ্গি তৎপরতাকে ধিক্কার জানিয়েছে ভারত ও জার্মানী। সন্ত্রাসবাদের মোকাবিলায় যৌথ কর্মীগোষ্ঠীর কাজকর্মে সন্তোষ প্রকাশ করেছেন দু’দেশের নেতারা।
বাণিজ্য ও অর্থনীতি
২০২৪ সালে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমান ৫০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। এই ধারা অব্যাহত রয়েছে ২০২৫ সালেও। ভারত- ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্যিক আদান-প্রদানের ২৫ শতাংশই হয়ে থাকে জার্মানীর সঙ্গে। এই বিষয়গুলি অত্যন্ত উৎসাহব্যঞ্জক- মনে করেন দুপক্ষ। ক্ষুদ্র ও মাঝারি শিল্প, স্টার্ট আপ, ডিজিটালাইজেশন, এআই প্রভৃতি ক্ষেত্রে সহযোগিতার সুযোগকে আরও বেশি করে কাজে লাগানোর কথা বলেছেন দুই নেতা। জার্মানী, ভারতীয় লগ্নিকারীদের অন্যতম গন্তব্য হয়ে উঠতে পারে বলে মনে করেন চ্যান্সেলর মার্জ। ইইউ-ভারত শিখর সম্মেলনে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন হোক- এমনটাই চায় নতুনদিল্লি ও বার্লিন। সিইও ফোরামের মাধ্যমে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার কথা বলেন দুই নেতা।
প্রযুক্তি, উদ্ভাবনা, বিজ্ঞান ও গবেষণা
অত্যাধুনিক প্রযুক্তি, সেমি কন্ডাক্টর, ক্রিটিক্যাল মিনারেলস, স্বাস্থ্য, জৈব অর্থনীতির ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির কথা বলেন দুই নেতা। গত বছর মার্চে জিআইএফটি সিটিতে জার্মান প্রযুক্তি সংস্থা ইনফিনিয়নের মাধ্যমে গ্লোবাল কেপেবিলিটি সেন্টার চালু হওয়াকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইন্টারনেট এবং ডেটা গভর্মেন্সের ক্ষেত্রে ২০২৬-২৭ কর্ম পরিকল্পনার উল্লেখ রয়েছে বিবৃতিতে। মহাকাশ গবেষণা ক্ষেত্রেও পারস্পরিক সহযোগিতা আরও প্রসারিত করার কথা বলা হয়েছে। চিরাচরিত চিকিৎসা ক্ষেত্রেও সহযোগিতার ভিত্তিতে কাজ করবে দুই দেশ।
পরিবেশ বান্ধব ও ধারাবাহিক বিকাশ
এক্ষেত্রে দায়বদ্ধতা পূরণে ২০২৬ সালটির গুরুত্ব উল্লেখ করেন দুই নেতা। প্যারিস চুক্তি অনুযায়ী লক্ষ্যমাত্রা অর্জনে দায়বদ্ধতার কথা জানান তাঁরা। ২০২৩০ পর্যন্ত এই খাতে জার্মানীর সরকার ১০ বিলিয়ন ইউরো ব্যয়ের লক্ষ্যমাত্রা নিয়েছে। পরিবেশবান্ধব উন্নয়নের ক্ষেত্রে জার্মানীর সঙ্গে অংশীদারিত্ব ভারতের পিএম ই-বাস পরিষেবা, বাড়ির ছাদে সৌরশক্তি উৎপাদন, ন্যাশনাল গ্রীণ হাইড্রোজেন মিশন প্রভৃতি কর্মসূচি রূপায়নে বিশেষ গুরুত্বপূর্ণ। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস নিয়্ন্ত্রক পর্যদ এবং জার্মানীর টেকনিক্যাল অ্যান্ড সায়েন্টিফিক অ্যাসোসিয়েশন ফর গ্যাস অ্যান্ড ওয়াটার ইন্ড্রাস্ট্রিজের মধ্যে স্বাক্ষরিত সমঝোতার গুরুত্ব উল্লেখ করেছেন দুই নেতা।
ভারত- প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সংযোগ এবং আন্তর্জাতিক নানা বিষয়
দুই নেতা মুক্ত ও অবাধ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পক্ষে সওয়াল করেছেন। এক্ষেত্রে একটি দ্বিপাক্ষিক আলোচনা প্রক্রিয়া চালু করার কথা বলেছেন তাঁরা। ভারত এবং জার্মানীর মাধ্যমে পরিচালিত ইন্ডিয়া-প্যাসিফিক ওশানস ইনিসিয়েটিভের কথাও উঠে এসেছে যৌথ বিবৃতিতে। ভারত-মধ্য প্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডর আন্তর্জাতিক বাণিজ্যের চালচিত্র অনেকটাই পাল্টে দিতে পারে বলে মনে করে দুই দেশ।
রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সার্বিক সংস্কারের পক্ষে ফের সওয়াল করেছে ভারত ও জার্মানী। আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রসংঘের সনদ অনুযায়ী আলোচনার মাধ্যমে ইউক্রেনে শান্তি ফেরানোর কথা বলেছেন তাঁরা। গাজা শান্তি পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে দুই দেশ।
শিক্ষা, দক্ষতায়ণ, যাতায়াত ও সংস্কৃতি
ভারতীয়দের ভিসা সংক্রান্ত ছাড়ের জন্য চ্যান্সেলর মার্জকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মানব পাচার প্রভৃতি সমস্যার মোকাবিলায় মাইগ্রেশন অ্যান্ড মবিলিটি পাটর্নারশিপের সংস্থানগুলিকে ঠিকভাবে কাজে লাগানোর কথা বলেছে দুই দেশ। জার্মানীতে ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির বিষয়টিও যৌথ বিবৃতিতে জায়গা পেয়েছে।
ভারত এবং জার্মানীর ঐতিহাসিক ও সংস্কৃতিগত সংযোগ খুবই দৃঢ়। এইসব ক্ষেত্রে গৃহীত নানা যৌথ উদ্যোগের প্রসঙ্গ উঠে আসে বিবৃতিতে।
উষ্ণ অভ্যর্থনার জন্য প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানিয়েছেন চ্যান্সেলর মার্জ। তাঁদের বৈঠকে স্থির হয়েছে, ২০২৬ সালের শেষ দিকে জার্মানীতে বসবে ভারত-জার্মানী আন্তঃসরকার আলোচনার পরবর্তী বৈঠক।
SC/AC/CS
(रिलीज़ आईडी: 2214141)
आगंतुक पटल : 3