প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী সোমনাথ স্বাভিমান পর্বের কিছু মুহূর্ত ভাগ করে নিয়েছেন
प्रविष्टि तिथि:
11 JAN 2026 10:04PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১১ জানুয়ারি, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সোমনাথ স্বাভিমান পর্বের কিছু মুহূর্ত ভাগ করে নিয়েছেন।
এক্স-এ পৃথক পৃথক পোস্টে শ্রী মোদী লিখেছেন:
“সোমনাথ চিরন্তন স্বর্গীয় অনুভূতির আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে আছে। এর পবিত্র উপস্থিতি প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষকে পথ দেখিয়ে চলেছে। এখানে ওঁকার মন্ত্র উচ্চারণ এবং ড্রোন শো সহ গতকালের অনুষ্ঠানের কিছু প্রধান অংশ।
#SomnathSwabhimanParv”
“পবিত্র এবং দিব্য সোমনাথ ধামে দর্শন এবং পূজার সৌভাগ্য মিললো। এই অনুভব মনকে শান্তি এবং ইতিবাচক শক্তিতে ভরে দেয়। ভগবান সোমনাথের কৃপা সকল দেশবাসীর উপর সর্বদা থাকুক এই কামনা করি।”
“সোমনাথে সাহসী বীর হামিরজি গোহিলের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছি। তিনি বর্বরতা এবং হিংসার মধ্যে শৌর্য এবং একাগ্রচিত্ততার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছেন। তাঁর সাহস অনন্তকাল ধরে আমাদের সভ্যতার স্মৃতিতে খোদিত থাকবে। তাঁর শৌর্যে চিরকালীন উত্তর নিহিত আছে তাদের জন্য যারা বিশ্বাস করতো বর্বরোচিত শক্তি আমাদের সভ্যতাকে পিষে দিতে পারে।”
“আজ যে সোমনাথ মন্দির আমরা দেখছি তা সম্ভব হতো না মহান সর্দার প্যাটেল না থাকলে। ১৯৪৭ সালে দিওয়ালির সময়ে এক সফরে তিনি এতদূর আন্দোলিত হয়েছিলেন যে, তিনি শপথ নিয়েছিলেন এই মন্দিরটি পুনর্নির্মাণ করার। ১৯৬১-র মে মাসে যখন মন্দিরের দরজা খোলে, সাহেব তখন ছিলেন না। কিন্তু তাঁর অদম্য ইচ্ছাশক্তি এবং দর্শন এই স্বর্গীয় মন্দির প্রাঙ্গণে প্রতিফলিত হয়েছে।”
“ভেগদাজি ভিলের শৌর্য সোমনাথের ইতিহাসের সঙ্গে অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে জড়িয়ে আছে। অমানবিক হিংসার আক্রমণে নতিস্বীকার না করে তিনি পবিত্র তীর্থস্থানের প্রতিরক্ষায় দৃঢ়ভাবে দাঁড়িয়ে ছিলেন। তাঁর জীবন আমাদের দেখায় যে, সোমনাথের শক্তি সবসময়েই পাওয়া গেছে। ভারতমাতার অগণিত সন্তানের সংকল্প থেকে যাঁরা এই অনুপম মন্দির রক্ষায় সতত নিরত থেকেছেন।”
“সোমনাথ স্বাভিমান পর্বের শৌর্য যাত্রায় শামিল হয়ে অত্যন্ত গৌরবান্বিত হয়েছি। এই অবসরে মন্দির রক্ষায় যাঁরা আত্মবিসর্জন দিয়েছেন সেই মাভারতীর অগণিত বীর সেনানীদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার সৌভাগ্য পেয়েছি। তাঁদের অদম্য সাহস এবং পরাক্রম দেশবাসীকে সর্বদা অনুপ্রাণিত করে যাবে।”
“সোমনাথে বীর হামিরজি গোহিল-কে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছি। তিনি বর্বরতা এবং হিংসার বিরুদ্ধে সাহস এবং দৃঢ় সংকল্পের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছেন। তাঁর বীরত্ব দেশবাসীর স্মৃতিতে যুগ যুগ ধরে রক্ষিত থাকবে। তাঁর সাহস এবং পরাক্রম জানাচ্ছে যে, ভারতবর্ষের সংস্কৃতিকে কোনোপ্রকার বলপ্রয়োগে কমজোর করা যাবে না।”
“সোমনাথের পবিত্র ধামে যে ধরনের আমাদের মাতৃশক্তি প্রতিভাত হয়েছে তা অভিভূত করার মতো। সোমনাথের ভব্যতা, দিব্যতা এবং অখণ্ডতা রক্ষায় তারা সর্বদা বড় ভূমিকা নিয়েছেন।”
“#SomnathSwabhimanParv বিশ্বাস এবং শক্তি সম্পর্কিত সোমনাথ বহন করছে অগণিত আত্মত্যাগের স্মৃতি যা আমাদের সবসময়ে অনুপ্রাণিত করে। এটি স্বর্গীয় মহিমা এবং সভ্যতার মাহাত্ম্য সম্পর্কিত। এখানে আজকের কিছু প্রধান অংশ...”
“বিদেশী আক্রমণকারীদের দ্বারা কয়েক শতাব্দী পর্যন্ত ভারতকে শেষ করার জন্য লাগাতার চেষ্টা করা হয়েছে। কিন্তু না সোমনাথ নষ্ট হয়েছে, না ভারত!
#SomnathSwabhimanParv”
“সোমনাথ স্বাভিমান পর্ব ইতিহাসের গৌরবময় পর্ব তো বটেই, এটি এক কালাতীত যাত্রার ভবিষ্যতের জন্য জীবন্ত হওয়ার মাধ্যমও বটে। আমাদের এই সুযোগকে আমাদের অস্তিত্ব এবং পরিচিতিকে সশক্ত করার জন্য ব্যবহার করতে হবে।”
“ভারত বিশ্বকে এটা শিখিয়েছে যে কিভাবে হৃদয় জিতে বেঁচে থাকা যায়। সোমনাথের হাজার বছরের গাথা পুরো মানবতাকে এই শিক্ষাই দিচ্ছে।
#SomnathSwabhimanParv”
SC/AP/SKD
(रिलीज़ आईडी: 2213661)
आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam