প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

২০২৫ ফিডে বিশ্ব ব়্যাপিড দাবা প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জয়ের জন্য অর্জুন এরিগাইসি-কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী

प्रविष्टि तिथि: 29 DEC 2025 3:15PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৯ ডিসেম্বর, ২০২৫

 


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দোহায় ফিডে বিশ্ব ব়্যাপিড দাবা প্রতিযোগিতায় ওপেন বিভাগে ব্রোঞ্জ পদক জয়ের জন্য অর্জুন এরিগাইসি-কে অভিনন্দন জানিয়েছেন। শ্রী মোদী বলেছেন, “তার নিষ্ঠা উল্লেখযোগ্য। ভবিষ্যতের জন্য তাকে জানাই অনেক শুভেচ্ছা।”

প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করেছেন:

“দোহায় ফিডে বিশ্ব ব়্যাপিড দাবা প্রতিযোগিতার ওপেন বিভাগে ব্রোঞ্জ পদক জয়ী এরিগাইসি-র জন্য গর্বিত। তার নিষ্ঠা উল্লেখযোগ্য, তাকে জানাই ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা।”


SC/AP/SKD


(रिलीज़ आईडी: 2209468) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Tamil , Malayalam , Kannada , Assamese , Bengali-TR , Odia , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi , Gujarati , Telugu