স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

পন্ডিত রামপ্রসাদ বিসমিল, আসফাকুল্লা খান এবং রোশন সিং-এর বলিদান দিবসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ-র শ্রদ্ধার্ঘ্য নিবেদন

प्रविष्टि तिथि: 19 DEC 2025 11:55AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৯ ডিসেম্বর, ২০২৫

 


কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ পন্ডিত রামপ্রসাদ বিসমিল, আসফাকুল্লা খান এবং রোশন সিং-এর বলিদান দিবসে শ্রদ্ধা নিবেদন করেছেন। স্বাধীনতা আন্দোলনে ‘কাকোরি ট্রেন অ্যাকশন’-এর মাধ্যমে তাঁরা নতুন অধ্যায়ের সূচনা করেন। এই ঘটনা ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিল। 

সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় শ্রী শাহ পন্ডিত রামপ্রসাদ বিসমিল, আসফাকুল্লা খান এবং রোশন সিং-কে তাঁদের বলিদান দিবসে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বলেন, এই স্বাধীনতা সংগ্রামীরা দেখিয়েছেন যে কোনো সংকল্প পূরণে কঠোর পরিশ্রম করতে হয়। তাঁদের শৌর্য্য এবং সাহস সকলের অনুপ্রেরণার উৎস। দেশ এই শহীদদের কখনই ভুলবে না। 


SC/CB/SKD


(रिलीज़ आईडी: 2206609) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Punjabi , Gujarati , Tamil , Kannada , Malayalam