তথ্যওসম্প্রচারমন্ত্রক
ভুয়ো খবর এবং ডিপফেক-এর মোকাবিলায় সরকারি ব্যবস্থাকে মজবুত করছে কেন্দ্র
प्रविष्टि तिथि:
12 DEC 2025 2:06PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১২ ডিসেম্বর, ২০২৫
সংবিধানের ১৯ (১) ধারায় বাক্-স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্মে ভুয়ো, মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য পরিবেশন এবং এআই-এর মাধ্যমে সৃষ্ট ডিপফেক-এর ব্যবহার ক্রমশ বাড়তে থাকায় এবার সরকারি কাঠামোকে জোরদার করার লক্ষ্যে পদক্ষেপ নিয়েছে কেন্দ্র।
বৈদ্যুতিন মাধ্যম –
• টিভি চ্যানেলগুলি কেবল টেলিভিশন নেটওয়ার্ক (নিয়ন্ত্রণ) আইন, ১৯৯৫ অনুসরণ করে থাকে।
• এই আইন অনুযায়ী, অশ্লীল, মানহানিকর, ইচ্ছাকৃতভাবে মিথ্যা বা অর্ধসত্য তথ্যপ্রচার নিষিদ্ধ।
• এই আইনে বিভিন্ন অভিযোগের নিষ্পত্তির জন্য ত্রিস্তরীয় ব্যবস্থা রাখা হয়েছে।
মুদ্রণ মাধ্যম –
• প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া নির্ধারিত আচরণ বিধি অনুযায়ী, মিথ্যা, ভুয়ো, মানহানিকর বা বিভ্রান্তিকর খবর প্রচারের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে।
• বিধিভঙ্গ হলে প্রেস কাউন্সিল তদন্ত করতে পারে।
• বিধিভঙ্গ করলে প্রেস কাউন্সিল সংবাদপত্র, সম্পাদক, সাংবাদিক সহ অন্যদের সতর্ক বা তিরস্কার করতে পারে।
ডিজিটাল মাধ্যম –
• তথ্য প্রযুক্তি আইন, ২০২১-এর আওতায় ডিজিটাল মিডিয়ার জন্য আচরণ বিধি তৈরি করা হয়েছে।
• মিথ্যা বা বিভ্রান্তিকর খবর ভাগ করে নেওয়ার ক্ষেত্রে ইন্টারমিডিয়ারিদের বিরত থাকতে হবে।
• আচরণ বিধি মেনে চলার ক্ষেত্রে ত্রিস্তরীয় ব্যবস্থা চালু করা হয়েছে।
ফ্যাক্টচেক ইউনিট –
ভুয়ো খবর যাচাইয়ের জন্য প্রেস ইনফরমেশন ব্যুরো’র আওতায় একটি ফ্যাক্টচেক ইউনিট (এফসিইউ) গঠন করা হয়েছে। এর কাজ হ’ল, ভারত সরকারের মন্ত্রক/দপ্তরের খবরের সত্যতা যাচাই করা। সেক্ষেত্রে এফসিইউ সংশোধনী সহ সামাজিক মাধ্যমে প্রয়োজনীয় পোস্ট করে থাকে।
আজ রাজ্যসভায় মহম্মদ নাদিমুল হকের এক প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব।
SC/MP/SB
(रिलीज़ आईडी: 2203161)
आगंतुक पटल : 7