স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

মহান দেশপ্রেমিক,অমর শহীদ ক্ষুদিরাম বসুর জন্মবার্ষিকীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহের শ্রদ্ধাজ্ঞাপন

प्रविष्टि तिथि: 03 DEC 2025 11:40AM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩ ডিসেম্বর, ২০২৫

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ মহান দেশপ্রেমিক, অমর শহীদ ক্ষুদিরাম বসুর জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। 

এক্স বার্তায় অমিত শাহ লিখেছেন, “মহান দেশপ্রেমিক, অমর শহীদ ক্ষুদিরাম বসুর জন্মবার্ষিকীতে তাঁকে কোটি কোটি প্রণাম। 

শৌর্য, সাহস ও মাতৃভূমির প্রতি অসীম ত্যাগের প্রতীক ক্ষুদিরাম বসু ভারতমাতার স্বাধীনতার লক্ষ্যে দেশের যুবসমাজকে সংগঠিত করে সশস্ত্র বিপ্লবে অনুপ্রাণিত করেছিলেন এবং স্বদেশি আন্দোলনের জন্য দেশবাসীকে জাগ্রত করেছিলেন। অসংখ্য বিপ্লবীর প্রেরণাস্বরূপ ক্ষুদিরাম বসুকে ইংরেজ শাসনের নৃশংস নির্যাতনও বিপ্লবের পথ থেকে বিচ্যুত করতে পারেনি। মাতৃভূমির শৃঙ্খল মোচনের জন্য তিনি হাসি মুখে নিজের জীবন উৎসর্গ করেছেন। তাঁর বীরত্বের কাহিনী প্রতিটি যুবকের কাছে ‘রাষ্ট্র প্রথম’ ভাবনার অমূল্য প্রেরণার উৎস”। 

 

SC/SD/DM..


(रिलीज़ आईडी: 2198042) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam