স্বরাষ্ট্র মন্ত্রক
মহান দেশপ্রেমিক ও অমর শহীদ ক্ষুদিরাম বসুজি'র জন্মবার্ষিকীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ শ্রদ্ধা জানিয়েছেন
মাতৃভূমির জন্য বীরত্ব, সাহস ও আত্মত্যাগের প্রতীক ক্ষুদিরাম বসু-জি ভারতমাতার স্বাধীনতার জন্য যুবসমাজকে সশস্ত্র বিপ্লবের জন্য সংগঠিত করেছিলেন এবং স্বদেশীর জন্যও দেশবাসীকে জাগিয়ে তুলেছিলেন
অগণিত বিপ্লবীদের দ্বারা অনুপ্রাণিত হয়ে ক্ষুদিরাম'জি ব্রিটিশ সরকারের দ্বারা বিপ্লবের পথ থেকে বিচ্যুত হননি এবং মাতৃভূমির জন্য গর্বের সঙ্গে নিজের জীবন উৎসর্গ করেছিলেন
ক্ষুদিরাম বসু-জি'র এই বীরত্বগাথা যুব সমাজের জন্য দেশকে সর্বাগ্রে রাখা এক অমূল্য অনুপ্রেরণা
प्रविष्टि तिथि:
03 DEC 2025 11:40AM by PIB Agartala
নয়াদিল্লি, ৩ ডিসেম্বর, ২০২৫: কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ মহান দেশপ্রেমিক এবং অমর শহীদ ক্ষুদিরাম বসুকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন।
'এক্স "প্ল্যাটফর্মে এক পোস্টে শ্রী অমিত শাহ বলেছেন, মাতৃভূমির জন্য বীরত্ব, সাহস ও আত্মত্যাগের প্রতীক ক্ষুদিরাম বসু'জি ভারতমাতার স্বাধীনতার জন্য যুবসমাজকে সশস্ত্র বিপ্লবের জন্য সংগঠিত করেছিলেন এবং স্বদেশীর জন্যও দেশবাসীকে জাগিয়ে তুলেছিলেন। তিনি বলেন, অগণিত বিপ্লবীদের দ্বারা অনুপ্রাণিত হয়ে ক্ষুদিরাম'জি ব্রিটিশ সরকারের দ্বারা বিপ্লবের পথ থেকে বিচ্যুত হননি এবং তিনি মাতৃভূমির জন্য গর্বের সঙ্গে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। শ্রী শাহ বলেন, 'ক্ষুদিরাম বসুজি'র এই বীরত্বগাথা যুব সমাজের জন্য দেশকে সর্বাগ্রে রাখার এক অমূল্য অনুপ্রেরণা।
*****
PS/PKS/KMD
(रिलीज़ आईडी: 2198236)
आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English