প্রধানমন্ত্রীরদপ্তর
সংবিধান দিবসে ভারতীয় সংবিধান প্রণেতাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রধানমন্ত্রীর
Posted On:
26 NOV 2025 10:01AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ নভেম্বর, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সংবিধান দিবসে ভারতীয় সংবিধান প্রণেতাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
“সংবিধান দিবসে আমাদের সংবিধান প্রণেতাদের প্রতি শ্রদ্ধা জানাই। তাঁদের দৃষ্টিভঙ্গী ও দূরদর্শিতা এক বিকশিত ভারত গঠনের প্রয়াসে আমাদের অনুপ্রাণিত করে চলেছে।
আমাদের সংবিধান মানবিক মর্যাদা, সাম্য ও স্বাধীনতাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। সংবিধান যেমন আমাদের অধিকার দেয়, তেমনি নাগরিকদের কর্তব্য সম্পর্কেও সচেতন করে তোলে, যা আমাদের সবসময় পালনের চেষ্টা করা উচিত। এই কর্তব্যগুলি এক শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি।
আসুন, আমরা আমাদের কাজের মাধ্যমে সাংবিধানিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করি।”
SC/CB/NS…
(Release ID: 2194560)
Visitor Counter : 3