ইফি তার ৫৬তম অধ্যায়ে ‘The Blue Trail’-এর পথ অনুসরণে নতুন গতি সঞ্চার করছে
“এই চলচ্চিত্রটি এক প্রবীণ মহিলাকে কেন্দ্র করে, যার গল্প আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের অর্থ খুঁজে পেতে কখনওই দেরি হয়ে যায় না:" Gabriel Mascaro
“আমার বিশ্বাস, দু’তিন বছরের মধ্যে এখানে এক লক্ষ দর্শক আসবে, এবং খুব শীঘ্রই ইফি বিশ্বের কান চলচ্চিত্র উৎসবের মতোই বড় হয়ে উঠবে:" শেখর কাপুর
#IFFIWood, ২০ নভেম্বর ২০২৫
Gabriel Mascaro-র ডিস্টোপিয়ান কাহিনি The Blue Trail, যার পর্তুগিজ নাম ‘O Último Azul’, আজ গোয়ার সমুদ্রতীরবর্তী আবহে ৫৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী প্রদর্শনী হিসেবে প্রথম স্ফুলিঙ্গ জ্বেলে দিয়েছে। উদ্বোধনী চলচ্চিত্রটি দর্শকের কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করেছে, বিস্ময় ও মুগ্ধতার তরঙ্গ তুলেছে।
চলচ্চিত্র প্রদর্শনের আগে রেড কার্পেটে উপস্থিত ছিলেন শিল্পী ও প্রযুক্তিবৃন্দ - María Alejandra Rojas, Arturo Salazar RB, Clarissa Pinheiro, Rosa Malagueta ও Gabriel Mascaro। সঙ্গে ছিলেন, ড. এল. মুরুগান, তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, ড. প্রমোদ সাওয়ান্ত, গোয়ার মুখ্যমন্ত্রী, শ্রী সঞ্জয় জাজু, সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শেখর কাপুর, উৎসব পরিচালক, ইফি, ও, কিংবদন্তি অভিনেতা নন্দামুরি বালাকৃষ্ণ।
শেখর কাপুর চলচ্চিত্র সম্পর্কে বলেন, “আমি বার্লিন চলচ্চিত্র উৎসবে এই চলচ্চিত্রটি দেখেছিলাম, যেখানে এটি ‘সিলভার বিয়ার’ পুরস্কার জেতে যেটি দ্বিতীয় সর্বোচ্চ সম্মান। অত্যন্ত আবেগঘন একটি ছবি, তবে এ বিষয়ে পরিচালক নিজেই আরও ভালো বলতে পারবেন।” Gabriel Mascaro মন্তব্য করেন, “চলচ্চিত্রটি এক প্রবীণ মহিলাকে নিয়ে, এবং এটি আমাদের শেখায় - জীবনের অর্থ খুঁজে পেতে কখনওই দেরি হয় না।” ইফির ভবিষ্যৎ সম্পর্কে আশা ব্যক্ত করে শেখর কাপুর বলেন, “আমার বিশ্বাস, দু’তিন বছরের মধ্যে এখানে এক লক্ষ মানুষ আসবে এবং ইফি খুব শীঘ্রই কান চলচ্চিত্র উৎসবের সমতুল্য হয়ে উঠবে।”
The Blue Trail–এর প্রিমিয়ার দর্শকদের করতালিতে মুখরিত হয়েছে। জীবনের সংগ্রাম, এবং টেরেসার আলোকিত আত্মঅন্বেষণের যাত্রা দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে।
একটি ডিস্টোপিয়ান ড্রামা
ডিস্টোপিয়ান ব্রাজিলকে কেন্দ্র করে নির্মিত The Blue Trail চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্র টেরেসা, ৭৭ বছরের এক প্রাণবন্ত, দৃঢ়চিত্ত নারী, যার ভাগ্য নির্ধারণ করে দিতে চায় সরকার, তাকে পাঠাতে চায় সিনিয়র কলোনিতে। স্বপ্নে ভরা হৃদয় আর সীমাহীন আত্মা নিয়ে তিনি বিদ্রোহ করেন এই নির্ধারিত ভাগ্যের বিরুদ্ধে। আকাশকে স্পর্শ করার, জীবনে প্রথমবার উড়তে চাওয়ার আকাঙ্ক্ষায় তিনি অ্যামাজনের মধ্য দিয়ে এক সাহসী অভিযাত্রায় বেরিয়ে পড়েন। প্রচলিত পথে যাত্রা অনুমোদন না মেলায় নৌকায় পালিয়ে তিনি এগিয়ে যান অজানার উদ্দেশ্যে। এই যাত্রাপথে তিনি সাক্ষাৎ পান নানা চরিত্রের, মোকাবিলা করেন চ্যালেঞ্জের, এবং প্রত্যেকটি বাঁক, হোঁচট কিংবা জাদুময় মুহূর্ত তার যাত্রাকে আরও দৃঢ়ভাবে স্বাধীনতা, সহনশীলতা ও জীবনকে নিজের শর্তে বেছে নেওয়ার এক অনন্য স্বাক্ষরে পরিণত করে। টেরেসার এই অভিযাত্রা প্রমাণ করে - বয়স কখনওই ধারণ করতে পারে না মানুষের আকাঙ্ক্ষা, স্বপ্ন, কিংবা জীবনের আসল স্বাদ খোঁজার ইচ্ছাকে।
ইফি সম্পর্কে
১৯৫২ সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসব দক্ষিণ এশিয়ার প্রাচীনতম ও বৃহত্তম চলচ্চিত্র উৎসব হিসেবে সুপ্রতিষ্ঠিত। তথ্য ও সম্প্রচার মন্ত্রক, ভারত সরকার-এর অধীন ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন (NFDC) এবং গোয়া রাজ্য সরকারের এন্টারটেইনমেন্ট সোসাইটি অব গোয়া (ESG)-এর যৌথ আয়োজনে এই উৎসব আজ এক বিশ্বব্যাপী চলচ্চিত্রশিল্পের শক্তিকেন্দ্রে পরিণত হয়েছে - যেখানে পুনরুদ্ধার করা ক্লাসিক চলচ্চিত্রের পাশে জায়গা পায় সাহসী নবীন পরীক্ষা-নিরীক্ষা, এবং কিংবদন্তি নির্মাতাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের কাজ তুলে ধরেন প্রথমবারের শিল্পীরাও। ইফি-কে সত্যিকারের অনন্য করে তোলে তার বহুমাত্রিক বৈচিত্র্য - আন্তর্জাতিক প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রদর্শনী, মাস্টারক্লাস, শ্রদ্ধাঞ্জলি, এবং প্রাণময় WAVES ফিল্ম বাজার, যেখানে ধারণা, অংশীদারি এবং সৃজনশীল সহযোগিতা উড়ে যায় নতুন দিগন্তে। গোয়ার মনোরম সমুদ্রতটকে পটভূমি করে ২০–২৮ নভেম্বর অনুষ্ঠিত ৫৬তম সংস্করণে প্রতিশ্রুত রয়েছে ভাষা, ধারা, উদ্ভাবন ও কণ্ঠস্বরের এক বর্ণময় সমাহার, বিশ্বমঞ্চে ভারতের সৃজনশীল দীপ্তির এক পূর্ণাঙ্গ উদ্যাপন।
বিশদ তথ্য জানতে এই লিঙ্কগুলি দেখুন –
IFFI Website: https://www.iffigoa.org/
PIB’s IFFI Microsite:http://https://www.pib.gov.in/iffi/56/
PIB IFFIWood Broadcast Channel:
https://whatsapp.com/channel/0029VaEiBaML2AU6gnzWOm3F
X Post Link: https://x.com/PIB_Panaji/status/1991438887512850647?s=20
X Handles: @IFFIGoa, @PIB_India, @PIB_Panaji
SC/SS.
रिलीज़ आईडी:
2194426
| Visitor Counter:
19
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Punjabi
,
हिन्दी
,
Tamil
,
Malayalam
,
English
,
Urdu
,
Konkani
,
Marathi
,
Assamese
,
Telugu
,
Kannada