iffi banner

দ্রুত গতিতে প্রতিভার বিকাশ! সিএমওটি ২০২৫ শুরু হতে না হতেই ভারতের নতুন প্রজন্মের নির্মাতাদের যাত্রা শুরু

সিএমওটি শুধু সিনেমা তৈরির মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি দেশের সৃজনশীল ভবিষ্যৎ তৈরি করার একটি মাধ্যম: প্রতিমন্ত্রী ড. এল. মুরুগান
সিএমওটি থেকে পাশ করা শিক্ষার্থীরা হবেন ভারতের ভবিষ্যতের রচনাকার এবং বিশ্বব্যাপী আমাদের সংস্কৃতির দূত: শ্রী সঞ্জয় জাজু, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব

#IFFIWood, ২১ নভেম্বর ২০২৫ 


গতিশীল প্রতিভার বিকাশ!ক্রিয়েটিভ মাইন্ডস অফ টুমরো ২০২৫-এর পঞ্চম সংস্করণ গোয়ায় আজ শুরু হয়েছে, আর এর সঙ্গে সঙ্গেই  ভারতের ভবিষ্যৎ প্রজন্মের নির্মাতারা ময়দানে নেমেছেন। এই সুন্দর উপকূলীয় স্থানটি ভারতের সবচেয়ে প্রতিভাবান তরুণ চলচ্চিত্র নির্মাতাদের ক্রীড়াভূমিতে পরিণত হয়েছে।

 ১২৫ জন উদীয়মান শিল্পী একটি  ৪৮ ঘন্টার ছবি নির্মাণ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত, যেখানে সৃজনশীলতা, সহযোগিতা এবং সিনেমাটিক জাদু একসঙ্গে মিশে ধারণাগুলি দ্রুত স্ক্রিপ্ট থেকে পর্দায় চলে আসবে।এটি কেবল একটি উৎসব নয় - এটি সেই স্থান, যেখানে আগামী দিনের পরিচালক, অভিনেতা এবং গল্পকাররা তাদের নিজস্ব সফল গল্পগুলির সূচনা করছেন।

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী, ড. এল. মুরুগান, এই চ্যালেঞ্জের সূচনা করেন এবং অংশগ্রহণকারীদের আবেগ ও সৃজনশীলতার প্রশংসা করেন।তিনি ২০২১ সাল থেকে এই উদ্যোগের ধারাবাহিক অগ্রগতির বিষয়টি উল্লেখ করেন এবং তরুণ গল্পকারদের একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম দেওয়ার জন্য সিএমওটি-র প্রশংসা করেন।তিনি বলেন, “এই প্ল্যাটফর্মটি ভারতের উদীয়মান নির্মাতাদের বিশ্বব্যাপি প্রযোজক ও সৃজনশীল সংযোগগুলির সঙ্গে যুক্ত করে। এটি শুধু চলচ্চিত্র নির্মাণের বিষয়ে নয়, এটি দেশের সৃজনশীল ভবিষ্যৎ গড়ার বিষয়।”

https://x.com/PIB_Panaji/status/1991773844693217727?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1991773844693217727%7Ctwgr%5E36a2b0c1e9f7ab14f603643dc7a9f00481867418%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2192453

ড. মুরুগান অংশগ্রহণকারীদের ৪৮ ঘন্টার চলচ্চিত্র নির্মাণ চ্যালেঞ্জটি গ্রহণের জন্য অনুরোধ করেন এবং জোর দিয়ে বলেন যে “এই অভিজ্ঞতাগুলি আপনার দক্ষতা বাড়াবে এবং আপনার প্রতিভা বের করে আনবে।”

তিনি সদ্য চালু হওয়া মুম্বাইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজিস সহ গুরুত্বপূর্ণ সরকারি উদ্যোগগুলির উপরও আলোকপাত করেন। এই উদ্যোগগুলি একটি প্রাণবন্ত, উদ্ভাবন-চালিত সৃজনশীল ক্ষেত্রের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিভা বাড়াতে, ভারতের সৃজনশীল বাস্তুতন্ত্রকে শক্তিশালী করতে এবং অরেঞ্জ ইকোনমিকে বাড়াতে তৈরি করা হয়েছে।

https://x.com/PIB_India/status/1991785402689360127?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1991785402689360127%7Ctwgr%5E36a2b0c1e9f7ab14f603643dc7a9f00481867418%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2192453

তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব, শ্রী সঞ্জয় জাজু, নির্বাচিত যুবকদের অভিনন্দন জানান এবং তাদের অন্তর্ভুক্তিকরণকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে অভিহিত করেন।তাদের উৎসাহের প্রশংসা করে তিনি গত বছরের চ্যালেঞ্জে নির্মিত ব্যতিক্রমী ছবিগুলির কথা স্মরণ করেন এবং চূড়ান্ত প্রদর্শনীকে “প্রায় অস্কারের মত” বলে বর্ণনা করেন। তিনি জোর দিয়ে বলেন যে সিএমওটি বিরল সহযোগিতাকে উৎসাহিত করে, যেখানে অপরিচিত ব্যক্তিরা চাপের মুখে একত্র হয়ে আকর্ষণীয় গল্প তৈরি করেন। তিনি সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতা সিএমওটি-এর একজন প্রাক্তন শিক্ষার্থীর উদাহরণ দিয়ে বলেন, “আপনাদের মধ্যে অনেকেই ভারতের ভবিষ্যতের গল্পকার এবং আন্তর্জাতিক সাংস্কৃতিক রাষ্ট্রদূত হতে চলেছেন।”

https://x.com/PIB_India/status/1991784824819052561?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1991784824819052561%7Ctwgr%5E36a2b0c1e9f7ab14f603643dc7a9f00481867418%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2192453

শর্টস ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা এবং সিইও, কার্টার পিলচার, এই বছরের সিএমওটিকে এই সময়কার সবচেয়ে উত্তেজনাপূর্ণ পর্বগুলির মধ্যে একটি বলে বর্ণনা করেছেন।তিনি এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করার জন্য মন্ত্রকের প্রশংসা করেন যা অন্য কোনো আন্তর্জাতিক উৎসবে অতুলনীয়। তিনি বলেন, “আগের পর্বগুলির অংশগ্রহণকারীরা ইতিমধ্যেই কান উৎসবে, বিশ্বজুড়ে প্রধান উৎসবগুলিতে প্রদর্শিত হচ্ছেন এবং এমনকি অস্কারের শর্টলিস্টেও জায়গা করে নিচ্ছেন।” পিলচার নির্মাতাদের এই সুযোগটি শেখা, সহযোগিতা করা এবং সৃজনশীল সীমানা ব্যবহার করার অনুরোধ জানান, এবং পুনরাবৃত্তি করে বলেন যে সংক্ষিপ্ত আকারের গল্প বলা  এখন আন্তর্জাতিক বিনোদনের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

উদ্বোধনের সময় যুগ্ম সচিব (চলচ্চিত্র) ড. অজয় নাগভূষণ এবং এনএফডিসি-র ম্যানেজিং ডিরেক্টর শ্রী প্রকাশ মাগদুমও উপস্থিত ছিলেন।

আগামীদিনের ক্রিয়েটিভ মাইন্ডস সম্পর্কে
ক্রিয়েটিভ মাইন্ডস অফ টুমরো  তথ্য ও সম্প্রচার মন্ত্রক  এবং ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের একটি দূরদর্শী উদ্যোগ, যা ভারতীয় চলচ্চিত্র শিল্পের উদীয়মান তারকাদের আবিষ্কার, তাদের বিকাশ এবং তুলে ধরার জন্য পরিকল্পনা করা হয়েছে।
এটি কেবল একটি প্রতিভা কর্মসূচি নয় ,এটি ভবিষ্যতের রচনাকারদের জন্য একটি উৎক্ষেপণ মঞ্চ, যারা ভারতের সৃজনশীল অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবেন।

প্রতি বছর সিএমওটি  আবেগ থেকে চিত্রনাট্যের উজ্জ্বলতা তৈরি করে, সারা দেশের উদীয়মান চলচ্চিত্র নির্মাতাদের একটি অসাধারণ সুযোগ দেয়: এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবগুলির মধ্যে একটিতে একটি বিশ্বব্যাপি প্ল্যাটফর্মে তাদের দক্ষতা প্রদর্শনের।

ভারতের প্রিমিয়ার চলচ্চিত্র উৎসব, ইফি-এর পাশাপাশি এই উদ্যোগের চারটি সফল পর্ব অনুষ্ঠিত হয়েছে। এই গুরুত্বপূর্ণ পঞ্চম পর্বে, সিএমওটি আবার সারা ভারত থেকে ১৩টি চলচ্চিত্র শিল্প বিভাগে প্রায় ১২৫ জন তরুণ প্রতিভাকে তুলে ধরবে।

ইফি সর্ম্পকে
১৯৫২ সালে প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রাচীন এবং বৃহত্তম চলচ্চিত্র উৎসব হিসেবে পরিচিত। এটি ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং গোয়া রাজ্য সরকারের এন্টারটেইনমেন্ট সোসাইটি অফ গোয়া দ্বারা যৌথভাবে আয়োজিত হয়। উৎসবটি এক আন্তর্জাতিক সিনেমাটিক শক্তিকেন্দ্রে পরিণত হয়েছে, যেখানে পুনরুদ্ধার করা ক্লাসিকগুলি সাহসী পরীক্ষার সঙ্গে মিলিত হয় এবং কিংবদন্তি ওস্তাদরা নির্ভীক নতুনদের সঙ্গে স্থান ভাগ করে নেন। ইফিকে যা সত্যিই উজ্জ্বল করে তোলে তা হলো এর বৈদ্যুতিক মিশ্রণ - আন্তর্জাতিক প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রদর্শনী, মাস্টারক্লাস, শ্রদ্ধাজ্ঞাপন এবং ওয়েভস ফিল্ম বাজার, যেখানে ধারণা, চুক্তি এবং সহযোগিতাগুলি ডানা মেলে। ২০ থেকে ২৮শে নভেম্বর গোয়ার মনোরম উপকূলীয় পটভূমিতে অনুষ্ঠিত এই ৫৬তম সংস্করণটি ভাষা, ঘরানা, উদ্ভাবন এবং কণ্ঠস্বরের এক ঝলমলে বর্ণালী নিয়ে আসার প্রতিশ্রুতি দেয় - যা বিশ্ব মঞ্চে ভারতের সৃজনশীল উজ্জ্বলতার এক মনোমুগ্ধকর উদযাপন।

বিশদ তথ্য জানতে এই লিংকগুলি দেখুন - 
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2191768

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2075551

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2073892

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1978454

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1979776

https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1856855

IFFI Website: https://www.iffigoa.org/

PIB’s IFFI Microsite:https://www.pib.gov.in/iffi/56/


PIB IFFIWood Broadcast Channel:https://whatsapp.com/channel/0029VaEiBaML2AU6gnzWOm3F

 X Handles: @IFFIGoa, @PIB_India @ PIB_Panaji

 


SC/AS
 


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2025, #AnythingForFilms and #FilmsKeLiyeKuchBhi. Tag us @pib_goa on Instagram, and we'll help spread your passion! For journalists, bloggers, and vloggers wanting to connect with filmmakers for interviews/interactions, reach out to us at iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


रिलीज़ आईडी: 2194199   |   Visitor Counter: 21