প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী আগামীকাল কুরুক্ষেত্র সফরে যাচ্ছেন

Posted On: 24 NOV 2025 12:37PM by PIB Kolkata

নতুন দিল্লি ২৪ নভেম্বর  ২০২৫

 


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল হরিয়ানার কুরুক্ষেত্র সফর করবেন। 

বিকেল ৪-টে নাগাদ ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র শঙ্খকে সম্মান জানাতে নবনির্মিত ‘পাঞ্চজন্য’-র উদ্বোধন করবেন তিনি। এরপর, তিনি মহাভারত অনুভব কেন্দ্র ঘুরে দেখবেন। মহাভারতের উল্লেখযোগ্য ঘটনা সমূহকে রেখা চিত্রের মাধ্যমে সেখানে তুলে ধরা হয়েছে।  চিরন্তন ঐতিহ্য এবং আধ্যাত্মিক গুরুত্বের এক বর্ণোজ্জ্বল উপস্থাপন হিসেবে তা ধরা দিয়েছে। 

নবম শিখগুরু গুরু তেগ বাহাদুরের ৩৫০ তম আত্মবলিদান দিবস স্মরণে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বিকেল সাড়ে ৪-টে নাগাদ যোগ দেবেন প্রধানমন্ত্রী। এই উপলক্ষ্যে তিনি একটি স্মারক মুদ্রা ও স্মারক ডাক টিকিট প্রকাশ করবেন। এক সমাবেশে ভাষণও দেবেন প্রধানমন্ত্রী। গুরু তেগ বাহাদুরের ৩৫০ তম আত্মবলিদান দিবস স্মরণে ভারত সরকার বর্ষ ব্যাপী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করেছে।

এরপর, বিকেল ৫-৪৫ নাগাদ প্রধানমন্ত্রী ব্রহ্মা সরোবর দর্শন করবেন ও পুজো দেবেন। শ্রীমদ্ভাগবত গীতার স্বর্গীয় প্রকাশের সঙ্গে জড়িত ভারতের অন্যতম পবিত্র ও প্রসিদ্ধ তীর্থক্ষেত্র এটি । আন্তর্জাতিক গীতা মহোৎসব চলাকালীন প্রধানমন্ত্রীর এই সফর। কুরুক্ষেত্রে এই মহোৎসব শুরু হয়েছে ১৫ নভেম্বর, চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত।

 


SC/AB/CS


(Release ID: 2193549) Visitor Counter : 5