প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ভারত, অস্ট্রেলিয়া ও কানাডা সরকারের যৌথ বিবৃতি

प्रविष्टि तिथि: 22 NOV 2025 9:21PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২২ নভেম্বর ২০২৫

 


ভারত, অস্ট্রেলিয়া এবং কানাডা  একটি ত্রিপাক্ষিক প্রযুক্তি ও উদ্ভাবন অংশীদারিত্ব গড়ে তুলতে সম্মত হয়েছে। অস্ট্রেলিয়া-কানাডা-ভারত প্রযুক্তি ও উদ্ভাবন (এসিআইটিআই) অংশীদারিত্বের মাধ্যমে তিন দেশ গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতাকে মজবুত করতে সম্মত হয়েছে। 

এই উদ্যোগের অংশ হিসেবে তিন দেশ নিজেদের প্রাকৃতিক সম্পদকে শক্তিশালী করার পাশাপাশি পরিবেশবান্ধব শক্তির ওপর জোর দেবে। সেই সঙ্গে বিরল ধাতু সহ অন্যান্য ক্ষেত্রে সুস্থিতিশীল সরবরাহ শৃঙ্খল গড়ে তুলবে। তিন দেশের নাগরিকদের জীবনযাত্রার উন্নতিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রেও অংশীদারিত্বের বিষয়টি খতিয়ে দেখা হবে। 

এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে ২০২৬-এর প্রথম তিন মাসের মধ্যে তিন দেশের আধিকারিকরা মিলিত হবেন। 

 


SC/MP/AS


(रिलीज़ आईडी: 2193141) आगंतुक पटल : 30
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Kannada , Malayalam