iffi banner

আইএফএফআই রাষ্ট্রদূতদের গোলটেবিল বৈঠকে ভারত সহ-প্রযোজনার সম্ভাবনা প্রদর্শন করেছে, আরও গভীর সাংস্কৃতিক ও প্রযুক্তিগত সমন্বয়ের আহ্বান জানিয়েছে

ভারত 'বিশ্বের স্টুডিও' হিসেবে আত্মপ্রকাশ করতে প্রস্তুত, বললেন প্রতিমন্ত্রী ডঃ এল. মুরুগান এবং সচিব সঞ্জয় জাজু

নতুন দিল্লি, ২১ নভেম্বর ২০২৫

 


ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, আজ ডোনা পাওলার তাজ সিদাদে দে গোয়া হেরিটেজ হোটেলে অনুষ্ঠিত রাষ্ট্রদূতদের গোলটেবিল বৈঠকে কূটনীতিকদের একত্রিত করে। অধিবেশনে দ্বিপাক্ষিক অডিও-ভিজ্যুয়াল সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার নতুন পথ খুঁজে বের করা হয়। এছাড়া সহ-প্রযোজনার সুযোগ, সৃজনশীল-অর্থনীতির উন্নয়ন এবং গভীর সাংস্কৃতিক বিনিময়ের উপর জোর দেওয়া হয়েছে।

ভারত এবং অংশীদার দেশগুলির মধ্যে এই গোলটেবিল বৈঠকে চলচ্চিত্র নির্মাণ, প্রযুক্তি অংশীদারিত্ব এবং নিয়ন্ত্রক সমন্বয়ের ক্ষেত্রে উদীয়মান সম্ভাবনার উপর বিশেষ জোর দেওয়া হয়। আলোচনায় সহ-প্রযোজনা চুক্তির মাধ্যমে অর্থনৈতিক মূল্য উন্মোচন, সাংস্কৃতিক ও প্রযুক্তিগত বিনিময় বৃদ্ধি, বিদেশে চলচ্চিত্র নির্মাতাদের জন্য নিয়ন্ত্রক চ্যালেঞ্জগুলি সহজ করা এবং আরও আন্তঃসংযুক্ত সৃজনশীল দৃশ্য তৈরির উপর নজর দেওয়া হয়।

গোলটেবিল বৈঠকে স্বাগত ভাষণে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু ভারতের দ্রুত সম্প্রসারিত মিডিয়ার বর্তমান অবস্থা এবং উৎপাদন কেন্দ্র হিসেবে এর ক্রমবর্ধমান আবেদন তুলে ধরেন।

তিনি বলেন, গোলটেবিল বৈঠক "সাংস্কৃতিক সম্পর্ক জোরদার এবং অংশীদারিত্ব গভীর করতে সাহায্য করবে"। 
শ্রী জাজু ভারতের শক্তির উপর জোর দেন। এর মধ্যে রয়েছে বিভিন্ন চিত্রগ্রহণের স্থান থেকে শুরু করে উন্নত অ্যানিমেশন এবং ভিএফএক্স স্টুডিও। তিনি আইএফএফআই-এর প্রধান প্ল্যাটফর্ম, ওয়েভস ফিল্ম বাজারে উপলব্ধ সুযোগগুলি অন্বেষণ করার জন্য প্রতিনিধিদের আমন্ত্রণ জানান। তিনি বলেন যে ভারতের সঙ্গে অংশীদারিত্ব একটি প্রবাসীদের কাছে বিস্তৃত প্রবেশাধিকার প্রদান করে।  

গোলটেবিল বৈঠকের সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডঃ এল. মুরুগান। তিনি সহ-প্রযোজনাকে "দৃশ্য- শ্রব্য মাধ্যমে সহযোগিতা জোরদার করার সবচেয়ে শক্তিশালী উপায়" হিসাবে চিহ্নিত করেন। তিনি বলেন  ভিএফএক্স, অ্যানিমেশন এবং পরবর্তী প্রজন্মের উৎপাদন প্রযুক্তির তাতপর্যপূর্ণ বৃদ্ধির মাধ্যমে ভারতের মিডিয়া এবং বিনোদন ক্ষেত্র  ২০২৫ সালে ৩১.৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
ডঃ মুরুগান যৌথ উন্নয়ন উদ্যোগ, সহজ অনুমতি, প্রতিভা ও সম্পদের মসৃণ গতিশীলতা এবং চলচ্চিত্র নির্মাতাদের জন্য সৃজনশীল স্বাধীনতা বৃদ্ধিতে দ্বিপাক্ষিক চুক্তির ভূমিকা তুলে ধরেন। তিনি  স্বত্ত্ব অপহরণ বা নকলের( piracy)বিরুদ্ধে ভারতের শক্তিশালী পদক্ষেপ সম্পর্কেও কথা বলেন। 

এনএফডিসির পরামর্শদাতা শ্রুতি রাজকুমার গোলটেবিল বৈঠকে ভারতের ক্রমবর্ধমান স্বত্ত্ব অপহরণ বা নকল বিরোধী কাঠামো উপস্থাপন করেন। 

কিউবা ও নেপালের রাষ্ট্রদূত, ইসরায়েল, গায়ানা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, মরক্কো, টোগো এবং আইভরি কোস্টের প্রতিনিধিত্বকারী বর্ষিয়ান কূটনীতিকরা গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন এবং নিজ নিজ দেশের চলচ্চিত্র শিল্প সম্পর্কে চিন্তাভাবনা ভাগ করে নেন।

বিদেশ মন্ত্রকের পরিচালক (এক্সপিডি) শ্রী রাজেশ পরিহারের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অধিবেশনটি শেষ হয়। তিনি কূটনীতিকদের অবদানের কথা স্বীকার করে নেন ও একটি সহযোগিতামূলক আন্তর্জাতিক দৃশ্য-শ্রাব্য পরিবেশ গড়ে তোলার জন্য ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। আইএফএফআই-এ রাষ্ট্রদূতদের গোলটেবিল বৈঠকটি শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক, আরও প্রাণবন্ত মিডিয়া অংশীদারিত্ব বাড়ানোর লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়।


আইএফএফআই সম্পর্কে

১৯৫২ সালে শুরু হওয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআই) দক্ষিণ এশিয়ার প্রাচীনতম এবং বৃহত্তম চলচ্চিত্র উৎসব হিসেবে খ্যাত। জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এনএফডিসি), তথ্য ও সম্প্রচার মন্ত্রক, ভারত সরকার এবং গোয়া রাজ্য সরকারের বিনোদন সমিতি (ইএসজি) যৌথভাবে এই উৎসবটি আয়োজন করে। ২০-২৮ নভেম্বর গোয়ার  উপকূলীয় পটভূমিতে আয়োজিত ৫৬তম সংস্করণটি বিশ্ব মঞ্চে ভারতের সৃজনশীল প্রতিভার এক নিমগ্ন উদযাপন।


আরও তথ্যের জন্য, ক্লিক করুন:

আইএফএফআই ওয়েবসাইট: https://www.iffigoa.org/
পিআইবির আইএফএফআই মাইক্রোসাইট: https://www.pib.gov.in/iffi/56new/
পিআইবি আইএফএফআইউড ব্রডকাস্ট চ্যানেল:

 https://whatsapp.com/channel/0029VaEiBaML2AU6gnzWOm3F
X হ্যান্ডেল: @IFFIGoa, @PIB_India, @PIB_Panaji

 

SC/PM/AS


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2025, #AnythingForFilms and #FilmsKeLiyeKuchBhi. Tag us @pib_goa on Instagram, and we'll help spread your passion! For journalists, bloggers, and vloggers wanting to connect with filmmakers for interviews/interactions, reach out to us at iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Release ID: 2192847   |   Visitor Counter: 2