iffi banner

গোয়ার কলা অ্যাকাডেমিতে আইএফএফআই ২০২৫ মাস্টারক্লাস সিরিজের উদ্বোধন করলেন ডঃ এল মুরুগান

নতুন দিল্লি ১৯ নভেম্বর  ২০২৫

 


কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগান আজ গোয়ার কলা অ্যাকাডেমিতে ৫৬ তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মাস্টারক্লাস সিরিজের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার সচিব শ্রী সঞ্জয় জাজু, যুগ্ম সচিব ডঃ অজয় নাগভূষণ, এনএফডিসি-র ম্যানেজিং ডিরেক্টর শ্রী প্রকাশ ম্যাগডাম, প্রথিতযশা চলচ্চিত্র নির্মাতা শ্রী মুজাফ্ফর আলি এবং বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব শ্রী রবি কোট্টারাকারা। 

সাধারণ দর্শকদের জন্য এবছরের মাস্টারক্লাস সিরিজ এই প্রথম। এর মধ্যে দিয়ে ঐতিহাসিক মাইল ফলক রচিত হল। আরও বেশি মানুষকে যুক্ত করতে এই চলচ্চিত্র উৎসবের দায়বদ্ধতা এর মধ্যে দিয়ে প্রতিফলিত হচ্ছে। 

মাস্টারক্লাস সিরিজে অস্ট্রেলিয়া, জাপান, জার্মানী এবং কানাডার অংশগ্রহনকারীরা যোগ দিয়েছেন। এর মধ্যে দিয়ে বিশ্ব মঞ্চে সিনেমাকে ঘিরে যৌথ সহযোগ এবং মেধা বিনিমিয়ের ক্ষেত্র শক্তিশালী হল। 

শ্রী মুরুগান বলেন, আইএফএফআই ২০২৫-এ দুশোরও বেশি ছবি দেখানো হচ্ছে। বিশ্ব জুড়ে ভারতীয় সিনেমার গ্রহণযোগ্যতা যে উত্তরোত্তর বাড়ছে, এর মধ্যে দিয়েই তা প্রতিফলিত। বিকশিত ভারতের যাত্রাপথে বিশ্ব ক্ষেত্রে প্রতিভা মঞ্চে ভারতের অংশগ্রহণকে প্রসারিত করার লক্ষ্যে এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মহিলা চলচ্চিত্র নির্মাতাদের অবদান এবং তাঁদের অংশগ্রহনকে তুলে ধরে শ্রী মুরুগান বলেন, এবছরের চলচ্চিত্র উৎসবে মহিলা পরিচালিত ৫০টিরও বেশি ছবি দেখানো হচ্ছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নারী শক্তি ও নারী ক্ষমতায়ণের ওপর যে জোর দিয়েছেন, এর মধ্যে দিয়েই সরকারের সেই দায়বদ্ধতা প্রতিফলিত হচ্ছে।

ইফি ২০২৫ মাস্টারক্লাস বিভাগে বিভিন্ন আলোচনা পর্ব, ওয়ার্কশপ, গোলটেবিল বৈঠক, ইন্টারভিউ সহ নানা বিষয় রয়েছে। বিশিষ্ট সিনেমা ব্যক্তিত্ব বিধু বিনোদ চোপড়া, অনুপম খের, মুজাফ্ফর আলি প্রমুখ বিভিন্ন আলোচনা পর্ব পরিচালনার দায়িত্বে থাকছেন। মাস্টারক্লাস সিরিজে প্রথম অধিবেশন পরিচালনা করেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা শ্রী মুজাফ্ফর আলি।

 


SC/AB/CS


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2025, #AnythingForFilms and #FilmsKeLiyeKuchBhi. Tag us @pib_goa on Instagram, and we'll help spread your passion! For journalists, bloggers, and vloggers wanting to connect with filmmakers for interviews/interactions, reach out to us at iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Release ID: 2192731   |   Visitor Counter: 7