প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর কোয়েম্বাটুরে দক্ষিণ ভারত প্রাকৃতিক কৃষিকাজ শিখর সম্মেলন ২০২৫-এ কৃষকদের সঙ্গে আলাপচারিতা করলেন

Posted On: 20 NOV 2025 12:16PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২০ নভেম্বর ২০২৫

 


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর কোয়েম্বাটুরে গতকাল দক্ষিণ ভারত প্রাকৃতিক কৃষিকাজ শিখর সম্মেলন ২০২৫-এ কৃষকদের সঙ্গে আলাপচারিতা করলেন। প্রাকৃতিক চাষে যুক্ত কৃষকদের অভিবাদন জানিয়ে শ্রী মোদী কলা থেকে তৈরি জিনিসগুলি দেখেন এবং কলার বর্জ্যের ব্যবহার সম্পর্কে জিজ্ঞাসা করেন। কৃষক জানান, প্রদর্শনীতে যা দেখানো হয়েছে সেগুলি কলার বর্জ্য থেকেই মূল্যযুক্ত করে তৈরি পণ্য। প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করেন এগুলি ভারতে অনলাইনে বিক্রি হয় কিনা। কৃষক জানান, অনলাইনে বিক্রি হয়। তিনি আরও বলেন, তাঁরা সমগ্র তামিলনাড়ুর হয়ে প্রতিনিধিত্ব করছেন ফার্মার প্রোডিউসার অর্গানাইজেসনস (এফপিও)-র মাধ্যমে। পাশাপাশি কেউ কেউ ব্যক্তিগতভাবে এসেছেন। তিনি জানান, তাঁদের জিনিস অনলাইনে বিক্রি হয়। রপ্তানি হয়, আবার স্থানীয় বাজার ও সারা দেশের সুপার মার্কেটগুলিতে পাওয়া যায়। শ্রী মোদী জিজ্ঞাসা করেন প্রতিটি এফপিও-তে কত জন মানুষ যুক্ত। কৃষক বলেন, প্রায় এক হাজার মানুষ যুক্ত। প্রধানমন্ত্রী শোনেন এবং আরও জিজ্ঞাসা করেন যে, কলা চাষ কোন নির্দিষ্ট জায়গায় হয়, না অন্যান্য ফসলের সঙ্গে মিলিয়ে হয়। কৃষক ব্যাখ্যা করে জানান, বিভিন্ন এলাকা বিভিন্ন চাষের জন্য বিশিষ্ট। তাঁদের জিআই পণ্যও আছে। 

অন্য এক কৃষক জানান, চার রকমের চা আছে – ব্ল্যাক টি, হোয়াইট টি, উলং টি এবং গ্রিন টি। তিনি জানান, উলং টি ৪০% গেঁজানো। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেন, ইদানিং হোয়াইট টি-র একটা উল্লেখযোগ্য বাজার আছে। কৃষকরা সম্মতি জানান। সারা মরশুম ধরে প্রাকৃতিক চাষের মাধ্যমে তৈরি বেগুন, আমের মতো নানা ধরনের আনাজ এবং ফল দেখান কৃষকরা। 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সজনে ডাঁটার দিকে অঙ্গুলি নির্দেশ করে জিজ্ঞাসা করেন, বর্তমানে সজনে ডাঁটার চাহিদা খুব বেশি কি না। কৃষকরা মাথা নেড়ে সায় দেন। শ্রী মোদী এর পাতার ব্যবহার নিয়ে জিজ্ঞাসা করেন। কৃষকরা বলেন, পাতাকে শুকিয়ে গুঁড়ো করে রপ্তানি করা হয়। প্রধানমন্ত্রী বলেন, মোরিঙ্গা পাউডারের ইদানিং খুব চাহিদা আছে। কৃষকরাও বলেন হ্যাঁ। শ্রী মোদী আরও জিজ্ঞাসা করেন, কোন কোন দেশে রপ্তানি হয়। কৃষকরা জানান, সবচেয়ে ভাল বাজার আছে আমেরিকা, আফ্রিকার দেশগুলি, জাপান এবং দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু অংশে। 

কৃষকরা জানান, গোটা প্রদর্শনীতে তামিলনাড়ুর জিআই পণ্য দেখানো হয়েছে। ২৫ ধরনের জিনিস আছে। এর মধ্যে আছে কুম্বকোনমের পান পাতা এবং মাদুরাইয়ের জুঁই। শ্রী মোদী তার বাজার সম্পর্কে জানতে চান। তাতে কৃষকরা জানান, সারা দেশেই এই সব জিনিস পাওয়া যায়। তামিলনাড়ুতে বিশেষ বিশেষ উৎসবের দিনে খুবই দেখা যায়। প্রধানমন্ত্রী জানতে চান, বারাণসীর মানুষরা এখান থেকে পানপাতা কেনেন কিনা। তাতে কৃষকরা জানান, হ্যাঁ কেনেন। 

শ্রী মোদী উৎপাদন বাড়ছে কিনা জানতে চান। কৃষকরা জানান, বর্তমানে তাঁরা ১০০-র বেশি জিনিস তৈরি করেন। তার মধ্যে প্রধান হল মধু। প্রধানমন্ত্রী বাজারের সম্ভাবনা নিয়েও জানতে চান। কৃষকরা জানান, চাহিদা আছে এবং তাঁদের মধুজাত পণ্য বিশ্ববাজারে পৌঁছোচ্ছে। 

প্রধানমন্ত্রীকে আরও জানানো হয়, তাঁদের চিরাচরিত প্রায় এক হাজার রকমের ধান আছে, যা পুষ্টিকর মিলেটের তুলনায়। শ্রী মোদী বলেন, ধান চাষে তামিলনাড়ু যে কাজ করেছে তা সারা বিশ্বে অতুলনীয়। কৃষকরাও একথায় সম্মতি জানিয়ে বলেন, সবরকম ধান, চাল এবং মূল্যযুক্ত পণ্য যা রপ্তানি করা হয়, তা দেখানো হয়েছে এই প্রদর্শনীতে। 

অন্য এক কৃষকের সঙ্গে কথাবার্তার সময় শ্রী মোদী জানতে চান, তরুণ কৃষকরা প্রশিক্ষণ নিতে এগিয়ে আসছে কিনা। কৃষকরা জানান, অনেক তরুণই সক্রিয়ভাবে অংশ নিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, এই ধরনের উচ্চ শিক্ষিত ব্যক্তি, যাঁর মধ্যে পিএইচডি উপাধিধারীও আছে, তাঁদের প্রথম প্রথম এই কাজের মূল্য বুঝতে একটু কষ্ট হতে পারে। কিন্তু, একবার তারা এর উপকার বুঝতে পারলে তারা এর প্রশংসা করতে শুরু করবেন। কৃষকরা ব্যাখ্যা করে বলেন, আগে এই ধরনের ব্যক্তিকে পাগল ভাবা হতো। কিন্তু এখন তাঁরা মাসে ২ লক্ষ টাকা রোজগার করছে এবং তাদের অনুপ্রেরণা হিসেবে দেখা হয়। কৃষক আরও জানান, তাঁরা প্রাকৃতিক চাষ কর্মসূচিতে তাঁদের মডেল কৃষি খামারে ৭ হাজার কৃষককে প্রশিক্ষণ দিয়েছেন। পাশাপাশি ৩ হাজার কলেজ ছাত্রকেও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী জানতে চান, তাঁরা বাজারের সুযোগ পায় কিনা। কৃষক জানান, তাঁরা সরাসরি বাজারে যান এবং অন্য দেশে রপ্তানি করেন। এছাড়া মূল্য যুক্ত করে মাথার তেল, ছোবড়া এবং সাবানের মতো জিনিস তৈরি করেন। 

শ্রী মোদী জানান, গুজরাটে তাঁর আমলে তিনি “ক্যাটল হোস্টেল”-এর ধারণা চালু করেছিলেন। তিনি জানান, একটিমাত্র জায়গায় গ্রামের সমস্ত গবাদি পশু রাখলে গোটা গ্রামটা পরিচ্ছন্ন থাকে। আর এর জন্য লাগে শুধু একজন চিকিৎসক এবং রক্ষণাবেক্ষণের জন্য লাগে চার থেকে পাঁচজন। কৃষকরা সহমত হয়ে জানান, এতে অনেকটা করে জীবামৃত পাওয়া যায়, যা কাছাকাছি কৃষকদের সরবরাহ করা হয়। তামিলনাড়ুর রাজ্যপাল শ্রী আর এন রবি এবং কেন্দ্রীয় মন্ত্রী ডঃ এল মুরুগনও উপস্থিত ছিলেন। 
 

SC/AP/AS


(Release ID: 2192080) Visitor Counter : 6