প্রধানমন্ত্রীরদপ্তর
জনজাতীয় গৌরব দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী আগামীকাল গুজরাটের নর্মদা জেলা সফর করবেন
Posted On:
14 NOV 2025 11:41AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৪ নভেম্বর, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল গুজরাট সফরে যাবেন। বেলা ১২টা ৪৫ নাগাদ নর্মদা জেলার দেবমোগরা মন্দির দর্শনের পর সেখানে তিনি পুজো দেবেন। এরপর দুপুর ২টো ৪৫ নাগাদ তিনি নর্মদা জেলার ডেদিয়াপাদায় গিয়ে ধরতি আবা ভগবান বীরসা মুন্ডার ১৫০-তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। এই উপলক্ষ্যে ৯ হাজার ৭০০ কোটি টাকারও বেশি বিভিন্ন পরিকাঠামো ও উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। সেইসঙ্গে জনসমাবেশেও ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
ডেদিয়াপাদায় প্রধানমন্ত্রী গ্রামাঞ্চল এবং সেখানকার প্রত্যন্ত অঞ্চলগুলির জনজাতি সম্প্রদায় এবং পরিকাঠামো উন্নয়নের স্বার্থে বহুবিধ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
তিনি প্রধানমন্ত্রী জনজাতি ন্যায় মহাঅভিযান (পিএম-জেএএনএমএএন)-র অধীন ১ লক্ষ নবনির্মিত গৃহে গৃহপ্রবেশ অনুষ্ঠান এবং ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান (ডিএ-জেএজিইউএ)-এ অংশগ্রহণ করবেন।
প্রধানমন্ত্রী প্রায় ১ হাজার ৯০০ কোটি টাকা ব্যয়ে ৪২টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয় এবং ২২৮টি বহু উদ্দেশ্যসাধক কেন্দ্রের উদ্বোধন করবেন। এগুলি কমিউনিটি ভিত্তিক কার্যকলাপ হাব হিসেবে ব্যবহৃত হবে। ডিব্রুগড়ে আসাম মেডিকেল কলেজে সক্ষমতা কেন্দ্র, মণিপুরের ইম্ফলে জনজাতি সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে ট্রাইবাল রিসার্চ ইন্সটিটিউট (পিআরআই) ভবনের উদ্বোধন করবেন। সেইসঙ্গে জনজাতি এলাকাগুলিতে যোগাযোগ সম্প্রসারণের দিকে তাকিয়ে গুজরাটের ১৪টি জনজাতি অধ্যুষিত জেলাগুলির জন্য ২৫০টি বাসের যাত্রার সূচনা করবেন।
প্রধানমন্ত্রী জনজাতি এলাকাগুলির মধ্যে সড়ক সংযোগ সম্প্রসারণে ৪৪৮ কিলোমিটার নতুন রাস্তা এবং ডিএ-জেএজিইউএ-র অধীন ১৪টি জনজাতি বহু উদ্দেশ্য সাধক বিপণন কেন্দ্র (টিএমএমসিএস)-র ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এগুলি কমিউনিটি হাব হিসেবে কাজ করবে। তিনি ২,৩২০ কোটি টাকাও বেশি ব্যয়ে ৫০টি নতুন একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। জনজাতিভুক্ত শিশুদের উন্নত শিক্ষা প্রদানে সরকারী দায়বদ্ধতাকে প্রসারিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
SC / AB /AG
(Release ID: 2189978)
Visitor Counter : 4