কেন্দ্রীয়মন্ত্রিসভা
azadi ka amrit mahotsav

পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনে গুরুত্বপূর্ণ খনিজ গ্রাফাইট, সিজিয়াম, রুবিডিয়াম এবং জিরকোনিয়াম-এর রয়্যালটির যুক্তিযুক্ত ও পরিমার্জিত হারে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

Posted On: 12 NOV 2025 8:26PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১২ নভেম্বর ২০২৫

 


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনে গুরুত্বপূর্ণ খনিজ গ্রাফাইট, সিজিয়াম, রুবিডিয়াম এবং জিরকোনিয়াম-এর রয়্যালটির যুক্তিযুক্ত ও পরিমার্জিত হারে আজ অনুমোদন দিয়েছে। 

উত্তোলিত আকরিকে থাকা ধাতব পদার্থ সিজিয়ামের ওপর গড় বিক্রয়মূল্যের ২ শতাংশ হারে রয়্যালটি দেওয়া হবে। 

গ্রাফাইটের ক্ষেত্রে ৮০ শতাংশ বা তার বেশি কার্বন ঘনীভূত থাকলে গড় বিক্রয়মূল্যের ২ শতাংশ এবং ৮০ শতাংশের কম কার্বন ঘনীভূত থাকলে গড় বিক্রয়মূল্যের ৪ শতাংশ রয়্যালটির হার নির্ধারিত হয়েছে। 

উত্তোলিত আকরিকে থাকা ধাতব পদার্থ রুবিডিয়ামের ওপর গড় বিক্রয়মূল্যের ২ শতাংশ হারে রয়্যালটি দেওয়া হবে। জিরকোনিয়ামের ক্ষেত্রে একই ভিত্তিতে ১ শতাংশ হারে রয়্যালটি দেওয়া হবে। 

কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্ত সিজিয়াম, রুবিডিয়াম এবং জিরকোনিয়াম-সমৃদ্ধ খনির নিলামে গতি আনবে। পাশাপাশি এই সব গুরুত্বপূর্ণ খনিজের সঙ্গে থাকা গুরুত্বপূর্ণ খনিজ লিথিয়াম, টাঙ্গস্টেন, আরইইএস, নিয়োবিয়াম উৎপাদনেরও প্রসার ঘটবে। গ্রাফাইটের ক্ষেত্রে উৎকর্ষমান অনুযায়ী রয়্যালটির হার নির্ধারণ গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ। গুরুত্বপূর্ণ এই সব খনিজের ক্ষেত্রে আমদানি-নির্ভরতা হ্রাস করা সরকারের লক্ষ্য। 

গ্রাফাইট, সিজিয়াম, রুবিডিয়াম এবং জিরকোনিয়াম পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনের পাশাপাশি উচ্চ প্রযুক্তির প্রয়োগের ক্ষেত্রেও অত্যন্ত প্রয়োজনীয়। ১৯৫৭-র খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) আইনের আওতায় তালিকাভুক্ত ২৪টি খনিজের মধ্যে রয়েছে গ্রাফাইট এবং জিরকোনিয়াম। 

বৈদ্যুতিক যানের ব্যাটারি উৎপাদনে গ্রাফাইট গুরুত্বপূর্ণ কাঁচামাল। বর্তমানে দেশে গ্রাফাইটের চাহিদার ৬০ শতাংশ পূরণ হয় আমদানির মাধ্যমে। ভারতে এখন ৯টি গ্রাফাইটের খনি রয়েছে। আরও ২৭টি খনির নিলাম সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। তাছাড়াও জিএসআই এবং এমইসিএল আরও ২০-টিরও বেশি গ্রাফাইটের খনি চিহ্নিত করেছে। সেগুলি নিলাম হবে। আরও প্রায় ২৬টি জায়গায় গ্রাফাইটের সন্ধান মিলেছে বলে জানা গেছে। 

পরমাণু শক্তি, স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে জিরকোনিয়াম ব্যবহার হয়। রুবিডিয়ামের ব্যবহার মূলত হয় ফাইবার অপটিক্স কিংবা টেলিযোগাযোগ সংক্রান্ত সরঞ্জামের ক্ষেত্রে। 

সম্প্রতি, ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে, কেন্দ্রীয় সরকার গুরুত্বপূর্ণ খনিজ বা ক্রিটিক্যাল মিনারেলসের খনি নিলামের জন্য দরপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি জারি করেছে। ষষ্ঠ পর্যায়ে এই নিলাম প্রক্রিয়ার অন্তর্ভুক্ত থাকছে ৫টি গ্রাফাইটের খনি, দুটি রুবিডিয়ামের খনি, একটি সিজিয়ামের খনি এবং একটি জিরকোনিয়ামের খনি। 

গ্রাফাইটের ক্ষেত্রে ২০১৪-র পয়লা সেপ্টেম্বর থেকে প্রতি টন ভিত্তিতে টাকার অঙ্কে রয়্যালটির হার নির্ধারিত রয়েছে। গুরুত্বপূর্ণ খনিজের মধ্যে একমাত্র গ্রাফাইটেরই রয়্যালটির হার নির্ধারিত হয় প্রতি টনের ভিত্তিতে। 

সাম্প্রতিক বছরগুলিতে গুরুত্বপূর্ণ খনিজের রয়্যালটির হার বেশিরভাগ ক্ষেত্রেই ২ শতাংশ থেকে ৪ শতাংশের মধ্যে রাখার সিদ্ধান্ত হয়েছে। 

 


SC/AC/AS


(Release ID: 2189660) Visitor Counter : 9