প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

শ্রী এল কে আডবাণী জি-র জন্মদিনে তাঁর বাসভবনে প্রধানমন্ত্রী

Posted On: 08 NOV 2025 8:16PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৮ নভেম্বর, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শ্রী এল কে আডবাণী জি-র জন্মদিন উপলক্ষে তাঁর বাসভবনে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানান। 

এক্স পোস্টে প্রধানমন্ত্রী জানিয়েছেন :

“শ্রী এল কে আডবাণী জি-র বাসভবনে গিয়ে তাঁর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছি। দেশের সেবায় তাঁর বিরাট অবদান রয়েছে এবং আমাদের সকলকে ব্যাপকভাবে অনুপ্রাণিত করেছেন।” 

 

SC/MP/NS…


(Release ID: 2188004) Visitor Counter : 5