স্বরাষ্ট্র মন্ত্রক
                
                
                
                
                
                    
                    
                        সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে পাটনায় সাংবাদিক বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহের
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                30 OCT 2025 3:05PM by PIB Kolkata
                
                
                
                
                
                
                নতুন দিল্লি ২৯ অক্টোবর  ২০২৫
 
রাষ্ট্রীয় একতা দিবস ২০২৫ উপলক্ষে সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী উদযাপন নিয়ে পাটনায় আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ সাংবাদিক বৈঠক করেন। 
শ্রী শাহ বলেন, স্বাধীনতার পর দেশকে ঐক্যবদ্ধ করা এবং আজকের ভারত গড়ার ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের প্রভূত অবদান রয়েছে। তিনি জানান, এই বছর সর্দার প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। এছাড়া, প্রতি বছর ৩১ অক্টোবর একটি কুচকাওয়াজ অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। 
সর্দার প্যাটেলকে ভারতের একতা ও অখণ্ডতার প্রতীক হিসেবে চিহ্নিত করে তিনি বলেন, এ বছর দেশের সবকটি রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, জেলা পুলিশ স্টেশন, স্কুল এবং বিশ্ববিদ্যালয়গুলিতে বড় আকারে একতা  দৌড়ের আয়োজন করা হবে। ১ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত একতা নগরে ভারত পরবের আয়োজন করা হচ্ছে। ১৫ নভেম্বর এক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আদিবাসী সংস্কৃতি উদযাপনের মধ্যে দিয়ে এর সমাপ্তি ঘটবে। 
স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, সর্দার প্যাটেল একের পর এক সমস্যার সমাধান করে গেছেন। তিনি বলেন, ১৫ অগাস্ট ১৯৪৭-এ গোটা দেশ যখন স্বাধীনতা উদযাপন করছিল, তখন সর্দার প্যাটেল নৌ-আধিকারিকদের কম্যান্ড রুমে ছিলেন এবং লাক্ষাদ্বীপের ভারতের অন্তর্ভুক্তির অভিযান তদারকি করছিলেন। 
সর্দার প্যাটেলের মতো ব্যক্তিত্বের স্মরণে কোনো স্মৃতি সৌধ তৈরি না করার জন্য বিরোধীদের সমালোচনা করেন তিনি। তিনি বলেন, সর্দার প্যাটেল কৃষকদের জন্য তাঁর জীবন উৎসর্গ করেছিলেন এবং স্ট্যাচু অফ ইউনিটি তৈরির ক্ষেত্রে কৃষকদের ভূমিকার কথা উল্লেখ করেন শ্রী শাহ।
৩১ অক্টোবর সকালে একতা নগরে প্যারেডে অভিবাদন গ্রহণ করবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই প্যারেডে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং বিভিন্ন রাজ্যের পুলিশ কর্মীরা তাঁদের দক্ষতা, শৃঙ্খলাপরায়ণতা এবং সাহসিকতা তুলে ধরবেন। এ বছরের প্যারেডে সিআরপিএফ-কে ৫টি শৌর্য চক্র এবং বিএসএফ-কে ১৬টি সাহসিকতার পদক দেওয়া হবে। শ্রী শাহ জানান, দেশের নানা প্রান্তের ৯০০-র বেশি শিল্পী ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য দেশ তথা বিশ্বের সামনে তুলে ধরবেন। 
শ্রী শাহ জানান, সর্দার প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী উদযাপনের পর এখন থেকে প্রতি বছর ৩১ অক্টোবর এই প্যারেডের আয়োজন করা হবে, যেমনটি ২৬ জানুয়ারির প্রজাতন্ত্র দিবসে করা হয়ে থাকে। তিনি বলেন, এই প্যারেড দেশের তরুণদের অনুপ্রাণিত করার ক্ষেত্রে এক শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করবে এবং সর্দার প্যাটেলের অবদান সম্পর্কে তাঁরা জানতে পারবেন।
 
SC/MP/CS…
                
                
                
                
                
                (Release ID: 2184249)
                Visitor Counter : 6
                
                
                
                    
                
                
                    
                
                Read this release in: 
                
                        
                        
                            Malayalam 
                    
                        ,
                    
                        
                        
                            English 
                    
                        ,
                    
                        
                        
                            Urdu 
                    
                        ,
                    
                        
                        
                            हिन्दी 
                    
                        ,
                    
                        
                        
                            Marathi 
                    
                        ,
                    
                        
                        
                            Bengali-TR 
                    
                        ,
                    
                        
                        
                            Assamese 
                    
                        ,
                    
                        
                        
                            Gujarati 
                    
                        ,
                    
                        
                        
                            Odia 
                    
                        ,
                    
                        
                        
                            Tamil 
                    
                        ,
                    
                        
                        
                            Telugu 
                    
                        ,
                    
                        
                        
                            Kannada