বিদ্যুৎমন্ত্রক
                
                
                
                
                
                    
                    
                        বিদ্যুৎ ক্ষেত্রে ভারত ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে : উৎপাদন ৫০০ গিগাওয়াট ছাপিয়ে গেছে এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে উৎপাদন চাহিদার ৫০% অতিক্রম করেছে
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                29 OCT 2025 5:46PM by PIB Kolkata
                
                
                
                
                
                
                নয়াদিল্লি, ২৯ অক্টোবর, ২০২৫
 
ভারত বিদ্যুৎ ক্ষেত্রে দুটি ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে। এতে পরিলক্ষিত হচ্ছে পরিবেশ বান্ধব, সুরক্ষিত এবং আত্মনির্ভর শক্তি ক্ষেত্রে ভবিষ্যতের লক্ষ্যে দেশ দ্রুত এগিয়ে চলেছে। 
২০২৫ সালে ৩০ সেপ্টেম্বরের হিসেব অনুযায়ী দেশের মোট স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫০০ গিগাওয়াট অতিক্রম করে ৫০০.৮৯ গিগাওয়াটে পৌঁছেছে। এই সাফল্য দেখা দিয়েছে শক্তিশালী নীতি সহায়তা, বিনিয়োগ এবং শক্তি ক্ষেত্র জুড়ে বেশ কয়েক বছরের দলবদ্ধ প্রয়াসের মাধ্যমে। 
ভারতের বিদ্যুৎ ক্ষেত্রে দক্ষতাকে ভাগ করে দেখালে দেখা যায় ;
    অ-জীবাশ্ম জ্বালানি সূত্র হিসেবে (পুনর্নবীকরণযোগ্য শক্তি, জল বিদ্যুৎ এবং পরমাণু ক্ষেত্রে) : ২৫৬.০৯ গিগাওয়াট- মোট উৎপাদনের ৫১%-এর বেশি।
    জীবাশ্ম জ্বালানি ভিত্তিক সূত্রের হিসেবে : ২৪৪.৮০ গিগাওয়াট- মোট উৎপাদনের ৪৯%।
    পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন ক্ষেত্রে : 
সৌর বিদ্যুৎ- ১২৭.৩৩ গিগাওয়াট
বায়ুশক্তি- ৫৩.১২ গিগাওয়াট
২০২৫-২৬ অর্থ বছরে (এপ্রিল-সেপ্টেম্বর ২০২৫) ভারত অ-জীবাশ্ম জ্বালানি ক্ষেত্রে ২৮ গিগাওয়াট দক্ষতা অর্জন করেছে এবং ৫.১ গিগাওয়াট অ-জীবাশ্ম জ্বালানি দক্ষতা অর্জন করেছে- যা থেকে বোঝা যাচ্ছে পরিবেশ বান্ধব জ্বালানি ক্ষেত্রে ভারতের অংশ ক্রমশ বাড়ছে। 
পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন ক্ষেত্রে রেকর্ড সৃষ্টিকারী দিন
২০২৫-এর ২৯ জুলাই বিদ্যুৎ শক্তি উৎপাদনে পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রের ভাগ এ পর্যন্ত সর্বাধিক। 
ওই দিন দেশের মোট ২০৩ গিগাওয়াট বিদ্যুৎ চাহিদার ৫১.৫ শতাংশই পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন ক্ষেত্র থেকে এসেছে। 
    সৌর বিদ্যুৎ উৎপাদন : ৪৪.৫০ গিগাওয়াট
    বায়ুশক্তি উৎপাদন : ২৯.৮৯ গিগাওয়াট
    জলবিদ্যুৎ উৎপাদন : ৩০.২৯ গিগাওয়াট
এর থেকে বোঝা যাচ্ছে প্রথমবার একদিনে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের অর্ধেকেরও বেশি এসেছে পরিবেশ বান্ধব জ্বালানি থেকে- যা পরিবর্তনের এক উল্লেখযোগ্য নির্ণায়ক। 
জাতীয় লক্ষ্যকে সময়ের আগেই স্পর্শ করা গেছে
এই অগ্রগতির নিরিখে ভারত ইতিমধ্যেই COP26 পঞ্চামৃত লক্ষ্যের মধ্যে একটি মূল লক্ষ্যকে ইতিমধ্যেই অর্জন করেছে- যে লক্ষ্য ছিল ২০৩০ সালের মধ্যে অ-জীবাশ্ম জ্বালানি সূত্র থেকে স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫০% করা- ৫ বছর পূর্বেই সেই লক্ষ্য পূরণ করা গেছে। 
এই সাফল্য তুলে ধরে পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তরে ভারতের নেতৃত্বকে,যা বিদ্যুৎ গ্রিডকে সবল এবং নির্ভরযোগ্য রেখেই অর্জন করা সম্ভব হয়েছে। 
এই সাফল্যের গুরুত্ব
ভারতের পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন ক্ষেত্রের এই অগ্রগতি উৎপাদন, স্থাপন, রক্ষণাবেক্ষণ এবং উদ্ভাবনের ক্ষেত্রে নতুন কর্মসংস্থানের সুযোগ গড়ে তুলছে, যাতে গ্রাম এবং শহর উভয় জায়গার যুব সম্প্রদায় উপকৃত হচ্ছে। 
একটি যৌথবদ্ধ প্রয়াস
বিদ্যুৎ মন্ত্রক এবং নব ও পুনর্নবীকরণযোগ্য শক্তি (এমএনারই) মন্ত্রক  সমস্ত বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা, বিদ্যুৎ সঞ্চালন সংস্থা, সিস্টেম অপারেটর এবং রাজ্য সংস্থাগুলিকে এই সাফল্য ক্ষেত্রে তাদের ভূমিকার জন্য অভিনন্দন জানিয়েছে। 
 
SC/AB/NS…
                
                
                
                
                
                (Release ID: 2184074)
                Visitor Counter : 5