স্বরাষ্ট্র মন্ত্রক
প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং পুলিশ স্মৃতি দিবস উপলক্ষে মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫ নতুন দিল্লির জাতীয় পুলিশ স্মারকে শহীদ পুলিশকর্মীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দেবেন
Posted On:
19 OCT 2025 11:00AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৯ অক্টোবর ২০২৫
প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং পুলিশ স্মৃতি দিবস উপলক্ষে মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫ নতুন দিল্লির জাতীয় পুলিশ স্মারকে শহীদ পুলিশকর্মীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দেবেন।
১৯৫৯ সালের ২১শে অক্টোবর লাদাখের হট স্প্রিং এলাকায় সশস্ত্র চীনা সেনার আক্রমণে পুলিশের ১০ জন বীর জওয়ান নিজেদের প্রাণ বিসর্জন দেন। তখন থেকে প্রতি বছর ২১ অক্টোবর পুলিশ স্মৃতি দিবস পালন করা হয়। পুলিশকর্মীদের আত্মবলিদান তথা জাতীয় সুরক্ষা এবং একতা বজায় রাখতে পুলিশের প্রশংসনীয় ভূমিকার সম্মানে মাননীয় প্রধানমন্ত্রী পুলিশ স্মৃতি দিবস ২০১৮-য় নতুন দিল্লির চাণক্যপুরীতে জাতীয় পুলিশ স্মারক দেশের উদ্দেশে সমর্পণ করেন।
পুলিশ স্মৃতি দিবস অর্থাৎ ২১ অক্টোবর দেশজুড়ে শহীদ পুলিশকর্মীদের শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। প্রধান কর্মসূচিটি আয়োজিত হয় জাতীয় পুলিশ স্মারকে। প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং এই অনুষ্ঠানের পৌরোহিত্য করবেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দেবেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশবাহিনী এবং দিল্লি পুলিশের যৌথ কুচকাওয়াজ হবে। প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সিএপিএফ, সিপিও প্রমুখ তথা অন্য গণ্যমান্য ব্যক্তি শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত মহানির্দেশক, পুলিশবাহিনীর আধিকারিকরাও উপস্থিত থাকবেন। প্রতিরক্ষামন্ত্রী অনুষ্ঠানে ভাষণও দেবেন।
SSS/AP/AS
(Release ID: 2180996)
Visitor Counter : 6
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam