প্রধানমন্ত্রীরদপ্তর
এনডিটিভি ওয়ার্ল্ড সামিট ২০২৫-এ প্রদত্ত ভাষণের কিছু ঝলক শেয়ার করলেন প্রধানমন্ত্রী
प्रविष्टि तिथि:
18 OCT 2025 12:19PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ অক্টোবর, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে এনডিটিভি ওয়ার্ল্ড সামিট ২০২৫-এ তাঁর ভাষণের কিছু অংশ শেয়ার করলেন। সমাবেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী সকল বিশিষ্টজনদের স্বাগত জানান। সকল নাগরিককে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে শ্রী মোদী বলেন যে, এনডিটিভি ওয়ার্ল্ড সামিট উৎসবমুখর পরিবেশের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। তিনি অধিবেশনের মূল প্রতিপাদ্য - "অপ্রতিরোধ্য ভারত" - এর প্রশংসা করেন এবং মন্তব্য করেন যে এটি সত্যিই উপযুক্ত, কারণ আজ ভারত থামতে চায় না। প্রধানমন্ত্রী দৃঢ়ভাবে বলেন, "ভারত থমকে দাঁড়াবে না, থামবেও না, ১৪০ কোটি ভারতীয় দ্রুত এগিয়ে চলেছে, একসাথে"।
এক্স-হ্যান্ডেলের ধারাবাহিক পোস্টে শ্রী মোদী বলেছেন:
"গত ১১ বছরে, ভারত প্রতিটি আশংকাকে দূর করেছে এবং প্রতিটি চ্যালেঞ্জকে জয় করেছে।এই কারণেই আজ, প্রতিটি ক্ষেত্রে একটি আত্মনির্ভর ভারতের আত্মবিশ্বাস দেখা যাচ্ছে।"
"আজ, সমগ্র বিশ্ব ভারতকে একটি নির্ভরযোগ্য, দায়িত্বশীল এবং সুস্থায়ী অংশীদার হিসেবে দেখছে..."
"প্রতিটি মূল্যায়নকে অতিক্রম করা জাতির নীতিতে পরিণত হয়েছে; এই কারণেই ভারত অপ্রতিরোধ্য।"
"অনেক দশকের শাসনকালে কংগ্রেস সর্বদা নীতি ও প্রক্রিয়ার জাতীয়করণের উপর জোর দিয়েছে, যেখানে গত ১১ বছরে, আমরা ধারাবাহিকভাবে গণতন্ত্রীকরণের, লক্ষ্য নিয়ে কাজ করেছি। ব্যাংকিং-সহ অনেক ক্ষেত্রের শক্তিশালীকরণ এরই ফল।"
"বিএসএনএল-এর মেড ইন ইন্ডিয়া ৪জি স্ট্যাকের সূচনা হোক বা উচ্চ-গতির সংযোগের উপর ভিত্তি করে ই-সঞ্জীবনী পরিষেবা, এগুলি দরিদ্র ও বঞ্চিতদের জীবন উন্নত করার জন্য আমরা যে সংবেদনশীলতার সঙ্গে কাজ করছি সেটাই তুলে ধরে।"
"আমাদের লক্ষ্য হল, আমাদের নাগরিকদের জীবনযাত্রা সহজ করা এবং তাঁদের সঞ্চয় বৃদ্ধি করা। আয়কর এবং জিএসটিতে উল্লেখযোগ্য হ্রাস এর প্রত্যক্ষ প্রমাণ।"
"আমি সেইসব মায়েদের বেদনা জানি যারা মাওবাদী সন্ত্রাসে তাঁদের ছেলেমেয়েদের হারিয়েছেন। তাঁদের বেশিরভাগই দরিদ্র এবং উপজাতি পরিবারের সদস্য ছিলেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, সেই মায়েদের আশীর্বাদে, দেশ শীঘ্রই মাওবাদী সন্ত্রাস থেকে সম্পূর্ণ মুক্ত হবে।"
******
SSS/SB/NS….
(रिलीज़ आईडी: 2180938)
आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada