প্রধানমন্ত্রীরদপ্তর
মধ্যপ্রদেশে প্রায় ১৭,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী
Posted On:
27 FEB 2024 6:42PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৯শে ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে বিকাল ৪টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে 'বিকশিত ভারত বিকশিত মধ্যপ্রদেশ' অনুষ্ঠানে ভাষণ দেবেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মধ্যপ্রদেশ জুড়ে প্রায় ১৭,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং দেশের উদ্দেশে উৎসর্গ করবেন। প্রকল্পগুলি সেচ, বিদ্যুৎ, রাস্তা, রেল, জল সরবরাহ, কয়লা, শিল্প সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রের। প্রধানমন্ত্রী মধ্যপ্রদেশে সাইবার তহসিল প্রকল্পেরও সূচনা করবেন।
প্রধানমন্ত্রী মধ্যপ্রদেশে ৫৫০০ কোটি টাকারও বেশি মূল্যের সেচ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে উচ্চ নর্মদা প্রকল্প, রাঘবপুর বহুমুখী প্রকল্প, বাসনিয়া বহুমুখী প্রকল্প। এই প্রকল্পগুলি দিন্দোরি, অনুপপুর এবং মন্ডলা জেলার ৭৫০০০ হেক্টরেরও বেশি কৃষি জমিতে সেচের সুবিধা প্রদান করবে এবং এই অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ এবং পানীয় জলের সুবিধা বৃদ্ধি করবে। প্রধানমন্ত্রী রাজ্যে ৮০০ কোটি টাকারও বেশি মূল্যের দুটি ক্ষুদ্র সেচ প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এর মধ্যে রয়েছে পরশদোহ ক্ষুদ্র সেচ প্রকল্প এবং আউলিয়া ক্ষুদ্র সেচ প্রকল্প। এই ক্ষুদ্র সেচ প্রকল্পগুলি বেতুল এবং খান্ডোয়া জেলার ২৬,০০০ হেক্টরেরও বেশি জমির সেচের জলের চাহিদা পূরণ করবে।
প্রধানমন্ত্রী ২২০০ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত তিনটি রেল প্রকল্প দেশের উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রকল্পগুলির মধ্যে রয়েছে বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি-জাখলাউন এবং ধৌরা-আগাসোদ রুটে তৃতীয় লাইন নির্মাণ প্রকল্প; নতুন সুমাওলি-জোরা আলাপুর রেল লাইনে গেজ রূপান্তর প্রকল্প; এবং পাওয়ারখেদা-জুঝারপুর রেল লাইন ফ্লাইওভার নির্মাণ প্রকল্প। এই প্রকল্পগুলি রেল যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করবে এবং এই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখবে।
রাজ্যে শিল্প উন্নয়নে গতি আনার জন্য, প্রধানমন্ত্রী মধ্যপ্রদেশে প্রায় ১০০০ কোটি টাকার একাধিক শিল্প প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রকল্পগুলির মধ্যে রয়েছে মোরেনা জেলার সীতাপুরে মেগা লেদার, পাদুকা এবং আনুষাঙ্গিক ক্লাস্টার; ইন্দোরে পোশাক শিল্পের জন্য প্লাগ অ্যান্ড প্লে পার্ক; ইন্ডাস্ট্রিয়াল পার্ক মান্দসৌর (জগ্গাখেদি ফেজ-২); এবং ধর জেলার পিথমপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কের উন্নয়ন।
প্রধানমন্ত্রী ১০০০ কোটি টাকারও বেশি মূল্যের কয়লা ক্ষেত্রের প্রকল্পগুলি জাতির উদ্দেশে উৎসর্গ করবেন, যার মধ্যে রয়েছে জয়ন্ত ওসিপি সিএইচপি সাইলো, এনসিএল সিংরাউলি; এবং দুধিচুয়া ওসিপি সিএইচপি-সাইলো।
মধ্যপ্রদেশের বিদ্যুৎ ক্ষেত্রকে শক্তিশালী করার লক্ষ্যে, প্রধানমন্ত্রী পান্না, রায়সেন, ছিন্দওয়ারা এবং নর্মদাপুরম জেলায় অবস্থিত ছয়টি সাবস্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই সাবস্টেশনগুলি রাজ্যের এগারোটি জেলার মানুষ উপকৃত হবে, যথা ভোপাল, পান্না, রায়সেন, ছিন্দওয়ারা, নর্মদাপুরম, বিদিশা, সাগর, দামোহ, ছত্তরপুর, হরদা এবং সেহোর। এই সাবস্টেশনগুলি মান্দিদীপ শিল্প এলাকার শিল্পগুলিকেও উপকৃত করবে।
প্রধানমন্ত্রী অমৃত ২.০-এর আওতায় প্রায় ৮৮০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং রাজ্যের বিভিন্ন জেলায় জল সরবরাহ ব্যবস্থার সম্প্রসারণ ও শক্তিশালীকরণের জন্য অন্যান্য প্রকল্পের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী খারগোনে জল সরবরাহ বৃদ্ধির জন্য একটি প্রকল্প দেশের উদ্দেশ্যে উৎসর্গ করবেন।
প্রধানমন্ত্রী মধ্যপ্রদেশে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এই প্রকল্পগুলির উদ্বোধনের মাধ্যমে মধ্যপ্রদেশে পরিকাঠামো, আর্থ-সামাজিক উন্নয়ন এবং জীবনযাত্রার সহজ করে তোলার জন্য প্রধানমন্ত্রীর ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রতিফলিত হয়।
SSS/PM/NS…
(Release ID: 2177734)
Visitor Counter : 5
Read this release in:
Assamese
,
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam