প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

অস্ট্রেলিয়া, ভারত, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতাদের উইলমিংটন ঘোষণার যৌথ বিবৃতি

Posted On: 22 SEP 2024 8:15AM by PIB Kolkata

নতুন দিল্লি ২২ সেপ্টেম্বর ২০২৪

 

আজ, আমরা—অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জোসেফ আর. বাইডেন, জুনিয়র—ডেলাওয়্যারের উইলমিংটনে রাষ্ট্রপতি বাইডেন আয়োজিত চতুর্থ ব্যক্তিগত কোয়াড নেতাদের শীর্ষ সম্মেলনের জন্য মিলিত হয়েছি।

কোয়াডকে নেতা-স্তরের ফর্ম্যাটে উন্নীত করার চার বছর পর, কোয়াড আগের যেকোনো সময়ের তুলনায় আরও কৌশলগতভাবে সমন্বিত এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাস্তব, ইতিবাচক এবং স্থায়ী প্রভাব প্রদানকারী একটি শক্তি। মাত্র চার বছরেরও বেশি সময় ধরে, কোয়াড দেশগুলি একটি গুরুত্বপূর্ণ এবং স্থায়ী আঞ্চলিক গোষ্ঠী তৈরি করেছে যা আগামী কয়েক দশক ধরে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে শক্তিশালী করবে।

আমরা আইনের শাসনের উপর ভিত্তি করে আন্তর্জাতিক শৃঙ্খলা বজায় রাখতে চাই। একসঙ্গে আমরা প্রায় দুই বিলিয়ন মানুষ এবং বিশ্বব্যাপী মোট দেশজ উৎপাদনের এক-তৃতীয়াংশেরও বেশি প্রতিনিধিত্ব করি। আমরা একটি মুক্ত এবং উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি আমাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করি যা অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিস্থাপক। আমাদের সহযোগিতার মাধ্যমে, কোয়াড আমাদের সমস্ত সম্মিলিত শক্তি এবং সম্পদ, সরকার থেকে শুরু করে বেসরকারি ক্ষেত্র এবং জনগণ থেকে জনগণের মধ্যে সম্পর্ক, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জনগণের জন্য বাস্তব সুবিধা প্রদানের মাধ্যমে এই অঞ্চলের টেকসই উন্নয়ন, স্থিতিশীলতা এবং সমৃদ্ধিকে সমর্থন করার জন্য ব্যবহার করছে।

ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চারটি শীর্ষস্থানীয় সামুদ্রিক গণতন্ত্র হিসেবে, আমরা দ্ব্যর্থহীনভাবে এই গতিশীল অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পক্ষে, যা আন্তর্জাতিক নিরাপত্তা ও সমৃদ্ধির একটি অপরিহার্য উপাদান। আমরা বলপ্রয়োগের মাধ্যমে স্থিতাবস্থা পরিবর্তনের চেষ্টা করে এমন যেকোনো অস্থিতিশীল বা একতরফা পদক্ষেপের তীব্র বিরোধিতা করি। আমরা এই অঞ্চলে সাম্প্রতিক অবৈধ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নিন্দা জানাই। সামুদ্রিক অঞ্চলে সাম্প্রতিক বিপজ্জনক এবং আক্রমণাত্মক কর্মকাণ্ডের প্রতি আমরা গুরুতর উদ্বেগ প্রকাশ করি। আমরা এমন একটি অঞ্চল চাই যেখানে কোনও দেশ আধিপত্য বিস্তার করবে না। যেখানে সমস্ত দেশ বলপ্রয়োগ থেকে মুক্ত থাকবে এবং তাদের ভবিষ্যৎ নির্ধারণের জন্য তাদের কর্তৃত্ব প্রয়োগ করতে পারবে। আমরা একটি স্থিতিশীল এবং উন্মুক্ত। আন্তর্জাতিক ব্যবস্থা বজায় রাখার প্রতিশ্রুতিতে ঐক্যবদ্ধ, 
২০২৩ সালের কোয়াড শীর্ষ সম্মেলনে নেতাদের দ্বারা জারি করা ভিশন স্টেটমেন্টের প্রতিফলন ঘটিয়ে, আমরা আমাদের কর্মকাণ্ডে স্বচ্ছতা বজায় রেখেছি এবং ভবিষ্যতেও রাখব। দক্ষিণ-পূর্ব এশিয়ান নেশনস অ্যাসোসিয়েশন প্যাসিফিক আইল্যান্ডস ফোরাম এবং ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন সহ আঞ্চলিক প্রতিষ্ঠানগুলির নেতৃত্বের প্রতি শ্রদ্ধা, কোয়াডের প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে রয়েছে এবং থাকবে।

কল্যাণের জন্য একটি বিশ্বব্যাপী শক্তি

স্বাস্থ্য সুরক্ষা

কোভিড-১৯ অতিমারী বিশ্বকে মনে করিয়ে দিয়েছে যে আমাদের সমাজ, আমাদের অর্থনীতি এবং আমাদের অঞ্চলের স্থিতিশীলতার জন্য স্বাস্থ্য সুরক্ষা কতটা গুরুত্বপূর্ণ। ২০২১ এবং ২০২২ সালে, কোয়াড ভারত-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলিতে ৪০ কোটিরও বেশি নিরাপদ এবং কার্যকর কোভিড-১৯ ডোজ এবং বিশ্বব্যাপী প্রায় ৮০ কোটি টিকা সরবরাহ করার জন্য একত্রিত হয়েছিল এবং নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলিতে টিকা সরবরাহের জন্য কোভ্যাক্স অ্যাডভান্স মার্কেট কমিটমেন্টে ৫.৬ বিলিয়ন ডলার প্রদান করেছিল। ২০২৩ সালে, আমরা কোয়াড স্বাস্থ্য সুরক্ষা অংশীদারিত্ব ঘোষণা করেছি, যার মাধ্যমে কোয়াড অতিমারী প্রস্তুতি প্রশিক্ষণ প্রদান সহ অঞ্চলজুড়ে অংশীদারদের জন্য পরিষেবা প্রদান অব্যাহত রেখেছে।

ভারত প্রশান্তি মহাসাগরীয় অঞ্চলে ৭.৫ মিলিয়ন ডলার মূল্যের এইচপিভি নমুনা কিট, সনাক্তকরণ কিট এবং জরায়ুমুখের ক্যান্সারের টিকা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। 
সামগ্রিকভাবে, আমাদের বৈজ্ঞানিক বিশেষজ্ঞরা মূল্যায়ন করেন যে কোয়াড ক্যান্সার মুনশট আগামী দশকগুলিতে লক্ষ লক্ষ জীবন বাঁচাবে।

মানবিক সহায়তা এবং দুর্যোগ ত্রাণ 

২০০৪ সালের ভারত মহাসাগরের ভূমিকম্প ও সুনামির ২০ বছর পর, যখন কোয়াড প্রথমবারের মতো মানবিক সহায়তা বৃদ্ধির জন্য একত্রিত হয়েছিল, আমরা ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট দুর্বলতা মোকাবিলায় সাড়া দিয়ে যাচ্ছি। ২০২২ সালে, কোয়াড "ভারত-প্রশান্ত মহাসাগরে মানবিক সহায়তা এবং দুর্যোগ ত্রাণ সম্পর্কিত কোয়াড অংশীদারিত্ব" প্রতিষ্ঠা করে এবং ভারত-প্রশান্ত মহাসাগরে এইচএডিআর সম্পর্কিত কোয়াড অংশীদারিত্বের জন্য নির্দেশিকা স্বাক্ষর করে, যা কোয়াড দেশগুলিকে প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি দ্রুত সমন্বয় করতে সক্ষম করে। প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে প্রয়োজনীয় ত্রাণ সরবরাহের পূর্ব-স্থান নির্ধারণ সহ দ্রুত প্রতিক্রিয়া জানাতে প্রস্তুতি নিশ্চিত করার জন্য কাজ করা কোয়াড সরকারগুলিকে আমরা স্বাগত জানাই। 
২০২৪ সালের মে মাসে পাপুয়া নিউ গিনিতে এক মর্মান্তিক ভূমিধসের পর, কোয়াড অংশীদাররা সম্মিলিতভাবে ৫ মিলিয়ন ডলারেরও বেশি মানবিক সহায়তা প্রদান করে। টাইফুন ইয়াগির ধ্বংসাত্মক পরিণতির আলোকে ভিয়েতনামের জনগণকে সহায়তা করার জন্য কোয়াড অংশীদাররা ৪ মিলিয়ন ডলারেরও বেশি মানবিক সহায়তা প্রদানের জন্য একসঙ্গে কাজ করছে। কোয়াড তাদের দীর্ঘমেয়াদী স্থিতিস্থাপকতা প্রচেষ্টায় এই অঞ্চলে অংশীদারদের সমর্থন অব্যাহত রেখেছে।

সামুদ্রিক নিরাপত্তা

২০২২ সালে, আমরা ইন্দো-প্যাসিফিক পার্টনারশিপ ফর মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস ঘোষণা করেছি যাতে এই অঞ্চলের অংশীদারদের কাছে প্রায় বাস্তব-সময়ে, সমন্বিত এবং সাশ্রয়ী মূল্যে সামুদ্রিক ডোমেইন সচেতনতা তথ্য প্রদান করা যায়। তারপর থেকে, অংশীদারদের সঙ্গে পরামর্শ করে, আমরা সফলভাবে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে কর্মসূচিটি প্রসারিত করেছি। 

আজ আমরা একটি নতুন আঞ্চলিক মেরিটাইম ইনিশিয়েটিভ ফর ট্রেনিং ইন দ্য ইন্দো-প্যাসিফিক ঘোষণা করছি, যার মাধ্যমে এই অঞ্চলে আমাদের অংশীদাররা আইপিএমডিএ এবং অন্যান্য কোয়াড অংশীদার উদ্যোগের মাধ্যমে প্রদত্ত সরঞ্জামগুলিকে সর্বাধিক করতে, তাদের জলসীমা পর্যবেক্ষণ এবং সুরক্ষিত করতে, তাদের আইন প্রয়োগ করতে এবং বেআইনি আচরণ রোধ করতে সক্ষম হবে। 

ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে অসামরিক প্রতিক্রিয়া আরও দ্রুত এবং দক্ষতার সঙ্গে সমর্থন করার জন্য, আমাদের দেশগুলির মধ্যে ভাগ করা বিমান পরিবহন ক্ষমতা অনুসরণ এবং আমাদের সম্মিলিত সরবরাহ শক্তিকে কাজে লাগানোর জন্য, আমরা আজ একটি কোয়াড ভারত-প্রশান্ত মহাসাগরীয় লজিস্টিকস নেটওয়ার্ক পাইলট প্রকল্প চালু করার ঘোষণা দিচ্ছি।

মানসম্মত পরিকাঠামো

কোয়াড মানসম্পন্ন, স্থিতিস্থাপক পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে এই অঞ্চলের সংযোগ উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আমরা আনন্দের সঙ্গে "Quad Ports of the Future Partnership" ঘোষণা করছি, যা আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সহযোগিতায় ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে সুস্থায়ী এবং স্থিতিশীল বন্দর পরিকাঠামো উন্নয়নে সহায়তা করার জন্য কোয়াডের দক্ষতা কাজে লাগাবে। ২০২৫ সালে, আমরা মুম্বইতে ভারতের আয়োজনে একটি Quad Regional Ports and Transportation Conference আয়োজন করার পরিকল্পনা করছি। এই নতুন অংশীদারিত্বের মাধ্যমে, কোয়াড অংশীদাররা ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে মানসম্পন্ন বন্দর পরিকাঠামোতে সরকারী ও বেসরকারী ক্ষেত্রের বিনিয়োগকে একত্রিত করার জন্য সমন্বয়, তথ্য বিনিময়, সর্বোত্তম অনুশীলন ভাগ করে নেওয়ার এবং সম্পদের সদ্ব্যবহার করার লক্ষ্যে কাজ করবে।

আমরা ২,২০০ জনেরও বেশি বিশেষজ্ঞের কাছে কোয়াড ইনফ্রাস্ট্রাকচার ফেলোশিপ সম্প্রসারণের প্রশংসা করি এবং লক্ষ্য করি যে, গত বছরের শীর্ষ সম্মেলনে এই উদ্যোগ ঘোষণার পর থেকে কোয়াড অংশীদাররা ইতিমধ্যেই ১,৩০০ টিরও বেশি ফেলোশিপ প্রদান করেছে। আমরা ভারতে দুর্যোগ প্রতিরোধী পরিকাঠামোর জন্য জোট কর্তৃক আয়োজিত কর্মশালারও প্রশংসা করি, যা বিদ্যুৎ ক্ষেত্রের স্থিতিস্থাপকতা জোরদার করার জন্য ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে অংশীদারদের ক্ষমতায়নের জন্য কাজ করে।

কেবল সংযোগ এবং স্থিতিস্থাপকতার জন্য কোয়াড অংশীদারিত্বের মাধ্যমে, আমরা ভারত-প্রশান্ত মহাসাগরীয়  অঞ্চলে মানসম্পন্ন সমুদ্রতলের কেবল নেটওয়ার্কগুলিকে সমর্থন এবং শক্তিশালী করে চলেছি, যার ক্ষমতা, স্থায়িত্ব এবং নির্ভরযোগ্যতা এই অঞ্চল এবং বিশ্বের নিরাপত্তা এবং সমৃদ্ধির সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। 
কোয়াড অংশীদারদের কেবল প্রকল্পে বিনিয়োগ ২০২৫ সালের শেষ নাগাদ সমস্ত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলিকে প্রাথমিক টেলিযোগাযোগ কেবল সংযোগ অর্জনে সহায়তা করবে। গত কোয়াড লিডার্স সামিটের পর থেকে, কোয়াড অংশীদাররা প্রশান্ত মহাসাগরে সমুদ্রের নীচে কেবল নির্মাণের জন্য ১৪০ মিলিয়ন ডলারেরও বেশি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে, পাশাপাশি অন্যান্য সমমনা অংশীদারদের অবদানও রয়েছে। নতুন সমুদ্রের নীচে কেবলগুলিতে এই বিনিয়োগের পরিপূরক হিসেবে, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সমুদ্রের নীচে কেবল রক্ষণাবেক্ষণ এবং মেরামতের ক্ষমতা সম্প্রসারণ পরীক্ষা করার জন্য একটি সম্ভাব্যতা অধ্যয়ন কমিশন করেছে।

আমরা প্রশান্ত মহাসাগরীয় মানসম্পন্ন পরিকাঠামো নীতিমালার প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করছি, যা পরিকাঠামোর উপর প্রশান্ত মহাসাগরীয় কণ্ঠস্বরের প্রকাশ।

ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমাদের ভাগ করা সমৃদ্ধি এবং সুস্থায়ী উন্নয়নকে এগিয়ে নিতে আমরা একটি অন্তর্ভুক্তিমূলক, উন্মুক্ত, টেকসই, ন্যায্য, নিরাপদ, নির্ভরযোগ্য এবং সুরক্ষিত ডিজিটাল ভবিষ্যতের প্রতি আমাদের প্রতিশ্রুতির উপর জোর দিচ্ছি। 

সমালোচনামূলক এবং উদীয়মান প্রযুক্তি

আজ, আমরা বৃহত্তর ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিশ্বস্ত প্রযুক্তিগত সমাধান প্রদানের জন্য আমাদের অংশীদারিত্বের একটি উচ্চাভিলাষী সম্প্রসারণ ঘোষণা করতে পেরে গর্বিত।

গত বছর, কোয়াড অংশীদাররা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পালাউতে প্রথম ওপেন রেডিও অ্যাক্সেস নেটওয়ার্ক স্থাপনের জন্য একটি যুগান্তকারী উদ্যোগ শুরু করে, যাতে একটি নিরাপদ, স্থিতিস্থাপক এবং আন্তঃসংযুক্ত টেলিযোগাযোগ বাস্তুতন্ত্রকে সমর্থন করা যায়। তারপর থেকে, কোয়াড এই প্রচেষ্টায় প্রায় ২০ মিলিয়ন ডলার প্রতিশ্রুতি দিয়েছে।

দেশব্যাপী ফাইভ-জি স্থাপনের জন্য দেশের প্রস্তুতি নিশ্চিত করতে কোয়াড অংশীদাররা টুভালু টেলিকমিউনিকেশন কর্পোরেশনের সঙ্গে সহযোগিতার চেষ্টাও করবে।

আমরা আমাদের পরিপূরক শক্তির আরও ভাল ব্যবহারের মাধ্যমে সেমিকন্ডাক্টরগুলিতে আমাদের সহযোগিতাকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে একটি বৈচিত্র্যময় এবং প্রতিযোগিতামূলক বাজার বাস্তবায়িত করা যায় এবং কোয়াডের সেমিকন্ডাক্টর সরবরাহ শৃঙ্খলের স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায়। সেমিকন্ডাক্টর সরবরাহ শৃঙ্খল কন্টিনজেন্সি নেটওয়ার্কের জন্য কোয়াড দেশগুলির মধ্যে সহযোগিতার একটি স্মারকলিপিকে আমরা স্বাগত জানাই।

গত বছরের শীর্ষ সম্মেলনে ঘোষিত "অ্যাডভান্সিং ইনোভেশনস ফর এমপাওয়ারিং নেক্সটজেন এগ্রিকালচার উদ্যোগের মাধ্যমে, আমাদের সরকারগুলি কৃষি পদ্ধতির রূপান্তর এবং ইন্দো-প্যাসিফিক জুড়ে কৃষকদের ক্ষমতায়নের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স এবং সেন্সিং ব্যবহার করে অগ্রণী-প্রান্তের সহযোগিতামূলক গবেষণাকে আরও গভীর করছে। আমরা যৌথ গবেষণার জন্য ৭.৫ মিলিয়ন ডলারের বেশি তহবিলের কথা  ঘোষণা করতে পেরে আনন্দিত। 
মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত এবং জাপান কোয়াড বায়োএক্সপ্লোর উদ্যোগ চালু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
জলবায়ু সংকটের ফলে সৃষ্ট গুরুতর অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত পরিণতির উপর জোর দেওয়ার সঙ্গে সঙ্গে, আমরা ভারত-প্রশান্ত মহাসাগরীয়  অংশীদারদের সঙ্গে একসঙ্গে কাজ চালিয়ে যাচ্ছি, যার মধ্যে রয়েছে কোয়াড ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন অ্যান্ড মিটিগেশন প্যাকেজ-এর মাধ্যমে, জলবায়ু এবং পরিষ্কার জ্বালানি সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি, অভিযোজন এবং স্থিতিস্থাপকতা বৃদ্ধি করা। আমরা আমাদের জনগণ, আমাদের গ্রহ এবং আমাদের ভাগ করা সমৃদ্ধির জন্য একটি পরিষ্কার জ্বালানি অর্থনীতিতে রূপান্তরের উল্লেখযোগ্য সুবিধাগুলির উপর জোর দিই। 

আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে জ্বালানি দক্ষতা বৃদ্ধির জন্য একটি কেন্দ্রীভূত কোয়াড প্রচেষ্টার মাধ্যমে জলবায়ু-ঝুঁকিপূর্ণ সম্প্রদায়গুলিকে ক্রমবর্ধমান তাপমাত্রার সঙ্গে খাপ খাইয়ে নিতে সক্ষম করার জন্য উচ্চ-দক্ষতাসম্পন্ন সাশ্রয়ী মূল্যের শীতল ব্যবস্থা স্থাপন এবং উৎপাদন করা হবে, একই সঙ্গে বিদ্যুৎ গ্রিডের উপর চাপ কমানো হবে।

জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলা এবং বন্দর পরিকাঠামোর স্থিতিস্থাপকতা এবং স্থায়িত্ব নিশ্চিত করার জন্য আমরা যৌথভাবে আমাদের প্রতিশ্রুতি নিশ্চিত করছি। কোয়াড অংশীদাররা আমাদের শিক্ষা এবং দক্ষতাকে কাজে লাগিয়ে টেকসই এবং স্থিতিস্থাপক বন্দর পরিকাঠামোর দিকে একটি পথ তৈরি করবে, যার মধ্যে রয়েছে কোয়ালিশন ফর ডিজাস্টার রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার।

সাইবার ক্ষেত্রে নিরাপত্তা পরিবেশের অবনতির প্রেক্ষাপটে, কোয়াড দেশগুলি রাষ্ট্র-মদতপুষ্ট ব্যক্তি, সাইবার অপরাধী এবং অন্যান্য অ-রাষ্ট্রীয় দূষিত ব্যক্তিদের দ্বারা সৃষ্ট সাধারণ হুমকি মোকাবিলায় আমাদের সাইবার নিরাপত্তা অংশীদারিত্বকে আরও উন্নত করার ইচ্ছা পোষণ করে। আমাদের দেশগুলি বৃহত্তর হুমকি তথ্য ভাগাভাগি এবং সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের যৌথ নেটওয়ার্ক প্রতিরক্ষা বৃদ্ধি এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির জন্য দৃঢ় পদক্ষেপ গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা দুর্বলতাগুলি চিহ্নিত করার জন্য যৌথ প্রচেষ্টা সমন্বয় করার, জাতীয় নিরাপত্তা নেটওয়ার্ক এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামো নেটওয়ার্কগুলিকে সুরক্ষিত করার এবং কোয়াডের ভাগ করা অগ্রাধিকারগুলিকে প্রভাবিত করে এমন উল্লেখযোগ্য সাইবার নিরাপত্তা ঘটনাগুলির নীতিগত প্রতিক্রিয়া সহ আরও ঘনিষ্ঠভাবে সমন্বয় করার পরিকল্পনা করছি।

কোয়াড দেশগুলি সফটওয়্যার নির্মাতা, শিল্প বাণিজ্য গোষ্ঠী এবং গবেষণা কেন্দ্রগুলির সঙ্গেও অংশীদারিত্ব করছে যাতে কোয়াডের ২০২৩ সালের সিকিউর সফটওয়্যার জয়েন্ট নীতিমালায় অনুমোদিত নিরাপদ সফটওয়্যার উন্নয়ন মান এবং সার্টিফিকেশন অনুসরণের জন্য আমাদের প্রতিশ্রুতি সম্প্রসারিত করা যায়। আমরা এই মানগুলিকে সামঞ্জস্যপূর্ণ করার জন্য কাজ করব যাতে কেবল সরকারি নেটওয়ার্কগুলির জন্য সফ্টওয়্যারের উন্নয়ন, ক্রয় এবং শেষ-ব্যবহার আরও সুরক্ষিত হয় তা নিশ্চিত করা যায় না, বরং আমাদের সরবরাহ শৃঙ্খল, ডিজিটাল অর্থনীতি এবং সমাজের সাইবার স্থিতিস্থাপকতা সম্মিলিতভাবে উন্নত হয়। 
আমরা ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মহাকাশ-সম্পর্কিত প্রয়োগ এবং প্রযুক্তির অপরিহার্য অবদানকে স্বীকৃতি দিচ্ছি। আমাদের ৪টি দেশ জলবায়ু পূর্বাভাস ব্যবস্থা শক্তিশালী করতে এবং চরম আবহাওয়ার প্রভাবগুলি আরও ভালভাবে পরিচালনা করতে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলিকে সহায়তা করার জন্য পৃথিবী পর্যবেক্ষণ তথ্য এবং অন্যান্য মহাকাশ-সম্পর্কিত প্রয়োগ সরবরাহ অব্যাহত রাখার ইচ্ছা পোষণ করে। এই প্রেক্ষাপটে, চরম আবহাওয়ার ঘটনা এবং জলবায়ুর প্রভাবের মহাকাশ-ভিত্তিক পর্যবেক্ষণের জন্য উন্মুক্ত বিজ্ঞানের ধারণাকে সমর্থন করার জন্য মরিশাসের জন্য ভারতের একটি মহাকাশ-ভিত্তিক ওয়েব পোর্টাল প্রতিষ্ঠাকে আমরা স্বাগত জানাই।

কোয়াড আমাদের জনগণ এবং আমাদের অংশীদারদের মধ্যে গভীর এবং স্থায়ী সম্পর্ক জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। কোয়াড ফেলোশিপের মাধ্যমে, আমরা পরবর্তী প্রজন্মের বিজ্ঞান, প্রযুক্তি এবং নীতিনির্ধারকদের একটি নেটওয়ার্ক তৈরি করছি। কোয়াড ফেলোশিপ বাস্তবায়নের নেতৃত্বদানকারী ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল এডুকেশনের সঙ্গে একসঙ্গে, কোয়াড সরকারগুলি কোয়াড ফেলোদের দ্বিতীয় দল এবং প্রথমবারের মতো আসিয়ান দেশগুলির শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার জন্য প্রোগ্রামের সম্প্রসারণকে স্বাগত জানায়। জাপান সরকার কোয়াড ফেলোদের জাপানে পড়াশোনা করার সুযোগ করে দেওয়ার জন্য এই প্রোগ্রামটিকে সমর্থন করছে। কোয়াড গুগল, প্র্যাট ফাউন্ডেশন এবং ওয়েস্টার্ন ডিজিটাল-সহ পরবর্তী দলগুলির জন্য বেসরকারি খাতের অংশীদারদের উদার সহায়তাকে স্বাগত জানায়।

আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করা

আমরা পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন, এই অঞ্চলের প্রধান নেতা-নেতৃত্বাধীন কৌশলগত সংলাপ ফোরাম এবং আসিয়ান আঞ্চলিক ফোরাম-সহ আসিয়ানের আঞ্চলিক নেতৃত্বের ভূমিকার উপর জোর দিচ্ছি। আসিয়ানের ব্যাপক কৌশলগত অংশীদার হিসেবে, আমাদের চারটি দেশ আসিয়ানের সঙ্গে আমাদের নিজ নিজ সম্পর্ক জোরদার করতে এবংএওআইপি-এর সমর্থনে বৃহত্তর কোয়াড সহযোগিতার সুযোগ খুঁজতে চায়।

ভারত মহাসাগর অঞ্চলে সহযোগিতা জোরদার করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই অঞ্চলের চ্যালেঞ্জ মোকাবেলায় ভারত মহাসাগর অঞ্চলের প্রধান ফোরাম হিসেবে আইওআরও-কে আমরা দৃঢ়ভাবে সমর্থন করি। 

নেতা হিসেবে, আমরা আমাদের দৃঢ় বিশ্বাসে অটল যে সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা এবং সামুদ্রিক ক্ষেত্রে শান্তি, নিরাপত্তা, নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখা সহ আন্তর্জাতিক আইন ভারত-প্রশান্ত মহাসাগরের টেকসই উন্নয়ন এবং সমৃদ্ধির ভিত্তি। আমরা আন্তর্জাতিক আইন মেনে চলার গুরুত্বের উপর জোর দিই, বিশেষ করে জাতিসংঘের সমুদ্র আইন কনভেনশন প্রতিফলিত হয়েছে, যাতে বিশ্বব্যাপী সামুদ্রিক নিয়ম-ভিত্তিক শৃঙ্খলার প্রতি চ্যালেঞ্জ মোকাবিলা করা যায়, যার মধ্যে সামুদ্রিক দাবির ক্ষেত্রেও রয়েছে। আমরা পূর্ব এবং দক্ষিণ চীন সাগরের পরিস্থিতি নিয়ে গুরুতরভাবে উদ্বিগ্ন। আমরা বিতর্কিত স্থানগুলির সামরিকীকরণ এবং দক্ষিণ চীন সাগরে জোরপূর্বক এবং ভীতিপ্রদর্শক কৌশল সম্পর্কে আমাদের গুরুতর উদ্বেগ প্রকাশ করে চলেছি। আমরা উপকূলরক্ষী বাহিনী এবং সামুদ্রিক মিলিশিয়া জাহাজের বিপজ্জনক ব্যবহারের নিন্দা জানাই, যার মধ্যে বিপজ্জনক কৌশলের ক্রমবর্ধমান ব্যবহারও অন্তর্ভুক্ত। আমরা অন্যান্য দেশের অফশোর সম্পদ শোষণ কার্যকলাপ ব্যাহত করার প্রচেষ্টারও বিরোধিতা করি। আমরা পুনরায় নিশ্চিত করি যে সামুদ্রিক বিরোধ শান্তিপূর্ণভাবে এবং আন্তর্জাতিক আইন অনুসারে সমাধান করা উচিত। 

আমাদের আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীদারদের সঙ্গে একসঙ্গে, আমরা বিশ্বব্যাপী শান্তি, সমৃদ্ধি এবং টেকসই উন্নয়নের ভিত্তি স্থাপনকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং উদ্যোগগুলিকে সমর্থন করে চলেছি। আমরা রাষ্ট্রসংঘ সনদ এবং রাষ্ট্রসংঘ ব্যবস্থার তিনটি স্তম্ভের প্রতি আমাদের অটল সমর্থন পুনর্ব্যক্ত করি। আমাদের অংশীদারদের সঙ্গে পরামর্শ করে, আমরা রাষ্ট্রসংঘ, এর সনদ এবং এর সংস্থাগুলির একতরফাভাবে অখণ্ডতাকে ক্ষুণ্ন করার প্রচেষ্টা মোকাবিলা করার জন্য সম্মিলিতভাবে কাজ করব। 
আমরা আন্তর্জাতিক আইন মেনে চলার এবং জাতিসংঘ সনদের নীতির প্রতি শ্রদ্ধার পক্ষে, যার মধ্যে রয়েছে আঞ্চলিক অখণ্ডতা, সকল রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং বিরোধের শান্তিপূর্ণ সমাধান। আমরা ইউক্রেনে চলমান যুদ্ধের ভয়াবহ ও মর্মান্তিক মানবিক পরিণতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমরা প্রত্যেকেই ইউক্রেন সফর করেছি এবং এটি প্রত্যক্ষভাবে দেখেছি; আমরা রাষ্ট্রসংঘ সনদের উদ্দেশ্য ও নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ একটি ব্যাপক, ন্যায্য এবং স্থায়ী শান্তির প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করছি, যার মধ্যে রয়েছে সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা। আমরা বিশ্বব্যাপী খাদ্য ও জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে, বিশেষ করে উন্নয়নশীল এবং স্বল্পন্নত দেশগুলির ক্ষেত্রে ইউক্রেনের যুদ্ধের নেতিবাচক প্রভাবগুলিও লক্ষ্য করি। এই যুদ্ধের প্রেক্ষাপটে, আমরা এই দৃষ্টিভঙ্গি ভাগ করি যে পারমাণবিক অস্ত্রের ব্যবহার বা ব্যবহারের হুমকি অগ্রহণযোগ্য। আমরা আন্তর্জাতিক আইন বজায় রাখার গুরুত্বের উপর জোর দিই এবং রাষ্ট্রসংঘ সনদের সঙ্গে সামঞ্জস্য রেখে, পুনর্ব্যক্ত করি যে সমস্ত রাষ্ট্রকে যেকোনো রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বলপ্রয়োগের হুমকি বা শক্তি প্রয়োগ থেকে বিরত থাকতে হবে।

আমরা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাব লঙ্ঘন করে উত্তর কোরিয়ার অস্থিতিশীল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং পারমাণবিক অস্ত্রের অব্যাহত প্রচেষ্টার নিন্দা জানাই। এই উৎক্ষেপণগুলি আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি। 
রাখাইন রাজ্য-সহ মায়ানমারের রাজনৈতিক, নিরাপত্তা এবং মানবিক পরিস্থিতির অবনতিতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন এবং আবারও হিংসা বন্ধ, অন্যায়ভাবে এবং নির্বিচারে আটক সকলের মুক্তি, নিরাপদ এবং অবাধ মানবিক প্রবেশাধিকার, সকল অংশীদারদের মধ্যে গঠনমূলক এবং অন্তর্ভুক্তিমূলক সংলাপের মাধ্যমে সংকটের সমাধান এবং অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের পথে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। আমরা আসিয়ান-নেতৃত্বাধীন প্রচেষ্টার প্রতি আমাদের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছি, যার মধ্যে আসিয়ান চেয়ার এবং মিয়ানমার বিষয়ক আসিয়ান চেয়ারের বিশেষ দূতের কাজ অন্তর্ভুক্ত। আমরা আসিয়ান পাঁচ-দফা ঐক্যমত্যের অধীনে সমস্ত প্রতিশ্রুতি পূর্ণ বাস্তবায়নের আহ্বান জানাই। চলমান সংঘাত এবং অস্থিতিশীলতা এই অঞ্চলের জন্য গুরুতর প্রভাব ফেলছে, যার মধ্যে রয়েছে সাইবার অপরাধ, অবৈধ মাদক ব্যবসা এবং মানব পাচারের মতো আন্তর্জাতিক অপরাধ বৃদ্ধি। আমরা সমস্ত রাষ্ট্রের কাছে অস্ত্র এবং জেট জ্বালানি-সহ দ্বৈত-ব্যবহারের উপকরণের প্রবাহ রোধ করার জন্য আমাদের আবেদন পুনর্ব্যক্ত করছি। আমরা মায়ানমারের জনগণের প্রতি আমাদের সমর্থনে দৃঢ়প্রতিজ্ঞ। মায়ানমারের জনগণের নেতৃত্বে এবং মায়ানমারকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় সংকটের সুস্থায়ী সমাধান খুঁজে বের করার জন্য বাস্তবসম্মত ও গঠনমূলক উপায়ে সকল অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিবদ্ধ।

আমরা সকল রাষ্ট্রকে মহাকাশের নিরাপদ, শান্তিপূর্ণ, দায়িত্বশীল এবং সুস্থায়ী ব্যবহারে অবদান রাখার আহ্বান জানাই। আমরা আন্তর্জাতিক সহযোগিতা এবং স্বচ্ছতা বৃদ্ধির পাশাপাশি সকল রাষ্ট্রের জন্য মহাকাশের নিরাপত্তা উন্নত করার লক্ষ্যে আত্মবিশ্বাস তৈরির পদক্ষেপ গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ। 
কোয়াড তাদের কাউন্টারিং ডিসইনফরমেশন ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে একটি স্থিতিশীল তথ্য পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে, যার মধ্যে রয়েছে মিডিয়ার স্বাধীনতাকে সমর্থন করা এবং বিদেশী তথ্য কারসাজি এবং হস্তক্ষেপ, যার মধ্যে রয়েছে ডিসইনফরমেশন, যা আস্থা নষ্ট করে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে বিরোধের বীজ বপন করে, মোকাবিলা করা। আমরা স্বীকার করি যে এই কৌশলগুলি দেশীয় এবং আন্তর্জাতিক স্বার্থে হস্তক্ষেপ করার উদ্দেশ্যে তৈরি, এবং আমরা আমাদের আঞ্চলিক অংশীদারদের সঙ্গে একসঙ্গে আমাদের সম্মিলিত দক্ষতা এবং প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা কাজে লাগাতে প্রতিশ্রুতিবদ্ধ। 
আমরা সন্ত্রাসবাদ এবং সহিংস চরমপন্থার সকল রূপ এবং প্রকাশের, যার মধ্যে সীমান্তবর্তী সন্ত্রাসবাদও অন্তর্ভুক্ত, নিন্দা জানাই। আমরা আন্তর্জাতিক সহযোগিতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে সন্ত্রাসবাদ এবং সহিংস চরমপন্থার দ্বারা সৃষ্ট হুমকি, যার মধ্যে সন্ত্রাসবাদের উদ্দেশ্যে নতুন এবং উদীয়মান প্রযুক্তি ব্যবহারের ফলে সৃষ্ট হুমকি অন্তর্ভুক্ত, প্রতিরোধ, সনাক্তকরণ এবং প্রতিক্রিয়া জানাতে তাদের সক্ষমতা জোরদার করার জন্য আমাদের আঞ্চলিক অংশীদারদের সঙ্গে একটি বিস্তৃত এবং টেকসই পদ্ধতিতে কাজ করব। আমরা এই ধরনের সন্ত্রাসী হামলার অপরাধীদের জবাবদিহিতা বৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা মুম্বই এবং পাঠানকোটে ২৬/১১ হামলা সহ সন্ত্রাসী হামলার নিন্দা এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১২৬৭ নিষেধাজ্ঞা কমিটি কর্তৃক যথাযথভাবে চিহ্নিতকরণের জন্য আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করি। 
মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা অর্জনে আমাদের আগ্রহ রয়েছে। আমরা ৭ অক্টোবর, ২০২৩ তারিখের সন্ত্রাসী হামলার নিন্দা জানাই। গাজায় ব্যাপক অসামরিক মানুষের প্রাণহানি এবং মানবিক সংকট গ্রহণযোগ্য নয়। আমরা হামাস কর্তৃক আটক সকলের মুক্তি নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছি। 
আমরা লোহিত সাগর এবং এডেন উপসাগর দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক ও বাণিজ্যিক জাহাজের উপর হাউথি এবং তাদের সমর্থকদের চলতি আক্রমণের নিন্দা জানাই, যা এই অঞ্চলকে অস্থিতিশীল করছে, নৌচলাচল অধিকার, স্বাধীনতা এবং বাণিজ্য প্রবাহকে বাধাগ্রস্ত করছে এবং জাহাজ এবং নাবিক-সহ যাত্রীদের নিরাপত্তাকে বিপন্ন করছে।

আমরা, কোয়াড নেতারা, আমাদের ভবিষ্যৎ নির্ধারণে এবং আমরা সকলেই যে অঞ্চলে বাস করতে চাই তা গঠনে ইন্দো-প্যাসিফিক দেশগুলির সঙ্গে অংশীদারিত্বে কাজ করার জন্য নিবেদিতপ্রাণ।

ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য স্থায়ী অংশীদার

গত চার বছরে, কোয়াড নেতারা ৬ বার একসঙ্গে দেখা করেছেন, যার মধ্যে দুবার ভার্চুয়ালি এবং কোয়াডের বিদেশ মন্ত্রীরা গত পাঁচ বছরে আটবার দেখা করেছেন। কোয়াড দেশের প্রতিনিধিরা নিয়মিতভাবে সকল স্তরে, চার দেশের বিস্তৃত কূটনৈতিক নেটওয়ার্কের রাষ্ট্রদূতদের মধ্যে, একে অপরের সঙ্গে পরামর্শ করার জন্য, ভাগ করা অগ্রাধিকারগুলিকে এগিয়ে নেওয়ার জন্য ধারণা বিনিময় করার জন্য এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে অংশীদারদের সঙ্গে এবং তাদের জন্য সুবিধা প্রদানের জন্য একসঙ্গে মিলিত হন। আমরা আমাদের বাণিজ্য ও শিল্প মন্ত্রীদের আগামী মাসগুলিতে প্রথমবারের মতো দেখা করার প্রস্তুতি নিতে স্বাগত জানাই। 
আমাদের সরকার ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কোয়াড অগ্রাধিকারের জন্য শক্তিশালী তহবিল নিশ্চিত করার জন্য আমাদের নিজ নিজ বাজেট প্রক্রিয়ার মধ্য দিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। 
আমরা ২০২৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্র আয়োজিত পরবর্তী কোয়াড বিদেশ মন্ত্রীদের বৈঠক এবং ২০২৫ সালে ভারত আয়োজিত পরবর্তী কোয়াড নেতাদের শীর্ষ সম্মেলনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। 


*****

SSS/PM/CS…


(Release ID: 2177664) Visitor Counter : 10