প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি উত্তরপ্রদেশের বারাণসীতে আরজে শঙ্করা চক্ষু হাসপাতালের উদ্বোধন করেছেন৷
Posted On:
20 OCT 2024 5:24PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২০ অক্টোবর, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উত্তর প্রদেশের বারাণসীতে আরজে শঙ্কর চক্ষু হাসপাতাল উদ্বোধন করেছেন। হাসপাতালটি বিভিন্ন চোখের রোগের চিকিৎসা এবং ব্যাপক পরামর্শ প্রদানকারী। শ্রী মোদী অনুষ্ঠানে আয়োজিত প্রদর্শনীটিও ঘুরে দেখেন।
প্রধানমন্ত্রী তাঁর ভাষণে উল্লেখ করেন যে কাশী ভ্রমণ একটি পুণ্য ও আধ্যাত্মিক অভিজ্ঞতা। তিনি কাশীর মানুষ, সাধু-সন্ত ও দানশীল ব্যক্তিদের উপস্থিতি এবং পরমপূজ্য শঙ্করাচার্য জির দর্শন ও প্রসাদ গ্রহণের কথা উল্লেখ করেন। তিনি আরজে শঙ্কর চক্ষু হাসপাতালের উদ্বোধনকে আভাস দেন, যা বৃদ্ধ, যুবক- সকলকে দৃষ্টিশক্তি প্রদান করবে এবং দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করবে। হাসপাতালটি নতুন কর্মসংস্থান এবং শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের সুযোগও তৈরি করবে।
প্রধানমন্ত্রী শঙ্কর আই ফাউন্ডেশন ও প্রয়াত রাকেশ ঝুনঝুনওয়ালার অবদানের কথা স্মরণ করেন। তিনি উল্লেখ করেন যে, কাশী ও উত্তরপ্রদেশের স্বাস্থ্য পরিষেবা গত দশকে ব্যাপকভাবে উন্নত হয়েছে, যা ক্যান্সার, ডায়ালাইসিস ও অন্যান্য রোগীদের জন্য সুবিধাজনক। তিনি বলেন, পূর্বাঞ্চলে স্বাস্থ্য পরিষেবা আগে অবহেলিত ছিল, কিন্তু এখন সেখানে ১০০টির বেশি চিকিৎসা কেন্দ্র ও কয়েক হাজার শয্যা এবং আয়ুষ্মান আরোগ্য মন্দির প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি ভারতের স্বাস্থ্যসেবা কৌশলের পাঁচটি স্তম্ভ তুলে ধরেন: প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, রোগ নির্ণয়, সস্তা চিকিৎসা ও ওষুধ, উন্নত হাসপাতাল ও ডাক্তার এবং প্রযুক্তি ব্যবহার। তিনি টিকাকরণ, ই-সঞ্জীবনী অ্যাপ, ডিজিটাল স্বাস্থ্য আইডি এবং ড্রোন প্রযুক্তির কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী আত্মবিশ্বাস প্রকাশ করেন যে সুস্থ তরুণ প্রজন্ম ভারতের উন্নয়ন সুনিশ্চিত করবে। তিনি ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের রাজ্যপাল শ্রীমতী আনন্দীবেন প্যাটেল এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথ এবং কাঞ্চি কামাকোটি পীঠমের জগদগুরু পীঠাধিপতি, কাঞ্চিপুরম, শ্রী শঙ্করা বিজয়েন্দ্র সরস্বতী।
SSS/SB/NS….
(Release ID: 2177507)
Visitor Counter : 6
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam