প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

বারাণসীতে আরজে শঙ্করা চক্ষু হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বাংলা অনুবাদ

प्रविष्टि तिथि: 20 OCT 2024 6:13PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২০ অক্টোবর, ২০২৪

 

হর হর মহাদেব!

শ্রী কাঞ্চী কামাকোটি পীঠমের শঙ্করাচার্য, শ্রদ্ধেয় জগৎগুরু শ্রী শঙ্কর বিজয়েন্দ্র সরস্বতী; উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল; মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথ; উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক জি; শঙ্করা আই ফাউন্ডেশনের আর ভি রামানি; ডঃ এস ভি বালাসুব্রামণিয়াম; শ্রী মুরলী কৃষ্ণমূর্তি; রেখা ঝুনঝুনওয়ালা; এবং সংগঠনের অন্যান্য সকল বিশিষ্ট সদস্য, ভদ্রমহিলা ও ভদ্রলোকগণ!

এই পবিত্র মাসে কাশী ভ্রমণ একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা। শঙ্করাচার্য জি-র আশীর্বাদে আজ কাশী এবং পূর্বাঞ্চলে নতুন আরজে শঙ্করা চক্ষু হাসপাতাল উদ্বোধন করা হয়েছে। এটি বয়স্কদের সেবা দেবে, শিশুদের দৃষ্টি ফিরিয়ে দেবে এবং দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করবে। এই হাসপাতাল যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করেছে।

আমি অতীতেও শঙ্করা চক্ষু ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত থেকেছি এবং আজও গুরুদের আশীর্বাদে এই উদ্যোগে অংশ নিতে পেরে আনন্দিত। কাশী ধর্ম ও সংস্কৃতির কেন্দ্র হওয়ার পাশাপাশি এখন উত্তরপ্রদেশ ও পূর্বাঞ্চলের স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবেও স্বীকৃতি পাচ্ছে। বিগত দশকে এখানে অসংখ্য হাসপাতাল, বিশেষায়িত স্বাস্থ্যকেন্দ্র এবং ক্যান্সার চিকিৎসা সুবিধা চালু হয়েছে।

একবিংশ শতাব্দীর নতুন ভারত স্বাস্থ্যসেবায় পাঁচটি স্তম্ভে কাজ করছে: প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, সময়মতো রোগ নির্ণয়, সাশ্রয়ী চিকিৎসা ও সস্তা ওষুধ, ছোট শহরে মানসম্পন্ন চিকিৎসা, এবং প্রযুক্তির মাধ্যমে অ্যাক্সেস বৃদ্ধি। দেশে ৭.৫ কোটিরও বেশি মানুষ বিনামূল্যে চিকিৎসার সুবিধা পেয়েছে এবং ডিজিটাল স্বাস্থ্য প্ল্যাটফর্ম ও ড্রোন প্রযুক্তি ব্যবহার করে স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে।

বন্ধুরা,

একটি উন্নত ভারতের স্বপ্ন অর্জনের জন্য একটি সুস্থ এবং সক্ষম তরুণ প্রজন্ম অপরিহার্য। এই মিশনে আমরা শ্রদ্ধেয় পূজ্য শঙ্করাচার্য জির সহযোগিতা পেয়ে অত্যন্ত আনন্দিত। আমি বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করি যে ‘সুস্থ ও সক্ষম ভারত’-এর এই আন্দোলন আরও শক্তিশালী হোক। আজ, যখন আমি পূজ্য শঙ্করাচার্য জির পায়ের কাছে বসে আছি, তখন আমার শৈশবের স্মৃতি মনে পড়ছে। আমি যখন ছোট ছিলাম, তখন আমার গ্রামের একজন ডাক্তার প্রতি বছর এক মাসের জন্য স্বেচ্ছাসেবকদের একটি দল নিয়ে বিহারে ভ্রমণ করতেন। সেখানে তিনি একটি বৃহৎ আকারের ছানি অস্ত্রোপচার অভিযান পরিচালনা করতেন, যাকে তিনি "নেত্র যজ্ঞ" নামে অভিহিত করেছিলেন। তিনি প্রতি বছর এক মাস এই উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন এবং আমার গ্রামের অনেক মানুষ স্বেচ্ছাসেবক হিসেবে তাঁর সাথে যেতেন। ছোটবেলায়ও আমি বিহারে এই ধরনের পরিষেবার প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত ছিলাম। তাই, আজ, আমি পূজ্য শঙ্করাচার্য জির কাছে বিহারে অনুরূপ একটি শঙ্করা চক্ষু হাসপাতাল খোলার কথা বিবেচনা করার জন্য আন্তরিক অনুরোধ করছি। আমার শৈশবের সেই স্মৃতিগুলি আমাকে মনে করিয়ে দেয় যে বিহারের মানুষের জন্য এই ধরনের পরিষেবা কতটা কার্যকর হবে। মহারাজ জির দেশের প্রতিটি কোণে পৌঁছানোর স্বপ্ন রয়েছে এবং আমি নিশ্চিত যে বিহারকে অগ্রাধিকার দেওয়া হবে এবং আপনার আশীর্বাদ লাভ করা হবে। বিহারের পরিশ্রমী ও পরিশ্রমী মানুষের সেবা করা এক বিরাট সম্মানের বিষয় হবে এবং তাদের কল্যাণে অবদান রাখা আমাদের জীবনে এক বিরাট পরিপূর্ণতা বয়ে আনবে। আবারও, আমি আপনাদের সকলকে, বিশেষ করে আমাদের নিবেদিতপ্রাণ ডাক্তার, প্যারামেডিক্যাল কর্মী এবং এই মহৎ লক্ষ্যে কর্মরত সকল ভাইবোনদের প্রতি আমার শুভেচ্ছা জানাচ্ছি। গভীর শ্রদ্ধার সাথে, আমি পূজ্য জগৎগুরু জির সামনে মাথা নত করছি, তাঁর অব্যাহত আশীর্বাদ এবং নির্দেশনার জন্য আমার আন্তরিক প্রার্থনা করছি। হৃদয়ে কৃতজ্ঞতা সহকারে, আমি আমার বক্তৃতা শেষ করছি।

হর-হর মহাদেব!

 


SSS/SB/NS….


(रिलीज़ आईडी: 2177504) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam