প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী ২০ ও ২১ জানুয়ারি তামিলনাড়ুর একাধিক মন্দির পরিদর্শন করবেন
প্রধানমন্ত্রী তিরুচিপল্লির শ্রী রঙ্গনাথ স্বামী মন্দিরে পণ্ডিতদের কণ্ঠে কম্ব রামায়ণের স্তোত্রপাঠ শুনবেন
প্রধানমন্ত্রী শ্রী আরুলমিগু রামানাথস্বামী মন্দিরে বিভিন্ন ভাষায় রামায়ন পাঠ শুনবেন এবং ভজন সন্ধ্যায় অংশগ্রহন করবেন
প্রধানমন্ত্রী ধনুশকোডির কোতান্ডরামস্বামী মন্দির এবং আরিচাল মুনাই-ও পরিদর্শন করবেন
Posted On:
18 JAN 2024 6:24PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ জানুয়ারি ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ২০ ও ২১ জানুয়ারি, ২০২৪, তামিলনাড়ুর বিভিন্ন ঐতিহাসিক মন্দির পরিদর্শন করবেন।
আগামী ২০ জানুয়ারি সকাল ১১টায় প্রধানমন্ত্রী তিরুচিরাপল্লির শ্রী রঙ্গনাথস্বামী মন্দিরে একটি অনুষ্ঠানে যোগ দেবেন।
মন্দির প্রাঙ্গণে তিনি পণ্ডিতদের মুখে কম্ব রামায়ণ-এর নির্বাচিত শ্লোকপাঠ শুনবেন।
এরপর, প্রধানমন্ত্রী দুপুর দুটোয় রামেশ্বরম পৌঁছে শ্রী আরুলমিগু রামানাথস্বামী মন্দিরে দর্শন করবেন ও পূজা দেবেন।
গত কয়েকদিনে তিনি বিভিন্ন ভাষায় রামায়ণ পাঠে উপস্থিত থেকেছেন, যেমন মারাঠি, মালায়ালাম ও তেলুগুর মতো আঞ্চলিক ভাষায। রামেশ্বরমেও তিনি উপস্থিত থাকবেন শ্রী রামায়ণ পরায়ণ অনুষ্ঠানে। এই আয়োজনে আটটি ঐতিহ্যবাহী মণ্ডলী রামকথা পাঠ করবেন সংস্কৃত, আওধী, কাশ্মীরি, গুরুমুখী, অসমীয়া, বাংলা, মৈথিলী ও গুজরাটি ভাষায়। তুলে ধরা হবে শ্রী রামের অযোধ্যায় প্রত্যাবর্তনের অধ্যায়। এই অনুষ্ঠান ভারতীয় সংস্কৃতির ঐক্যবদ্ধ সত্তা ও ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর ভাবনাকে প্রতিফলিত করবে।
এরপর প্রধানমন্ত্রী ভজন সন্ধ্যায় অংশ নেবেন। মন্দির প্রাঙ্গণে পরিবেশিত হবে নানা ভক্তিমূলক সংগীত।
২১ জানুয়ারি সকালে, প্রধানমন্ত্রী ধনুশকোডির কোতান্ডরামস্বামী মন্দিরে দর্শন করবেন ও পূজা দেবেন।
এর পর তিনি পরিদর্শন করবেন রামসেতু নির্মাণের সূচনাস্থল বলে স্বীকৃত আরিচাল মুনাই।
শ্রী রঙ্গনাথস্বামী মন্দির (শ্রীরঙ্গম, তিরুচিরাপল্লি)
দক্ষিণ ভারতের অন্যতম প্রাচীন এই মন্দির প্রাঙ্গনের উল্লেখ পাওয়া যায় পুরাণ ও সংগম যুগের সাহিত্যে। স্থাপত্যের গরিমা ও বিশাল গোপুরমগুলির জন্য এটি প্রসিদ্ধ। প্রধান দেবতা ভগবান বিষ্ণুর শায়িত রূপ শ্রী রঙ্গনাথস্বামী। বিশ্বাস করা হয়, এই প্রতিমা একসময় শ্রী রাম ও তাঁর পূর্বপুরুষেরা পূজা করতেন। পরবর্তীকালে শ্রী রাম সেটি বিভীষণকে লঙ্কায় নিয়ে যেতে দেন, কিন্তু পথে সেটি শ্রীরঙ্গমেই স্থাপন করা হয়। এই মন্দিরের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত আছেন আচার্য শ্রী রামানুজ। এখানেই কবি কম্বন প্রথমবার কম্ব রামায়ণ জনসমক্ষে পাঠ করেন।
শ্রী আরুলমিগু রামানাথস্বামী মন্দির, রামেশ্বরম
এ মন্দিরে ভগবান শিব শ্রী রামানাথস্বামী নামে পূজিত হন। প্রচলিত বিশ্বাস, এখানে শ্রী রাম ও মা সীতা মূল লিঙ্গ স্থাপন করেছিলেন। মন্দিরের দীর্ঘ দালান তার নকশা ও শৈল্পিক সৌন্দর্যের জন্য ভারতজুড়ে খ্যাত।
চারধাম এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি এই মন্দির।
কোতান্ডরামস্বামী মন্দির, ধনুশকোডি
‘কোতান্ডরামা’ অর্থ ধনুকধারী রাম। ধনুশকোডিতে অবস্থিত এই মন্দিরেই কথিত আছে বিভীষণ প্রথম শ্রী রামের সাক্ষাৎ পান এবং আশ্রয় প্রার্থনা করেন।
কিংবদন্তি অনুযায়ী, এখানেই বিভীষণের রাজ্যাভিষেক সম্পন্ন হয়েছিল।
***
SSS/RS
(Release ID: 2176691)
Visitor Counter : 4
Read this release in:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam