প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য রাষ্ট্রপতি এবং উপ-রাষ্ট্রপতিকে তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী

প্রতিটি ব্যক্তি যারা জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তাঁদেরকে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী

Posted On: 17 SEP 2024 8:59PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭  সেপ্টেম্বর, ২০২৪ 

 

জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য রাষ্ট্রপতি এবং উপ-রাষ্ট্রপতিকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

রাষ্ট্রপতির শুভেচ্ছার উত্তরে প্রধানমন্ত্রী বলেছেন;

“माननीय @rashtrapatibhvn जी, आपकी शुभकामनाओं के लिए हृदय से बहुत-बहुत आभार! आपका प्रेरक मार्गदर्शन आत्मनिर्भर और विकसित भारत के संकल्प को साकार करने में बहुत उत्साहित करने वाला है। देश और देशवासियों के प्रति हम अपने दायित्व को पूरा करने में कोई कोर-कसर नहीं छोड़ेंगे।”

https://x.com/narendramodi/status/1836056959147004125?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1836056959147004125%7Ctwgr%5E2e76902ce2bc8c30e729e1e5c89d416ad6625901%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2055817

উপ-রাষ্ট্রপতির শুভেচ্ছার উত্তরে  প্রধানমন্ত্রী বলেছেন:

“আপনার শুভেচ্ছার জন্য আমি কৃতজ্ঞ, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়জী। বিভিন্ন বিষয়ে আপনার নির্দেশনা এবং মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান।”

https://x.com/narendramodi/status/1836057281022095657?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1836057281022095657%7Ctwgr%5E2e76902ce2bc8c30e729e1e5c89d416ad6625901%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2055817

যে সব ব্যক্তি জন্মদিনে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন, সেই প্রতিটি মানুষকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। শ্রী মোদী বলেছেন, "যাঁরা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদের প্রত্যেকের  প্রতি আমি কৃতজ্ঞ। এই স্নেহ আমাকে জনগণের জন্য আরও কঠোর পরিশ্রম করার অদম্য শক্তি যোগায়।"

প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন:

"মানুষের কাছ থেকে এত ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ ও সম্মানিত।

যাঁরা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, সেই প্রতিটি মানুষের প্রতি আমি কৃতজ্ঞ। এই স্নেহ আমাকে জনগণের জন্য আরও কঠোর পরিশ্রম করার অদম্য শক্তি যোগায়।

এটি সেই সময় যখন আমাদের তৃতীয় মেয়াদের ১০০ দিনও সম্পূর্ণ হল। আমি আনন্দিত যে বিগত ১০০ দিন ধরে জনমুখী ও উন্নয়ন-ভিত্তিক সিদ্ধান্তগুলির ধারা অব্যাহত রয়েছে, যা বিকশিত ভারত গড়ার লক্ষ্যে আমাদের প্রয়াসকে আরও শক্তি জোগাবে।

আজ বহু মানুষ সমাজসেবার বিভিন্ন উদ্যোগে অংশ নিয়েছেন। আমি তাঁদের উদ্যমকে সেলাম জানাই এবং এই প্রয়াসের জন্য প্রশংসা জানাই।"

https://x.com/narendramodi/status/1836057550162186642?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1836057550162186642%7Ctwgr%5E2e76902ce2bc8c30e729e1e5c89d416ad6625901%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2055817
 

****

SSS/AS.....


(Release ID: 2176197) Visitor Counter : 7