অর্থমন্ত্রক
পিএম সূর্য ঘর মুফৎ বিজলি যোজনার অধীন ৫ লক্ষেরও বেশি ঋণ আবেদন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে অনুমোদিত
Posted On:
07 OCT 2025 4:22PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৭ অক্টোবর, ২০২৫
গৃহস্থালীতে পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী সৌরশক্তির ব্যবহার পিএম সূর্য ঘর মুফৎ বিজলী যোজনা (পিএমএসজিএমবিওয়াই) উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে। সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি এ’সংক্রান্ত ৫ লক্ষ ৭৯ হাজার ঋণ আবেদনপত্র মঞ্জুর করা হয়েছে। যার মোট অর্থের পরিমাণ ১০,৯০৭ কোটি টাকা। সুবিধাভোগীদের এই আর্থিক সহায়তা বাড়ির ছাদে সৌরপ্যানেল স্থাপনে সাহায্য করছে।
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক মারফৎ ঋণ সহায়তাই কেবল নয়, কম সুদে জামানত-মুক্ত ঋণের সুযোগ এই যোজনা রূপায়ণে গতি সঞ্চার করেছে। ঋণের প্রক্রিয়াকরণ করা হচ্ছে জনসমর্থ পোর্টাল https://www.jansamarth.in/home মারফৎ যাকে পিএম সূর্য ঘর মুফৎ বিজলি যোজনার (pmsuryaghar.gov.in) জাতীয় পোর্টালের সঙ্গে যুক্ত করা হয়েছে। এতে নিরবচ্ছিন্ন ডিজিটাল আবেদন প্রক্রিয়া সহজ হয়েছে। সুবিধাভোগীদের ক্ষেত্রে তা অত্যন্ত সহায়ক হয়ে উঠেছে।
সুবিধাজনক সুদে কোনোরকম জামানত ছাড়াই ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ এই প্রকল্পের অন্তর্গত। দীর্ঘ সময় ধরে ঋণ পরিশোধ করার সুযোগ রয়েছে। সেই সঙ্গে বিদ্যুৎ খরচ সাশ্রয়েরও সংস্থান রয়েছে। এই যোজনায় ঋণ অনুমোদনের পর ৬ মাস পর্যন্ত ইএমআই না মেটালেও চলবে।
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির সক্রিয় অংশগ্রহণে ঋণ পাওয়ার সুযোগের সঙ্গে সঙ্গতি রেখে এই প্রকল্পেরও প্রসার ঘটছে। ঋণের আবেদনকে অত্যন্ত সহজসরল করা হয়েছে। সহ আবেদনকারীর নাম অন্তর্ভুক্ত করায় ঋণের সুযোগও প্রসারিত হয়েছে। প্রয়োজনীয় তথ্যাবলী জমা দেওয়ার বিষয়ের ক্ষেত্রেও যথাসম্ভব পদ্ধতিগত সরলীকরণ করা হয়েছে।
নব এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের সঙ্গে সমন্বয় বজায় রেখে আর্থিক পরিষেবা বিষয়ক দফতর এই প্রকল্পের অগ্রগতির নিয়মিত সক্রিয় পর্যালোচনা করছে। রাজ্যস্তরীয় ব্যাঙ্কার্স কমিটি এবং এই প্রকল্পের ক্ষেত্রে অগ্রবর্তী জেলার ব্যাঙ্ক ম্যানেজারদের যৌথ সহযোগের ভিত্তিতে এই প্রকল্পের রূপায়ণকে দূরবর্তী স্তর পর্যন্ত দ্রুত ছড়িয়ে দেওয়া সম্ভব হচ্ছে।
***
SSS/ AB/SG
(Release ID: 2175912)
Visitor Counter : 7