প্রধানমন্ত্রীরদপ্তর
লোকসভার স্পিকার নির্বাচনের পর ১৮তম লোকসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
प्रविष्टि तिथि:
26 JUN 2024 1:15PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৬ জুন, ২০২৪
মাননীয় সভাপতি মহাশয়,
এই দ্বিতীয়বার আপনি এই গৌরবময় আসনে অধিষ্ঠিত হয়েছেন—এটি এই সংসদের জন্য এক বিশেষ সৌভাগ্যের বিষয়। আমি আপনাকে এবং সমগ্র সংসদকে আন্তরিক অভিনন্দন জানাই।
মাননীয় সভাপতি মহাশয়,
আপনাকে আমার ব্যক্তিগত শুভেচ্ছা জানাচ্ছি, পাশাপাশি, সমগ্র সংসদের পক্ষ থেকেও শুভেচ্ছা জ্ঞাপন করছি। অমৃতকাল-এর এই গুরুত্বপূর্ণ পর্যায়ে দ্বিতীয়বারের জন্য এই দায়িত্ব গ্রহণ করা এক বিশাল দায়বদ্ধতা। আপনার পাঁচ বছরের অভিজ্ঞতা এবং আমাদের সম্মিলিত অভিজ্ঞতা মিলিত হয়ে আমাদের মধ্যে আত্মবিশ্বাস জাগায় যে, আগামী পাঁচ বছরে আপনি আমাদের সকলকে পথনির্দেশ করবেন এবং জাতির আশা-আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
মাননীয় সভাপতি মহাশয়,
আমাদের শাস্ত্রে বলা হয়েছে—নম্র ও বিচক্ষণ ব্যক্তি স্বভাবতই সাফল্যের অধিকারী হন। এই গুণাবলীর পাশাপাশি আপনার মধুর হাসি গোটা সংসদকে প্রফুল্ল রাখে। আপনি প্রতিটি পদক্ষেপে নতুন মানদণ্ড স্থাপন করেছেন, নতুন রেকর্ড সৃষ্টি করেছেন। ১৮তম লোকসভায় দ্বিতীয়বার সভাপতির দায়িত্ব গ্রহণ নিজেই একটি নতুন রেকর্ড। শ্রী বলরাম জাখরজী ছিলেন প্রথম সভাপতি যিনি পূর্ণ পাঁচ বছর দায়িত্ব পালন করে পুনরায় সভাপতির আসনে অধিষ্ঠিত হওয়ার সুযোগ পেয়েছিলেন। তাঁর পর আপনি দ্বিতীয়জন, যিনি এই ঐতিহাসিক সুযোগ পেয়েছেন। গত ২০ বছরে অধিকাংশ সভাপতি হয় পুনরায় নির্বাচন লড়েননি, নয়তো নির্বাচনে জয়ী হতে পারেননি। এটি প্রমাণ করে যে সভাপতির দায়িত্ব কতটা কঠিন, পুনরায় বিজয় অর্জন করা কতটা চ্যালেঞ্জিং। কিন্তু আপনি নতুন ইতিহাস সৃষ্টি করেছেন।
মাননীয় সভাপতি মহাশয়,
এই সংসদের অধিকাংশ মাননীয় সদস্য আপনার জীবন ও কর্মের সঙ্গে পরিচিত। গতবার এই সভায় আমি আপনার বিষয়ে বিস্তারিত বলেছিলাম, আজ তা পুনরাবৃত্তি করব না। তবে সহকর্মী সাংসদ হিসেবে আমি উল্লেখ করতে চাই যে, একজন সাংসদ হিসেবে আপনার কাজ অনুকরণীয় ও শিক্ষণীয়। আমি নিশ্চিত, আপনার কর্মপদ্ধতি আমাদের নবনির্বাচিত ও তরুণ সাংসদদের অনুপ্রাণিত করবে। আপনার নির্বাচনী এলাকায় ‘সুপোষিত মা’ উদ্যোগের মাধ্যমে মা ও শিশুর স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দেওয়া এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ। রাজনীতির গণ্ডি ছাড়িয়ে মানবসেবায় ‘হাসপাতাল অন হুইলস’ প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সত্যিই প্রশংসনীয়। আপনি নিয়মিতভাবে দরিদ্রদের মধ্যে ঋতু অনুযায়ী পোশাক, কম্বল, ছাতা ও জুতো বিতরণ করেন এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করেন।
আপনার নেতৃত্বে ১৭তম লোকসভা ভারতের সংসদীয় ইতিহাসে এক সোনালি অধ্যায় রচনা করেছে। ঐতিহাসিক সিদ্ধান্ত ও সংস্কারমূলক পদক্ষেপ, যা আপনার সভাপতিত্বে এই সভায় গৃহীত হয়েছে, তা শুধু সংসদের নয়, আপনারও অমূল্য উত্তরাধিকার। ভবিষ্যতে যখন ১৭তম লোকসভা নিয়ে আলোচনা হবে, তখন আপনার সভাপতিত্বে গৃহীত সিদ্ধান্তগুলো ভারতের ভবিষ্যৎকে নতুন দিশা দেওয়ার ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করবে।
মাননীয় সভাপতি মহাশয়,
আপনার নেতৃত্বে এই সংসদে নারী শক্তি বন্দন অধিনিয়ম, ২০২৩; জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল; ভারতীয় দণ্ডবিধি, ভারতীয় প্রমাণ আইন, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, সামাজিক নিরাপত্তা সংহিতা, ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিল, মুসলিম মহিলা বিবাহ অধিকারের সুরক্ষা বিল, তৃতীয় লিঙ্গের অধিকার সুরক্ষা বিল, ভোক্তা সুরক্ষা বিল, প্রত্যক্ষ কর ও ‘বিবাদ সে বিশ্বাস’ বিলসহ বহু ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ আইন পাস হয়েছে। এই সাফল্যগুলি দেশের জন্য এক মজবুত ভিত্তি রচনা করেছে। আপনার সভাপতিত্বে সংসদ স্বাধীনতার পর ৭০ বছরে যা করা সম্ভব হয়নি, তা সফলভাবে সম্পন্ন করেছে।
মাননীয় সভাপতি মহাশয়,
গণতন্ত্রের দীর্ঘ যাত্রাপথে অনেক মাইলফলক এসেছে। কিছু কিছু মুহূর্ত নতুন ইতিহাস রচনার সুযোগ এনে দেয়। ১৭তম লোকসভার সাফল্য আজও যেমন গৌরবের, ভবিষ্যতেও তেমনই গর্বের হবে। দেশের আধুনিকায়নের পথে নতুন সংসদ ভবন অমৃতকালকে রূপদানে আপনার নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নতুন সংসদ ভবনে প্রবেশও আপনার নেতৃত্বে হয়েছিল, এবং আপনি সংসদীয় কার্যক্রমকে আরও কার্যকর ও দায়িত্বশীল করতে বহু তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। আজ লোকসভা সম্পূর্ণ ডিজিটাল ও পেপারলেস ব্যবস্থায় কাজ করছে—যা আপনার দূরদর্শিতার ফসল। প্রথমবারের মতো আপনি সাংসদদের জন্য রেফারেন্স ব্রিফিং ব্যবস্থা চালু করেছেন, যাতে আলোচনা আরও সমৃদ্ধ ও তথ্যসমৃদ্ধ হয়েছে। এই উদ্যোগ সাংসদদের আত্মবিশ্বাস বাড়িয়েছে ও তাঁদের মতামত প্রকাশের সুযোগকে মজবুত করেছে।
মাননীয় সভাপতি মহাশয়,
জি২০ সম্মেলনের সাফল্য যেমন ভারতের গৌরব, তেমনই কম আলোচিত পি২০ সম্মেলনও আপনার নেতৃত্বে এক ঐতিহাসিক অধ্যায় হয়ে উঠেছে। জি২০ দেশের সংসদ সভাপতিদের এই সম্মেলনে সর্বাধিক অংশগ্রহণ ঘটেছিল এবং আপনার নেতৃত্বে গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি বিশ্বমঞ্চে ভারতের গণতান্ত্রিক মর্যাদা আরও উজ্জ্বল করেছে।
মাননীয় সভাপতি মহাশয়,
এই সংসদ ভবন কেবল চার দেওয়াল নয়—এটি দেশের ১৪০ কোটি নাগরিকের আশার কেন্দ্রবিন্দু। সংসদের কার্যপ্রণালী, দায়বদ্ধতা ও আচরণ নাগরিকদের গণতন্ত্রে বিশ্বাসকে আরও শক্তিশালী করে। আপনার নেতৃত্বে ১৭তম লোকসভার কার্যক্ষমতা ৯৭ শতাংশে পৌঁছেছিল—যা গত ২৫ বছরের মধ্যে সর্বাধিক। এর জন্য সকল মাননীয় সদস্য প্রশংসার দাবিদার, তবে আপনি বিশেষভাবে সম্মানপ্রাপ্ত হবেন। করোনা মহামারির সময় আপনি ব্যক্তিগতভাবে প্রতিটি সাংসদের খোঁজ নিয়েছিলেন—যা মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ। সমস্ত রাজনৈতিক দলের সাংসদরা আজও বলেন, আপনি সেই কঠিন সময়ে সংসদের প্রধান হিসেবে পরিবারের কর্তার ভূমিকা পালন করেছিলেন। আপনার বিচক্ষণ সিদ্ধান্তের ফলেই করোনা সময়েও সংসদের কাজ বন্ধ হয়নি, বরং ১৭০ শতাংশ কার্যক্ষমতা অর্জিত হয়েছিল—যা সারা বিশ্বের কাছে গর্বের বিষয়।
মাননীয় সভাপতি মহাশয়,
আমরা সবাই সংসদের মর্যাদা ও বিধি-নিয়ম রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আপনি সবসময় নিখুঁত, ভারসাম্যপূর্ণ ও প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন। জানি, অনেক সময় এসব সিদ্ধান্ত আপনার কাছে ব্যক্তিগতভাবে কঠিন ছিল, তবুও আপনি সংসদের মর্যাদাকে সর্বোচ্চ স্থানে রেখেছেন। সংসদীয় ঐতিহ্য রক্ষায় আপনার এই সাহসী ভূমিকার জন্য বিশেষ স্বীকৃতি প্রাপ্য। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার নেতৃত্বে ১৮তম লোকসভা দেশের জনগণের স্বপ্ন পূরণে সফল হবে।
পুনরায়, এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আপনার নিয়োগ উপলক্ষে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং কামনা করছি—আপনার নেতৃত্বে এই সংসদ দেশকে উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছে দেবে।
আপনাকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
*****
SSS/TM
(रिलीज़ आईडी: 2175897)
आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Marathi
,
English
,
Urdu
,
हिन्दी
,
Hindi_MP
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam