প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

মধ্যপ্রদেশের খান্ডোয়াতে দুর্ঘটনায় জীবনহানিতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

Posted On: 02 OCT 2025 11:36PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২ অক্টোবর ২০২৫

 

মধ্যপ্রদেশের খান্ডোয়াতে দুর্ঘটনায় জীবনহানিতে আজ শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

এক্স সমাজমাধ্যমে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে :

“মধ্যপ্রদেশের খান্ডোয়াতে দুর্ঘটনায় জীবনহানিতে গভীর শোকাহত। এই কঠিন সময়ে স্বজনহারা পরিবারগুলির সঙ্গে আমি সমব্যথী। আহতদের দ্রুত আরোগ্য প্রার্থনা করছি।

প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা করে এককালীন সাহায্য দেওয়া হবে। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে : প্রধানমন্ত্রী@narendramodi।”

 

SC/AB/DM


(Release ID: 2174391) Visitor Counter : 3