মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
আসামে ৭১৫ নম্বর জাতীয় মহাসড়কের কালিবর-নুমালিগড় অংশটিকে চার-লেন করার প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন
Posted On:
01 OCT 2025 3:26PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১ অক্টোবর, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি আজ আসামে ৭১৫ নম্বর জাতীয় মহাসড়কের কালিবর-নুমালিগড় অংশটিকে চার-লেন করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এরসঙ্গে কাজিরাঙা জাতীয় উদ্যানে বন্যপ্রাণীদের সহায়ক ব্যবস্থাগুলিও অন্তর্ভুক্ত। ৮৫.৬৭৫ কিলোমিটার অংশটিকে চার-লেনের করে তুলতে খরচ ধরা হয়েছে ৬,৯৫৭ কোটি টাকা। কাজ হবে ইঞ্জিনিয়ারিং প্রোকিওরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন অর্থাৎ, ইপিসি মোডে।
বর্তমানে কালিবর-নুমালিগড় অংশটি দু’লেনের। এই সড়ক নগাঁও এবং গোলাঘাট শহরের মধ্য দিয়ে গেছে। কিন্তু এর বড় একটি অংশ গেছে কাজিরাঙা জাতীয় উদ্যানের দক্ষিণাঞ্চলের মধ্য দিয়ে। বর্ষার সময় ঐ এলাকা প্লাবিত হয়ে পড়ে এবং আশপাশের পাহাড় থেকে বন্যপ্রাণীরা রাস্তায় এসে ভিড় করে। এর ফলে দুর্ঘটনা লেগেই থাকে।
এই সমস্যার মোকাবিলায় অরণ্যের মধ্য দিয়ে যাওয়া ৩৪.৫ কিলোমিটার অংশটি এলিভেটেড করিডর হিসেবে গড়ে তোলা হবে। এছাড়াও, রাস্তাটি সম্প্রসারিত হলে যানবাহনের ভিড়ের সমস্যা অনেকটাই মিটবে। ২১ কিলোমিটার জুড়ে বাইপাসও তৈরি করে দেওয়া হবে। প্রকল্পটি রূপায়িত হলে গুয়াহাটির সঙ্গে কাজিরাঙা জাতীয় উদ্যান এবং শিল্প শহর নুমালিগড়ের সংযোগ আরও নিবিড় হবে।
এই কাজ সম্পন্ন হলে ৭১৫ নম্বর জাতীয় সড়কের সঙ্গে ১২৭ ও ১২৯ নম্বর জাতীয় সড়কের সংযোগও আরও জোরালো হবে। এছাড়াও, নগাঁও, জাখালাবান্ধা এবং বিশ্বনাথ চার্লি রেল স্টেশনে যাতায়াত সহজ হবে। পাশাপাশি, তেজপুর, লিয়াবারি এবং জোরহাট বিমানবন্দরেও যাত্রী ও পণ্য পরিবহণে গতি আসবে। সব মিলিয়ে, আর্থ-সামাজিক উন্নয়ন এবং পর্যটনের প্রসার আরও দ্রুত হবে এই প্রকল্প রপায়ণের সুবাদে। কর্মসংস্থানের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে এই প্রকল্প। প্রত্যক্ষভাবে ১৫.৪২ লক্ষ এবং পরোক্ষভাবে ১৯.১৯ লক্ষ কর্মদিবস সৃষ্টি হবে এর ফলে।
SC/AC/DM
(Release ID: 2173736)
Visitor Counter : 11
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali-TR
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam