প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী দেবী মায়ের কাছে প্রার্থনা করলেন, সকলের জন্য শক্তি ও মঙ্গল কামনা করলেন
Posted On:
28 SEP 2025 9:00AM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৮ সেপ্টেম্বর ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দেবী মায়ের চরণে আন্তরিক প্রণাম করলেন, জাতির জন্য তাঁর ঐশ্বরিক আশীর্বাদ প্রার্থনা করলেন। আধ্যাত্মিক উৎসাহ এবং সম্মিলিত সদিচ্ছার প্রতিধ্বনিতে প্রধানমন্ত্রী সকল নাগরিকের মঙ্গল, সাহস এবং অভ্যন্তরীণ শক্তির জন্য প্রার্থনা করলেন।
এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে শ্রী মোদী বলেছেন:
"মাতৃদেবীকে লক্ষ লক্ষ প্রণাম! আমি প্রার্থনা করি যে তিনি আমাদের সকলকে অদম্য সাহস এবং চমৎকার স্বাস্থ্যের আশীর্বাদ করুন। তাঁর কৃপা সকলের মধ্যে আত্মবিশ্বাস জাগ্রত করুক।
https://www.youtube.com/watch?v=xipST4S094Q”
SC/SB/AS
(Release ID: 2172476)
Visitor Counter : 2