স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

ফিনান্সিয়াল এক্সপ্রেসের উদ্যোগে ইন্ডিয়াজ বেস্ট ব্যাঙ্কস পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাষণ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ

Posted On: 25 SEP 2025 9:30PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

 


মুম্বাইতে ফিনান্সিয়াল এক্সপ্রেসের উদ্যোগে ইন্ডিয়াজ বেস্ট ব্যাঙ্কস পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাষণ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শ্রী দেবেন্দ্র ফড়নবিশ, উপ-মুখ্যমন্ত্রী শ্রী একনাথ শিন্ডে প্রমুখ উপস্থিত ছিলেন। 

ভাষণে শ্রী অমিত শাহ দেশের জনজীবনে শ্রী রামনাথ গোয়েঙ্কা থেকে শ্রী বিবেক গোয়েঙ্কা সহ ফিনান্সিয়াল এক্সপ্রেসের কর্মীগোষ্ঠীর অবদানের প্রসঙ্গ তুলে ধরেন। 

তিনি বলেন, ২০৪৭ নাগাদ ভারতকে সব ক্ষেত্রে উন্নত দেশ হিসেবে গড়ে তোলায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যে লক্ষ্য রেখেছেন তার রূপায়নে তরুণ প্রজন্মের বিশেষ ভূমিকা রয়েছে। তাদের সক্ষমতার উপর ভিত্তি করে ২০৪৭-এর আগেই ওই লক্ষ্যে পৌঁছনো যাবে বলে তিনি আশাবাদী।

সারা বিশ্বের অস্থিরতার মধ্যেই ভারতীয় অর্থনীতি যেভাবে এগিয়ে চলেছে তা অত্যন্ত গর্বের বলে স্বরাষ্ট্র মন্ত্রী উল্লেখ করেছেন। তিনি আরও বলেন, রাজনৈতিক সুস্থিতি, নির্ভরযোগ্য নেতৃত্ব, অর্থনৈতিক সাফল্য এবং সর্বোপরি শক্তিশালী গণতান্ত্রিক ভিত্তি ভারতের বিকাশের মূল চাবিকাঠি। বিগত ১১ বছরে দেশ উন্নয়নের দিশায় দ্রুত এগিয়ে চলেছে বলে তার মন্তব্য।

অমিত শাহ বলেন, উন্নত অনেক দেশেই বিকাশের হার যেখানে ১-২ শতাংশ, সেখানে ভারতে এই হার ৭-৮ শতাংশ। বিদেশী প্রত্যক্ষ বিনিয়োগে বৃদ্ধি হচ্ছে ১৪ শতাংশ হারে। কাঠামোগত সংস্কার, ডিজিটাল প্রশাসন এবং জনকল্যাণমূলক নীতির আদর্শ থেকে বিচ্যুত না হয়েই ভারত বিকাশহার যে উচ্চতায় ধরে রেখেছে তা সারা বিশ্বের দৃষ্টান্ত। সারা বিশ্বের বিনিয়োগকারীদের ভরসার স্থল হয়ে উঠেছে এই দেশ।

২০১৪-য় দেশের ব্যাঙ্কিং ক্ষেত্রের অবস্থা বেহাল ছিল বলে অমিত শাহ মন্তব্য করেন। তিনি বলেন, ২০০৮ থেকে ২০০৮-১৪ সময়কালে ব্যাঙ্কগুলি মোট যে ৫২ লক্ষ কোটি টাকা ঋণ দিয়েছিল তার জেরে বিপুল পরিমাণ অনুৎপাদক সম্পদ তৈরি হয়। এর কারণ ঋণ প্রদানে স্বচ্ছতার অভাব ও দুর্নীতি। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০১৪-য় ক্ষমতাসীন হয়ে ব্যাঙ্কিং ক্ষেত্রের সংস্কারে উদ্যোগী হন। আমাদের সংবিধানে নির্দেশিত আর্থিক অন্তর্ভুক্তির উদ্যোগের পথে হেঁটে ব্যাঙ্কিং পরিষেবা বঞ্চিতদের এর আওতায় নিয়ে আসা জোরদার উদ্যোগ শুরু হয়। দেশের মোট ৬০ কোটি মানুষের পরিবারের কারোরই আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না; এমন ৫৩ কোটি মানুষকে ব্যাঙ্কিং ক্ষেত্রে যুক্ত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, ১৯৯৯-তে দেশের মোট অনুৎপাদক সম্পদের শতাংশ ছিল ১৬। ২০০৪-এ অটলজির জমানায় তা ৭.৮ শতাংশে নেমে আসে। কিন্তু পরবর্তী ১০ বছরে, বর্তমানের বিরোধীরা ক্ষমতায় থাকার সময়ে ওই অনুপাত আরও অনেক বেড়ে গিয়ে ১৯ শতাংশে দাঁড়ায়। বিগত ১০ বছরে অনুপাতটি নেমে ২.৫ শতাংশ হয়েছে। বর্তমান সরকার ব্যাঙ্কিং ক্ষেত্রে অন্তর্ভুক্তি, পরিমার্জন, পুনরায় মূলধনের সংস্থান এবং সংস্কার – এই চারটি দিককে পাখির চোখ করেছে বলে তিনি জানান। এক্ষেত্রে তিনি সরকারের বিশেষ কর্মসূচির উল্লেখ করেন – যার মাধ্যমে ব্যাঙ্কিং ক্ষেত্রে ৩.১ লক্ষ কোটি টাকা মূলধনের সংস্থান হয়েছে। গত ১০ বছরে ব্যাঙ্কিং ক্ষেত্র ৮৬টি বড় ধরনের সংস্কার কর্মসূচির মধ্যে দিয়ে গেছে।

নীতিগত পরিমার্জনের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে বিশ্বের অন্যতম উৎপাদন ক্ষেত্র করে তুলেছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রী মন্তব্য করেন। মেক ইন ইন্ডিয়া ২.০-র আওতায় আধুনিক ক্ষেত্রগুলির উপর বেশি জোর দেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন। পিএলআই উদ্যোগ, শিল্প করিডর, লজিস্টিকস পার্ক, স্টার্টআপ ইন্ডিয়া প্রভৃতি কর্মসূচির কল্যাণে ভারত দ্রুত এগিয়ে বলেছে বলে তার মন্তব্য।

পরে ফিনান্সিয়াল এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী বলেন, জিএসটি তাদেরই পরিকল্পনা প্রসূত বলে বিরোধীরা যে দাবি করছেন তা ভিত্তিহীন। কারণ, তাদের জমানায় এর রূপায়ণ হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্বের বিষয়ে রাজ্যগুলিকে আশ্বস্ত করার পরই এর রূপায়ণ সম্ভব হয়। তিনি আরও বলেন, জিএসটি বাবদ আদায় ২ লক্ষ কোটি টাকা পেরিয়ে যাওয়ার পর সরকার এখন মানুষকে সুরাহা দিতে চাইছে। জিএসটি সংস্কারের মাধ্যমে মোদী সরকার মানুষকে যতটা কর সংক্রান্ত রেহাই দিয়েছে, স্বাধীনতার পর তেমনটা আগে কখনই হয়নি। 

শ্রী অমিত শাহ বলেন, জাতীয় শিক্ষানীতি ২০২০-র মধ্য দিয়ে মোদী সরকার বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষণ কাঠামোর মধ্যেই শুধু দক্ষতায়নের বিষয়টিকে অন্তর্ভুক্ত করেনি, প্রতিটি ক্ষেত্রেই দক্ষতায়নের দিশায় এগিয়ে চলেছে দ্রুত। সরকারের এই কর্মসূচি বিশ্বের আঙিনায় ভারতকে অর্থনৈতিক ক্ষেত্রে আরও অনেক শক্তিশালী করে তুলবে।

 


SC/AC/SKD


(Release ID: 2171650) Visitor Counter : 2