মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
বিহারে জাতীয় মহাসড়ক ১৩৯ ডব্লু-র সাহেবগঞ্জ-আরেরাজ-বেতিয়া শাখা ৪ লেনের করার প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন, ৭৮.৯৪২ কিলোমিটার দীর্ঘ এই সড়ক হাইব্রিড অ্যানুয়িটি মোডে নির্মাণ করতে খরচ হবে ৩,৮২২.৩১ কোটি টাকা
प्रविष्टि तिथि:
24 SEP 2025 3:07PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি বিহারের জাতীয় মহাসড়ক ১৩৯ ডব্লু-র সাহেবগঞ্জ-আরেরাজ-বেতিয়া শাখা ৪ লেনের করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। ৭৮.৯৪২ কিলোমিটার দীর্ঘ এই সড়ক হাইব্রিড অ্যানুয়িটি মোডে নির্মাণ করতে খরচ হবে ৩,৮২২.৩১ কোটি টাকা।
এর ফলে রাজ্যের রাজধানী পাটনা ও বেতিয়ার মধ্যে যোগাযোগের উন্নতি হবে। উত্তর বিহারের বৈশালী, সারন, সিওয়ান, গোপালগঞ্জ, মুজাফ্ফরপুর, পূর্ব ও পশ্চিম চম্পারনের মতো জেলাগুলি থেকে শুরু করে ভারত-নেপাল সীমান্ত পর্যন্ত এলাকাও এর আওতায় আসবে। এই সড়ক প্রসারিত হলে দূরপাল্লার পণ্যবাহী যান চলাচলে সুবিধা হবে, প্রধান পরিকাঠামোগত সুবিধাগুলি নাগালের মধ্যে আসবে এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
এই প্রকল্প ৭টি পিএম গতিশক্তি অর্থনৈতিক নোড, ৬টি সামাজিক নোড, ৮টি লজিস্টিক নোড, ৯টি পর্যটন স্থল ও ধর্মীয় কেন্দ্রের মধ্যে যোগাযোগ স্থাপন করবে।
জাতীয় মহাসড়ক ১৩৯ ডব্লু-কে উচ্চগতিসম্পন্ন একটি করিডরে রূপান্তরিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই পথে যানবাহনের গড় গতি ঘণ্টায় ৮০ কিলোমিটার থেকে বাড়িয়ে ১০০ কিলোমিটার করার লক্ষ্য নেওয়া হয়েছে। এর ফলে সাহেবগঞ্জ ও বেতিয়ার মধ্যে যাতায়াতের সময় আড়াই ঘণ্টা থেকে ১ ঘণ্টায় নেমে আসবে।
৭৮.৯৪ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়ক নির্মাণ প্রকল্প প্রত্যক্ষভাবে ১৪.২২ লক্ষ শ্রমদিবস এবং পরোক্ষভাবে ১৭.৬৯ লক্ষ শ্রমদিবসের সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে। প্রস্তাবিত এই করিডরের সুবাদে আঞ্চলিক অর্থনৈতিক তৎপরতা বাড়ায় অতিরিক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ারও আশা রয়েছে।
SC/SD/NS…
(रिलीज़ आईडी: 2170803)
आगंतुक पटल : 32
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam