মন্ত্রীসভার অর্থনীতি বিষয়ক সংক্রান্ত কমিটি (সিসিইএ)
azadi ka amrit mahotsav

বিহারে সাহেবগঞ্জ-আরেরাজ-বেত্তিয়া অংশের ৪-লেনের হাইব্রিড অ্যানুইটি মোড (এইচএএম) ব্যবহার করে জাতীয় সড়ক-১৩৯ডব্লিউ-এর নির্মাণের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রকল্পের মোট দৈর্ঘ্য ৭৮.৯৪২ কিলোমিটার, যার জন্য ব্যয় হবে ৩,৮২২.৩১ কোটি টাকা

Posted On: 24 SEP 2025 3:07PM by PIB Agartala

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর, ২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভার কমিটির বৈঠকে আজ বিহারে সাহেবগঞ্জ-আরেরাজ-বেত্তিয়া অংশের ৪-লেনের হাইব্রিড অ্যানুইটি মোড (এইচএএম) ব্যবহার করে জাতীয় সড়ক-১৩৯ডব্লিউ- নির্মাণের অনুমোদন দিয়েছে। সড়ক প্রকল্পটির মোট দৈর্ঘ্য হবে ৭৮.৯৪২ কিলোমিটার এবং এরজন্য মোট ব্যয় হবে ৩,৮২২.৩১ কোটি টাকা।

প্রস্তাবিত চার লেনের এই গ্রিনফিল্ড প্রকল্পটি রাজ্যের রাজধানী পাটনা এবং বেত্তিয়াহের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করবে, যা উত্তর বিহারের বৈশালী, সরণ, সিওয়ান, গোপালগঞ্জ, মুজাফফরপুর, পূর্ব চম্পারণ এবং পশ্চিম চম্পারণ জেলাগুলিকে ভারত-নেপাল সীমান্ত বরাবর অঞ্চলগুলিতে সংযুক্ত করবে। প্রকল্পটি দীর্ঘ দূরত্বের পণ্যবাহী যানবাহন চলাচলে সহায়তা করবে, গুরুত্বপূর্ণ পরিকাঠামোতে প্রবেশাধিকারকে উন্নত করবে এবং কৃষি অঞ্চল, শিল্প এলাকা এবং আন্তঃসীমান্ত বাণিজ্য রুটের সাথে সংযোগব্যবস্থাকে উন্নত করে আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নকে সহজতর করবে।

এই প্রকল্পটি সাতটি পিএম গতি শক্তি অর্থনৈতিক নোড, ছয়টি সামাজিক নোড, আটটি লজিস্টিক নোড, নয়টি প্রধান পর্যটন ও ধর্মীয় কেন্দ্রকে সংযুক্ত করবে, যার মধ্যে রয়েছে কেশরীয় বৌদ্ধ স্তূপ (সাহেবগঞ্জ), সোমেশ্বরনাথ মন্দির (আরেরাজ), জৈন মন্দির এবং বিশ্ব শান্তি স্তূপ (বৈশালী), এবং মহাবীর মন্দির (পাটনা), যার ফলে বিহারের বৌদ্ধ সার্কিট এবং আন্তর্জাতিক পর্যটন সম্ভাবনা আরও শক্তিশালী হবে।

জাতীয় সড়ক-১৩৯ডাব্লিউ এর পরিকল্পনা তৈরি করা হয়েছে মূলত বিকল্প রুটগুলিতে উচ্চ-গতির সংযোগ প্রদানের জন্য যা বর্তমানে যানজটপূর্ণ এবং জ্যামিতিকভাবে ঘাটতিপূর্ণ, এবং নির্মিত এলাকাগুলির মধ্য দিয়ে যাতায়াত করে এবং এনএইচ-৩১31, এনএইচ-৭২২, এনএইচ-৭২৭, এনএইচ-২৭ এবং এনএইচ-২২৭এ-এর সাথে একটি গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে কাজ করবে।

প্রস্তাবিত গ্রিনফিল্ড অ্যালাইনমেন্ট ১০০ কিলোমিটার/ঘন্টা গতির বিপরীতে যানবাহনের গড় গতি ৮০ কিলোমিটার/ঘন্টা হবে। এটি সাহেবগঞ্জ এবং বেত্তিয়াহের মধ্যে সামগ্রিক ভ্রমণ সময়কে বিদ্যমান বিকল্পগুলির তুলনায় ২.৫ ঘন্টা থেকে কমিয়ে ১ ঘন্টা করবে, একই সাথে যাত্রী এবং পণ্যবাহী যানবাহন উভয়ের জন্য নিরাপদ, দ্রুত এবং নিরবচ্ছিন্ন সংযোগ প্রদান করবে।

৭৮.৯৪ কিলোমিটার দৈর্ঘ্যের প্রস্তাবিত প্রকল্পটি প্রায় ১৪.২২ লক্ষ মানব-দিবসের প্রত্যক্ষ কর্মসংস্থান এবং ১৭.৬৯ লক্ষ মানব-দিবসের পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি করবে। প্রস্তাবিত করিডোরের আশেপাশে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির কারণে প্রকল্পটি অতিরিক্ত কর্মসংস্থানের সুযোগও তৈরি করবে।

Project Alignment Map for Sahebganj-Areraj-Bettiah section of NH-139W

*****

PS/DM/KMD


(Release ID: 2170755) Visitor Counter : 9
Read this release in: English