প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

রাষ্ট্রকবি রামধারী সিং দিনকর-এর জয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন প্রধানমন্ত্রীর

Posted On: 23 SEP 2025 5:59PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাষ্ট্রকবি রামধারী সিং দিনকর-এর জয়ন্তী উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

এক্স-এ এক পোস্টে তিনি লিখেছেন : 

“রাষ্ট্রকবি রামধারী সিং দিনকর-এর জয়ন্তীতে তাঁর প্রতি কোটি কোটি প্রণাম। তাঁর কবিতা বিহার এবং গোটা দেশের মানুষের মধ্যে দেশাত্মবোধের এক অদ্ভূত অনুভূতি জাগিয়ে তোলে। তাঁর কবিতার বহু লাইন এখনও জনমানসে গেঁথে রয়েছে। সাহস ও মানবিকতায় ভরা তাঁর শক্তিশালী এবং অনন্ত সৃষ্টি ভারতমাতার সেবায় উৎসর্গ করতে প্রতিটি প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে।”

 

SC/MP/DM


(Release ID: 2170535) Visitor Counter : 5