প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রীর অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা সফর
Posted On:
21 SEP 2025 9:54AM by PIB Kolkata
নতুন দিল্লি, ২১ সেপ্টেম্বর ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২২ সেপ্টেম্বর অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা সফর করবেন। ইটানগরে ৫,১০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
এর পর ত্রিপুরা সফরে যাবেন। সেখানে তিনি পূজা ও দর্শন অনুষ্ঠানে যোগ দেবেন এবং মাতাবাড়িতে ‘মাতা ত্রিপুরা সুন্দরী টেম্পল কমপ্লেক্স’-এ উন্নয়নমূলক কাজের উদ্বোধন করবেন।
অরুণাচল প্রদেশ সফর প্রধানমন্ত্রীর
জলবিদ্যুতের প্রচুর সম্ভাবনার কথা মাথায় রেখে ইটানগরে ৩,৭০০ কোটি টাকার দুটি প্রধান জলবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। তাওয়াং-এ একটি অত্যাধুনিক কনভেনশন সেন্টারেরও শিলান্যাস করবেন তিনি। এই সেন্টারে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের সম্মেলন, সাংস্কৃতিক উৎসব এবং প্রদর্শনীর আয়োজন করা যাবে। এতে দেড় হাজারেরও বেশি প্রতিনিধির যোগদানের ব্যবস্থা রয়েছে।
এছাড়া যোগাযোগ, স্বাস্থ্য, অগ্নি সুরক্ষা, কর্মরত মহিলাদের হস্টেল সহ ১,২৯০ কোটি টাকার বিভিন্ন পরিকাঠামো প্রকল্পেরও সূচনা করবেন তিনি। প্রধানমন্ত্রী স্থানীয় কর দাতা, ব্যবসায়ী এবং শিল্পমহলের প্রতিনিধিদের সঙ্গে জিএসটি সংস্কারের প্রভাব নিয়ে আলোচনায় মিলিত হবেন।
ত্রিপুরা সফর প্রধানমন্ত্রীর
ভারতের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা এবং সংরক্ষিত রাখার অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্য রেখে মাতাবাড়িতে মাতা ত্রিপুরা সুন্দরী টেম্পল কমপ্লেক্সের উন্নয়নমূলক কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ত্রিপুরার গোমতি জেলার উদয়পুরে অবস্থিত এই মন্দিরটি ৫১টি শক্তিপীঠের অন্যতম। এর সংস্কারের মধ্যে রয়েছে নতুন রাস্তা নির্মাণ, একটি তিনতলা ভবন, ধ্যানকক্ষ, প্রতিনিধিদের থাকার ব্যবস্থা সহ অন্যান্য সুবিধা। পর্যটনের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসায়িক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
SC/MP/AS
(Release ID: 2169258)