প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রীর সঙ্গে গ্রীসের প্রধানমন্ত্রীর টেলিফোনে বার্তালাপ
Posted On:
19 SEP 2025 2:52PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ হেলেনিক প্রজাতন্ত্র অর্থাৎ গ্রীসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস টেলিফোনে কথা বলেছেন।
শ্রী মিতসোটাকিস, শ্রী মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী তাঁকে শুভেচ্ছা জানানোর জন্য আন্তরিক শুভেচ্ছা জানান।
ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, জাহাজ চলাচল, প্রতিরক্ষা, নিরাপত্তা, দুটি দেশের জনসাধারণের মধ্যে নিবিড় যোগাযোগ গড়ে ওঠা সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত হওয়ায় উভয় নেতা এর জন্য সন্তোষ প্রকাশ করেছেন। ভারত ও গ্রীসের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করে তুলতে তাঁরা তাঁদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অবাধ বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা দ্রুত শেষ করার বিষয়ে শ্রী মিতসোটাকিস গ্রীসের সমর্থনের কথা জানিয়েছেন। আগামী বছর ভারতে কৃত্রিম মেধার প্রভাব সংক্রান্ত যে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে, সেই সম্মেলনের সাফল্য কামনা করেছেন তিনি।
পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁরা মতবিনিময় করেছেন। ভবিষ্যতেও উভয় নেতা নিজেদের মধ্যে যোগাযোগ বজায় রাখার বিষয়ে সহমত পোষণ করেন।
SC/CB/SKD
(Release ID: 2168507)