স্বরাষ্ট্র মন্ত্রক
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ ভার্চুয়াল মাধ্যমে লক্ষ্মৌ, তিরুবনন্তপুরম, ত্রিচি, কোঝিকোড় এবং অমৃতসর বিমানবন্দরে ফাস্ট ট্র্যাক ইমিগ্রেশন-ট্রাস্টেড ট্র্যাভেলার প্রোগ্রাম (এফটিআই-টিটিপি)-র উদ্বোধন করেছেন
Posted On:
11 SEP 2025 3:01PM by PIB Kolkata
নতুন দিল্লি ১১ সেপ্টেম্বর ২০২৫
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবার মন্ত্রী শ্রী অমিত শাহ আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে লক্ষ্মৌ, তিরুবনন্তপুরম, ত্রিচি, কোঝিকোড় এবং অমৃতসর বিমানবন্দরে ফাস্ট ট্র্যাক ইমিগ্রেশন-ট্রাস্টেড ট্র্যাভেলার প্রোগ্রাম (এফটিআই-টিটিপি)-র উদ্বোধন করেছেন। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এবং আইবি অধিকর্তা সহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।
এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ বলেন, এই সুবিধা পর্যটকদের স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করবে শুধু তাই নয়, দেশে যা যা পরিবর্তন হয়েছে, তার সাক্ষী থাকারও সুযোগ পাবেন। তিনি বলেন, পর্যটকের স্বাচ্ছন্দ্য বৃদ্ধির এই পরবর্তী ধাপ তার সঙ্গে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর স্পিড, স্কেল এবং স্কোপের ভাবনা আজ থেকে শুরু হয়ে গেল। শ্রী শাহ আরও বলেন, প্রধানমন্ত্রী সব সময় জোর দেন যে, প্রযুক্তি উপকরণের পাশাপাশি আমাদের আস্থা বৃদ্ধি করতে কাজ করতে হবে এবং আজকের কর্মসূচি সেইলক্ষ্যে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।
শ্রী অমিত শাহ বলেন যে, এই ফাস্ট ট্র্যাক ইমিগ্রেশন-ট্রাস্টেড ট্র্যাভেলার প্রোগ্রাম (এফটিআই-টিটিপি)-র সঙ্গে সুষ্ঠু অভিবাসন প্রক্রিয়া, বিমানবন্দরগুলিতে পাওয়ার ব্যবস্থা আজ থেকে শুরু হল। তিনি বিশেষভাবে বলেন যে, শুধু স্বাচ্ছন্দ্য জোগানোই যথেষ্ট নয়, আমাদের দেখতে হবে যাতে এর থেকে বেশি সংখ্যায় পর্যটক উপকৃত হন। এটি অর্জন করতে প্রয়াস নিতে হবে যাতে পাসপোর্ট এবং ওসিআই কার্ড দেওয়ার সময়ই নথিভুক্তিকরণ হয়। তিনি বলেন, যদি এটি রূপায়িত হয়, তাহলে পর্যটকদের আঙুলের ছাপ অথবা নথি দিতে ফিরে আসার প্রয়োজন হবে না। তাঁরা পাসপোর্ট ব্যবহার করেই যেখানে ইচ্ছে ভ্রমণ করতে পারবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন যে, কারিগরি সবদিক খতিয়ে দেখতে হবে, যাতে বেশি সংখ্যা্য় মানুষ এই কর্মসূচি থেকে উপকৃত হতে পারেন। তিনি আরও জানান, ভারতীয় নাগরিকরা নিশ্চিতভাবে উপকৃত হবেন, তবে ওসিআই কার্ডধারীরাই সবচেয়ে বেশি উপকৃত হবেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন যে, ফাস্ট ট্র্যাক ইমিগ্রেশন-ট্রাস্টেড ট্র্যাভেলার প্রোগ্রাম (এফটিআই-টিটিপি) একটি কর্মসূচি যা স্বাচ্ছন্দ্য এবং জাতীয় নিরাপত্তা দুটিই বৃদ্ধি করে। তিনি বলেন যে, দিল্লি থেকে ২০২৪ সালে এই কর্মসূচির সূচনা হয়েছিল। তারপর তা রূপায়িত হয় মুম্বাই, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু, কোচি এবং আমেদাবাদ বিমানবন্দরে এবং আজ ৫টি নতুন বিমানবন্দর যুক্ত হল। শ্রী শাহ জানান, এই প্রক্রিয়া এখন থেকে মোট ১৩টি বিমানবন্দরে একই সঙ্গে চালু থাকবে। তিনি আরও বলেন, স্বরাষ্ট মন্ত্রকের পরিকল্পনায় আছে নির্মীয়মান নবি মুম্বাই এবং জেওয়াডর বিমানবন্দরে এই কর্মসূচি চালু করার। শ্রী শাহ জানান, এপর্যন্ত যারাই এই সুবিধা ব্যবহার করেছেন, তারা প্রশংসাও করেছেন। পর্যটকদের এখন লম্বা লাইনে দাঁড়াতে হয় না, বা হাতে হাতে তল্লাশি করতে হয় না। দেরি না করে মাত্র ৩০ সেকেন্ডেই তাঁরা অভিবাসন ছাড়পত্র পেয়ে যান। তিনি বলেন যে, মোটামুটি ৩ লক্ষ পর্যটক এই পোর্টালে নাম নথিভুক্ত করেছেন, যারমধ্যে, ২.৬৫ লক্ষ জন ভ্রমণের সময় এটি ব্যবহার করেছেন। চেষ্টা করতে হবে যাতে এই সংখ্যা নিয়মিত বাড়ে।
শ্রী অমিত শাহ বলেন যে, শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত ১১ বছরে বিদেশি যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তিনি বলেন যে, ২০১৪ সালে বিদেশে যাওয়া পর্যটকের সংখ্যা ছিল ৩.৫৪ কোটি। যা ২০২৪ সালে মোটামুটি ৭৩ শতাংশ বেড়ে হয়েছে ৮.১২ কোটি। বিদেশ থেকে আসা এবং বিদেশে যাওয়া এই সব মিলিয়ে ৬০ শতাংশ বৃদ্ধি হয়েছে । শ্রী শাহ বলেন, আমাদের লক্ষ্য সব ভারতীয় নাগরিক এবং ওসিআই কার্ডধারীরা যেন এই সুবিধা থেকে উপকৃত হন, তা নিশ্চিত করা।
এফটিআই-টিটিপি রূপায়িত হয়েছে একটি অন লাইন পোর্টাল https://ftittp.mha.gov.in- এর মাধ্যমে। এই কর্মসূচিতে নাম লেখাতে হলে আবেদনকারীদের পোর্টালে তাদের সম্পূর্ণ বিবরণ দিয়ে এবং প্রয়োজনীয় নথি আপলোড করে অনলাইনে নথিভুক্তি করতে হবে। নথিভুক্ত আবেদনকারীদের বায়োমেট্রিক্স সংগ্রহ করা হবে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) অথবা বিমানবন্দর দিয়ে যাওয়ার সময়। নথিভুক্ত পর্যটকদের এয়ারলাইন থেকে প্রাপ্ত বোর্ডিং পাস স্ক্যান করতে হবে ই-গেটে। তারপরে, পাসপোর্ট স্ক্যান করতে হবে। আগমন ও নির্গমন পথে থাকা ই-গেটে পর্যটকদের বায়োমেট্রিক্স পরীক্ষা করা হবে। পরীক্ষা সফল হলে ই-গেট স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে। অভিবাসন ছাড়পত্র পাওয়া যাবে।
SC/AP/CS…
(Release ID: 2165706)
Visitor Counter : 2
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Kannada
,
Malayalam