প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

হিমাচল প্রদেশে বন্যা ও অতিবৃষ্টি দুর্গত এলাকাগুলি আকাশপথে পরিদর্শন প্রধানমন্ত্রীর

Posted On: 09 SEP 2025 3:01PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৯ সেপ্টেম্বর, ২০২৫ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হিমাচল প্রদেশে বন্যা, মেঘভাঙা বৃষ্টি এবং ভূমিধ্বস দুর্গত এলাকাগুলি আজ আকাশপথে পরিদর্শন করেছেন। সামগ্রিক দুর্গত এলাকাগুলির অবস্থা পর্যালোচনার উদ্দেশ্যেই প্রধানমন্ত্রীর এই পরিদর্শন। 
সমগ্র এলাকা প্রধানমন্ত্রী আকাশপথে ঘুরে দেখার পর, ত্রাণ ও পুনর্বাসন সংক্রান্ত বিষয়ে পর্যালোচনা করতে কাঙড়ায় সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন। তিনি হিমাচল প্রদেশ’কে ১ হাজার ৫০০ কোটি টাকার আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন। এসডিআরএফ এবং প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির দ্বিতীয় কিস্তির টাকা অগ্রিম দেওয়া হবে।
দুর্গত এলাকার মানুষদের পুনরায় নিজের পায়ে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী বৃহত্তর প্রেক্ষাপটে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে আর্থিক সহায়তার কথা বলেছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ভেঙে পড়া বাড়িগুলিকে পুনর্নির্মাণ করা হবে। সেইসঙ্গে, পিএমএনআরএফ – এর মাধ্যমে ভেঙে পড়া বিদ্যালয়গুলির পুনর্নির্মাণে আর্থিক সহায়তা সহ ভেঙে পড়া জাতীয় সড়ক পুনর্নির্মাণ এবং গবাদি পশুদের জন্য খাদ্য সামগ্রীর ব্যবস্থা করা হবে। 
কৃষক সম্প্রদায়ের ক্ষয়ক্ষতির দিকগুলিকে বিবেচনা করে অতিরিক্ত অর্থ সাহায্যের সংস্থান রাখা হয়েছে। এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত কৃষকদের এই সাহায্যের আওতায় আনা হবে। সেইসঙ্গে, তাদের বিদ্যুৎ সংযোগ পুনর্বহাল করা হবে। 
পিএম আবাস যোজনার অধীন ক্ষতিগ্রস্ত বাড়িগুলির জিও ট্যাগিং – এর মাধ্যমে প্রকৃত ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। 
শিক্ষা ব্যবস্থা যাতে কোনোভাবে বাধাপ্রাপ্ত না হয়, সেদিকে নজর রেখে সমগ্র শিক্ষা অভিযানের আওতায় সময় মতো সহায়তা পৌঁছে দেওয়া এবং জিও ট্যাগিং – এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত বিদ্যালয়গুলির পুনর্নির্মাণ করা হবে। 
বৃষ্টির জল ধরে রাখতে এবং সেই জলকে চাষের কাজে ব্যবহার করতে পুনরায় জলাধার নির্মাণ করা হবে। সেইসঙ্গে, ভূগর্ভস্থ জলস্তর বৃদ্ধির দিকেও নজর রাখা হচ্ছে।
কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই আন্তঃমন্ত্রিপর্যায়ের কেন্দ্রীয় প্রতিনিধিদলকে হিমাচল প্রদেশের ক্ষতিগ্রস্ত এলাকাগুলি সরেজমিনে পরিদর্শনের জন্য পাঠিয়েছে। তাঁদের পাঠানো বিস্তারিত রিপোর্টের ভিত্তিতেই আর্থিক সহায়তা সংক্রান্ত বিষয়গুলি বিবেচনা করা হবে। 
প্রধানমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ করেছেন। স্বজন হারানো পরিবারগুলির প্রতি শ্রী মোদী গভীর সমবেদনা জানিয়েছেন। রাজ্য সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে এই কঠিন সময়ে কেন্দ্রীয় সরকার সম্ভাব্য সমস্ত রকম সহায়তা প্রদান করবে বলে তিনি জানিয়েছেন। 
বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে মৃতদের নিকটাত্মীয়কে এককালীন ২ লক্ষ টাকা এবং গুরুতর আহতদের ৫০ হাজার টাকা করে সাহায্য দেওয়ার কথাও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। 
প্রধানমন্ত্রী আরো ঘোষণা করেন যে, সাম্প্রতিক বন্যা ও ভূমিধ্বসে পরিবারকে হারিয়ে অনাথ হয়ে পড়া বাচ্চাদের দীর্ঘস্থায়ী কল্যাণের লক্ষ্যে 'পি এম কেয়ার্স ফর চিল্ড্রেন'  প্রকল্পে সার্বিক সহায়তা প্রদান করা হবে।
প্রধানমন্ত্রী বলেছেন, বিপর্যয় ব্যবস্থাপনা সংক্রান্ত আইন অনুযায়ী, সম্ভাব্য সমস্ত রকম সহায়তা প্রদান করা হবে। রাজ্যগুলিকে এক্ষেত্রে অগ্রিম অর্থ সাহায্যের কথাও জানিয়েছেন তিনি। সেইসঙ্গে এনডিআরএফ, এসডিআরএফ, সেনা ও রাজ্য প্রশাসনকে ত্রাণ এবং আপৎকালীন সাহায্যে এগিয়ে আসার জন্য প্রশংসা করেছেন। 
প্রধানমন্ত্রী এই গুরুতর পরিস্থিতির কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকারকে সামগ্রিক পরিস্থিতি মোকাবিলায় সবরকম সহায়তার জন্য প্রস্তুত থাকতে বলেছেন। 

 

SC/AB/SB


(Release ID: 2165034) Visitor Counter : 2