রাষ্ট্রপতিরসচিবালয়
রাষ্ট্রপতি ১-৩ সেপ্টেম্বর কর্ণাটক ও তামিলনাডু সফর করবেন
Posted On:
31 AUG 2025 5:36PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩১ অগাস্ট, ২০২৫
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু ১-৩ সেপ্টেম্বর কর্ণাটক ও তামিলনাডু সফর করবেন।
পয়লা সেপ্টেম্বর রাষ্ট্রপতি কর্ণাটকের মাইসুরু’তে অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ স্পীচ অ্যান্ড হিয়ারিং (এআইআইএসএইচ) – এর হীরক জয়ন্তী অনুষ্ঠানে যোগ দেবেন।
২ সেপ্টেম্বর রাষ্ট্রপতি তামিলনাডুর চেন্নাই’তে সিটি ইউনিয়ন ব্যাঙ্কের ১২০তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে যোগ দেবেন।
৩ সেপ্টেম্বর রাষ্ট্রপতি তামিলনাডুর থিরুভারুরে তামিলনাডু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
SC/PM/SB
(Release ID: 2162581)
Visitor Counter : 2