প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

জাপান ও চীন সফরে রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রীর বিবৃতি

Posted On: 28 AUG 2025 8:41PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৮ অগাস্ট, ২০২৫

 


পঞ্চদশ বার্ষিক শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার আমন্ত্রণে আমি দুদিনের জাপান সফরে রওনা হচ্ছি। 

বিগত ১১ বছরে বিশেষভাবে বিকশিত হয়ে ওঠা আমাদের বিশেষ কৌশলগত বিশ্ব অংশীদারিত্বের পরবর্তী অধ্যায়ের রূপ রেখা নির্মাণে এই সফরে আমরা উদ্যোগী হবো। সহযোগিতার নতুন পরিসর এবং অর্থনৈতিক ও বিনিয়োগগত সহযোগিতার বিষয়গুলিকে আরও জোরদার করতে সচেষ্ট হবো আমরা। কৃত্রিম বুদ্ধিমত্তা ও সেমি কনডাকটর সহ অত্যাধুনিক প্রযুক্তি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বৃদ্ধি করতে আমরা আগ্রহী। এই সফর আমাদের সভ্যতা ও সংস্কৃতিগত বন্ধনকে আরও জোরদার করতে সহায়ক হবে।

জাপান সফরের পর তিয়ানজিন-এ সাংহাই কো-অপারেশন শিখর সম্মেলনে যোগ দিতে প্রেসিডেন্ট শি জিংপিং-এর আমন্ত্রণে আমি চীনে যাবো। ভারত এসসিও-র সক্রিয় সদস্য। এই মঞ্চে সভাপতিত্বের সময়ে আমরা উদ্ভাবনা, স্বাস্থ্য ও সাংস্কৃতিক বিনিময় ক্ষেত্রে বিশেষ অংশীদারিত্বের বিষয়ে উদ্যোগ নিয়েছি। আঞ্চলিক সহযোগিতা এবং সমস্যার মোকাবিলায় ভারত এসসিও গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে সহয়োগিতার ভিত্তিতে কাজ করতে আগ্রহী। সম্মেলনের ফাঁকে প্রেসিডেন্ট শি জিংপিং, প্রেসিডেন্ট পুতিন সহ অন্য নেতাদের সঙ্গে বৈঠকের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।

আমার জাপান ও চীন সফর জাতীয় স্বার্থ ও অগ্রাধিকারের ক্ষেত্রে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সুস্থিতি রক্ষায় বিশেষ সহায়ক হবে বলে আমি প্রত্যয়ী।


SC/AC/SKD


(Release ID: 2161828) Visitor Counter : 12