প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রীর সঙ্গে কিনড্রিলের চেয়ারম্যান ও সিইও মার্টিন স্ক্রোয়েটারের সাক্ষাৎ

Posted On: 21 AUG 2025 9:50PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২১ অগাস্ট, ২০২৫

 

কিনড্রিলের চেয়ারম্যান ও সিইও মার্টিন স্ক্রোয়েটার আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন। 

মার্টিন স্ক্রোয়েটারের এক্স বার্তার জবাবে প্রধানমন্ত্রী লিখেছেন;

“মার্টিন স্ক্রোয়েটারের সঙ্গে এই বৈঠক সমৃদ্ধ করেছে। আমাদের দেশে যে অপার সম্ভাবনা রয়েছে তার অন্বেষণে এবং আমাদের প্রতিভাবান যুব সমাজের উদ্ভাবন ও বিকাশে সহযোগিতা করতে ভারত বিশ্বজনীন অংশীদারদের আন্তরিক স্বাগত জানায়।

হাতে হাত মিলিয়ে আমরা এমন সব সমাধান সৃষ্টি করতে পারি, যা শুধু ভারতেরই নয়, বিশ্বের অগ্রগতিতেও বিশেষ অবদান রাখবে।”

 


SC/SD/SKD


(Release ID: 2159692)